দুয়ারে সরকারের ধাঁচে এবার রাজ্যজুড়ে MSME ক্যাম্পের আয়োজন হতে চলেছে। বিশদে জেনে নিন।

সমগ্র রাজ্যের সাধারণ মানুষের সুবিধার খাতিরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আবারো এক নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো। পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র রাজ্যের জনসাধারণের কল্যাণার্থে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ ব্যাপী MSME ক্যাম্প কার্যকর করা হবে। ইতিমধ্যেই সমগ্র রাজ্যের সাধারণ জনগণের মধ্যে রাজ্য সরকারের তরফে কার্যকরী এই নতুন সিদ্ধান্ত এবং MSME ক্যাম্প নিয়ে বিভিন্ন প্রকার গুঞ্জন ও চর্চার সৃষ্টি হয়েছে। যার জেরে আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী MSME ক্যাম্প সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

MSME ক্যাম্পের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?

রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের তরফে এই বিশেষ ক্যাম্পটি আয়োজন করা হবে। এই MSME ক্যাম্পের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গে বসবাসকারী হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের সরবরাহকারী হিসেবে বিভিন্ন সরকারি সংস্থায় তালিকাভুক্তি করা হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, এই ক্যাম্পের মাধ্যমে ফায়ার লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, জমির চরিত্র গঠন সহ বিভিন্ন প্রকার বিধিবদ্ধ ছাড়পত্র সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। তবে রাজ্যের হস্তশিল্পী, তাঁতশিল্পী কিংবা অন্যান্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও রাজ্য সরকারের তরফে কার্যকরী এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে উপকৃত হতে চলেছেন।

এই MSME ক্যাম্পের মাধ্যমে রাজ্যের ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি যুবক-যুবতী এবং বিভিন্ন ক্ষেত্রে পড়ুয়াদের উন্নতি সাধনের জন্য এই ক্যাম্পের মারফত উৎকর্ষ বাংলার অধীনে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও আয়োজন করা হবে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশকা মারফত পর জানা গিয়েছে যে, অন্যান্য সুবিধার পাশাপাশি এই ক্যাম্প থেকে ব্যাংক লোন সংক্রান্ত সমস্যার সমাধানও মিলবে। সাধারণ নাগরিকদের ব্যাংক লোন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য MSME ক্যাম্পের অধীনে বিশেষ ফিন্যান্স ক্লিনিক গঠন করা হবে। শুধু তাই নয়, এই ক্যাম্পের মাধ্যমে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে নতুন ব্যাংক লোনের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হবে। অন্যদিকে, সংখ্যালঘু বিষয়ক প্রকল্পে ঋণ প্রদান করা হবে এবং অনগ্রসর শ্রেণী সংক্রান্ত প্রকল্পে ব্যাংক লোন প্রদান করা হবে। এর পাশাপাশি MSME দের উদ্যম পোর্টালের অধীনে নথিভুক্ত করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা মারফত।

আরও পড়ুন:- পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে অভিনব সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন।

তবে এখানেই শেষ নয় রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা মারফত আরো জানা গিয়েছে যে, রাজ্য সরকারের অধীনস্থ অন্যান্য দপ্তরগুলির যৌথ উদ্যোগে এই MSME ক্যাম্পের অধীনে আরও বিশেষ কিছু সুবিধা পাওয়া যাবে। আর এই সুবিধাগুলি হল:

১. এই ক্যাম্পের মাধ্যমে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের আওতাধীন স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাংক লোন সংক্রান্ত প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে।
২. রাজ্য সরকার তরফে প্রকাশিত নির্দেশিকা মারফত জানা গিয়েছে, MSME ক্যাম্পের মারফত কৃষি দপ্তরের পরিকাঠামোর জন্য প্রয়োজনীয় তথ্য তহবিল নথিভুক্ত করা হবে।
৩. সংখ্যালঘু সহ মাদ্রাসা শিক্ষা দপ্তরে ঋণ প্রদান এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হবে।
৪. অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনে শিক্ষা দপ্তরের আওতায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদনের পদ্ধতি কার্যকর করা হবে।
৫. কারিগরি শিক্ষা দপ্তরের তরফে কার্যকরী উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হবে এবং রাজ্যের যুবক-যুবতীদের রোজগার সেবা প্রকল্পের আওতায় নথিভুক্ত করা হবে।

সমগ্র রাজ্যের কোন কোন ক্ষেত্রে এই MSME ক্যাম্প আয়োজিত হতে চলেছে?

রাজ্য সরকারের তরফে প্রকাশিত নথি অনুসারে জানা গিয়েছে যে, প্রতিটি জেলার প্রত্যেক ব্লক অফিসে এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনস্থ প্রতিটি বোরোতে ৫ দিনব্যাপী MSME ক্যাম্পের আয়োজন করা হবে। এর পাশাপাশি প্রত্যেক জেলার সদর অফিসে ১ দিনের ক্যাম্পের আয়োজন করা হবে।

কবে থেকে MSME ক্যাম্প শুরু হতে চলেছে?

পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ১ লা আগস্ট ২০২৩ তারিখ থেকে থেকে শুরু করে ১৮ ই আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী এই ক্যাম্প আয়োজিত হতে চলেছে।

Related Articles

Back to top button