নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে মিলবে জমি, বাড়ি ও কর্মসংস্থান। বিস্তারিত জানুন প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের কল্যাণের খাতিরে নানা ধরনের জনকল্যাণমূলক প্রকল্প লঞ্চ করা হয়েছে। তবে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে পশ্চিমবঙ্গবাসী গৃহহীন নাগরিকদের জীবন, জীবিকার উন্নয়নের জন্য কার্যকরী নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প কি?

পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত দরিদ্র, অসহায় মানুষের সুরক্ষিত আশ্রয়স্থল বা নিজস্ব কোনো বাড়ি নেই, এমনকি বাড়ি তৈরির জন্য নিজস্ব কোনো জমিও নেই তাদের বিনামূল্যে জমি এবং বাড়ি প্রদানের উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প কার্যকর করা হয়েছে।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের অধীনে কি কি সুবিধা পাওয়া যাবে?

১. রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় ৫ শতক করে খাসজমি দান করা হয়ে থাকে।
২. তবে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র জমি প্রদান করা হয় তা নয়, রাজ্য সরকারের তরফে সেই জমিতে বাড়িও তৈরি করে দেওয়া হবে।
৩. বাড়িতে থাকার ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য বিদ্যুৎ এবং জলের ব্যবস্থাও রাজ্য সরকারই করে দেবে।
৪. তবে শুধুমাত্র জমি কিংবা বাড়ি প্রদান নয়, এই সমস্ত নাগরিকদের উপার্জনের উপায়ও খুঁজে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, বাড়ির পার্শ্ববর্তী জমিতে কৃষিকাজ করা কিংবা পুকুর কেটে মাছ চাষ করার ক্ষেত্রে সাহায্য করা হবে।
৫. বিভিন্ন প্রকার প্রাকৃতিক উপাদান থেকে নানান ধরনের সামগ্রী তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে এই যোজনার আওতায় থাকা ব্যক্তিদের। তবে যে সমস্ত ব্যক্তিরা আগে থেকেই এই সমস্ত হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজগুলো করতে পারেন তাদের কাজের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন:- আপনার কাছে ছেঁড়া টাকা থাকলে সেটি পাল্টাবেন কোথা থেকে? কি বলা হয়েছে RBI এর নিয়মে।

কারা নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন?

১. পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে রাজ্য বসবাসকারী যে সমস্ত ব্যক্তিদের নিজস্ব জমি এবং কোন বসত বাড়ি নেই তারাই কেবলমাত্র নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. কৃষিকাজ, মাছ চাষ, পশুপালন, কুটির শিল্প এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই কেবলমাত্র এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়া বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীভুক্ত প্রান্তিক জনসাধারণও এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় আবেদন জানাবেন কিভাবে?

রাজ্য সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যেকোনো ব্যক্তিকে স্থানীয় বিএলআরও (BLRO) অফিসে যোগাযোগ করতে হবে। উক্ত অফিসের কর্মকর্তাদের মাধ্যমেই উক্ত ব্যক্তি নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদন জানানোর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Related Articles

Back to top button