Salary Hike: ভাইফোঁটার দিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী। বহুদিনের দাবী পূরণ। কত টাকা বেশি পাবেন?

Employee Benefits and Salary

অবশেষে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে DA না দিতে পারলেও Salary Hike বা বেতন ভাতা সংক্রান্ত একটি দাবি মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়া গেলেও, আগের চেয়ে ৫ থেকে ৭ গুণ বাড়তে চলেছে বিশেষ এক ভাতা। ১ নভেম্বর ২০২৪ থেকেই তা কার্যকর হবে বলে জানানো হয়েছে। উৎসবের আবহে এই ঘোষণা স্বাভাবিকভাবেই কিছুটা হলেও যাদের এই ভাতা বেড়েছে, তাদের সকলের মধ্যে আনন্দের হাওয়া বইয়ে দিয়েছে।

Ad-hoc Salary Hike for West Bengal Government Employees

কারা পাবেন এই বিশেষ ভাতা?

রাজ্য সরকারের এই ঘোষণা কেবল স্কুল শিক্ষকদের জন্য। সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে কর্মরত শিক্ষকরা এই ভাতা বৃদ্ধির আওতায় আসবেন। শিক্ষকদের দাবি ছিল, তাদের কাজের পরিমাণ এবং দায়িত্বের তুলনায় বর্তমান ভাতা অত্যন্ত কম, যা গত কয়েক বছর ধরে বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও কোনো বাস্তবায়ন হয়নি। অবশেষে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার সহ সংশ্লিষ্ট কর্মীদের জন্য এই ভাতা ৫ থেকে ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে।

আগে কত পেতেন, এখন কত পাবেন?

নতুন ঘোষণায় পরীক্ষাকেন্দ্রের ইনচার্জরা প্রতি পরীক্ষায় ২,০০০ টাকা, সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজাররা ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। এছাড়াও, প্রশ্নপত্র দেখভালের দায়িত্বে থাকা শিক্ষকরা ৭০০ টাকা এবং অন্যান্য বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ৬০০ থেকে ২৫০০ টাকার ভাতা পাবেন। এই ভাতা বৃদ্ধি পূর্বের তুলনায় উল্লেখযোগ্য, কারণ পূর্বে ইনচার্জরা ৩০০ টাকা এবং সেন্টার সেক্রেটারি ও ভেন্যু সুপারভাইজাররা যথাক্রমে ৩০০ ও ১৫০ টাকা করে ভাতা পেতেন।

আরও পড়ুন,ভাইফোঁটা উপলক্ষ্যে রাজ্যের সবাইকে বিশাল উপহার মুখ্যমন্ত্রী মমতার

শিক্ষক সমাজের প্রতিক্রিয়া

এই ঘোষণার পরপরই শিক্ষক সমাজে আনন্দ ও প্রশংসার ঢেউ উঠেছে। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির (Salary Hike) জন্য চলা আন্দোