এটিএম কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন। জেনে নিন পদ্ধতি।

সময়ের সাথে সাথে সমগ্র বিশ্বের মানুষ প্রযুক্তি এবং নানাবিধ যন্ত্রকে আপন করে নিয়েছে। আর সমগ্র বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে ভারতের সাধারণ নাগরিকরাও ধীরে ধীরে প্রযুক্তি এবং যন্ত্র সভ্যতাকে আপন করে নিতে শুরু করেছে। যার ফলে বর্তমানে সমগ্র ভারতের সাধারণ মানুষ ক্যাশলেস ইকোনোমিকে আপন করে নিয়েছে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিগত কয়েক বছরে সারা ভারতব্যাপী UPI সহ টাকা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহৃত নানা ধরনের অ্যাপ (Google pay, PhonePe, Paytm, BHIM প্রভৃতি) ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ব্যবহার ক্রমাগত হারে বাড়ছে। আর এর সাথেই বাড়ছে ক্যাশলেস ইকোনোমির জনপ্রিয়তাও। যার ফলে এখন যেকোনো প্রয়োজনে বাইরে বেরোলে আলাদা করে ক্যাশ টাকা বহন করতে হয় না, ক্যাশ টাকার প্রয়োজন হলে যেকোনো এটিএম থেকেই ATM কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা যায়। তবে এক্ষেত্রে ছোট্ট একটি ভুল আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

বহুক্ষেত্রেই দেখা যায় তাড়াহুড়োতে বাড়ি থেকে বেরোনোর ফলে বহু মানুষই তাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ডটি নিয়ে যেতে ভুলে যান। এর ফলে ক্যাশ টাকার প্রয়োজন হলে উক্ত ব্যক্তিকে ব্যাংকের দ্বারস্থ হতে হয়। তবে বহু ক্ষেত্রেই দেখা যায় বিশেষ পরিস্থিতিতে ক্যাশ টাকার প্রয়োজন হলেও কাছাকাছি ব্যাংক না থাকায় গ্রাহকদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। আর গ্রাহকদের এই সমস্যা থেকে উদ্ধারের জন্য এনসিআর কর্পোরেশনের তরফে এমন এক বিশেষ পদক্ষেপ কার্যকর করা হয়েছে যার মাধ্যমে গ্রাহকরা ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলে নিতে পারবেন। NCR কর্পোরেশনের তরফে কার্যকর এই বিশেষ প্রক্রিয়াটি ইন্টারোপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রওয়াল নামে পরিচিতি পেয়েছে। তবে এক্ষেত্রে মূল যে প্রশ্নটি উঠে এসেছে তা হলো, কিভাবে গ্রাহকরা ATM কার্ড ছাড়াই ATM -এর মাধ্যমে টাকা তুলতে পারবেন? আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, মাত্র কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই গ্রাহকরা ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলে নিতে পারবেন। এক্ষেত্রে ATM কার্ড ছাড়া ATM থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের যে যে ধাপগুলি অনুসরণ করতে হবে তা হলো:-

১. এক্ষেত্রে ATM কার্ড ছাড়াই ATM মেশিন থেকে টাকা তোলার ক্ষেত্রে এটিএম মেশিনে আপনি যে সমস্ত অপশনগুলি দেখতে পাবেন তার মধ্যে থেকে Withdraw Cash অপশনটি নির্বাচন করে নিতে হবে।

২. এরপর ATM মেশিনের স্ক্রিনে আসা UPI অপশনটি বেছে নিতে হবে।

৩. পরবর্তীতে এটিএম মেশিনের স্ক্রিনে একটি QR code আসবে। এরপর আপনার ফোনে যে UPI অ্যাপ ডাউনলোড করা রয়েছে সেটি ওপেন করে নিতে হবে এবং তা থেকে QR কোড স্ক্যানার খুলে ATM মেশিনের স্ক্রিনে থাকা QR কোডটি স্ক্যান করতে হবে।

৪. QR কোডটি স্ক্যান করার পর আপনি কত টাকা তুলতে চান তা এটিএম মেশিনে লিখতে হবে।

৫. এরপর আপনাকে আপনার UPI PIN সঠিকভাবে লিখতে হবে এবং PROCEED অপশনে ক্লিক করতে হবে। PROCEED অপশনে ক্লিক করলেই মেশিন থেকে আপনার চাহিদা অনুসারে টাকা বেরিয়ে আসবে।

আরও পড়ুন:- পড়া মনে থাকছে না? জেনে নিন পড়া মনে রাখার কিছু সহজ পদ্ধতি। একবার পড়লে আজীবন মনে থাকবে।

কোন ধরনের এটিএম মেশিন থেকে ফোনের মাধ্যমে টাকা তোলা যাবে?

সমস্ত ধরনের এটিএম থেকে উপরোক্ত পদ্ধতিতে টাকা তোলা সম্ভব নয়। যে সমস্ত এটিএম মেশিনে ইন্টারনেট কানেকশন রয়েছে কেবলমাত্র সেই সমস্ত মেশিনের মাধ্যমে আপনারা মোবাইল ফোনের মারফত UPI -এর সাহায্যে টাকা তুলে নিতে পারবেন। এছাড়াও উপরোক্ত পদ্ধতিতে টাকা তোলার ক্ষেত্রে আপনার ফোনে একটি সক্রিয় ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যক। সক্রিয় ইন্টারনেট কানেকশনের পাশাপাশি আপনার ফোনে ফোন পে, গুগল পে, পেটিএম, BHIM -এর মত যেকোনো একটি ইউপিআই পেমেন্ট অ্যাপ আগে থেকেই ডাউনলোডেড থাকা অত্যন্ত আবশ্যক। গ্রাহকদের উদ্দেশ্যে আরো জানিয়ে রাখি যে, উপরোক্ত পদ্ধতিতে আপনারা সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন, এর বেশি অংকের আমানত উইথড্র করার ক্ষেত্রে আপনার এটিএম কার্ড প্রয়োজন হবে।

কেন এই প্রক্রিয়া কার্যকর করা হয়েছে?

সমগ্র ভারত জুড়ে কিউআর কোডের মাধ্যমে এটিএম কার্ড ছাড়া টাকা তোলার এই প্রক্রিয়া কার্যকর করা হলে সারা ভারতের জনগণের মধ্যে এ বিষয়ে নানা ধরনের চর্চার সূত্রপাত ঘটেছে। আর এই সমস্ত আলাপ আলোচনার সূত্র ধরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন পদক্ষেপের মাধ্যমে এটিএম কার্ড ক্লোন বা নকল করার মাধ্যমে জালিয়াতির প্রবণতা বেশ খানিকটা কমানো যাবে। এর পাশাপাশি এটিএম কার্ড সংক্রান্ত আরো যে সমস্ত অসাধু চক্র গড়ে উঠেছে তা থেকেও রেহাই মিলবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন পদক্ষেপের মাধ্যমে, এমনটাই মনে করছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কার্যকরী এই নতুন পদক্ষেপ যেকোনো সংবেদনশীল পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট সুবিধাজনক হবে বলেই মনে করছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে কেবলমাত্র কয়েকটি হাতেগোনা ব্যাংকের এটিএম থেকে এটিএম কার্ড ছাড়া যেকোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তোলা যেত। কিন্তু বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশক্রমে সমগ্র ভারতের সমস্ত ব্যাংকগুলির যে সমস্ত এটিএম রয়েছে তা থেকে এটিএম কার্ড ছাড়াই যেকোনো প্রকার ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তোলা সম্ভব হবে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অভিনব সিদ্ধান্তের মাধ্যমে ক্যাশলেস ট্রানজেকশনের পাশাপাশি কার্ডলেশ ট্রানজেকশনের দিকেও আরো একটি পদক্ষেপ গ্রহণ করল ভারত। ইতিমধ্যেই এটিএম কার্ড ছাড়া ইউপিআই অ্যাপের মাধ্যমে এটিএম মেশিন থেকে টাকা তোলার এই পদ্ধতি সমগ্র ভারতের সাধারণ জনগণের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এর পাশাপাশি ভারতীয় জনগণের কাছে আরবিআই -এর নতুন পদক্ষেপ যথেষ্ট প্রশংসিতও হয়েছে। তবে শুধুমাত্র ভারতের সাধারণ জনগণের কাছে নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গৃহীত এই নয়া পদক্ষেপ ভারতের রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিদের কাছেও যথেষ্ট প্রশংসিত হয়েছে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে।

Related Articles

Back to top button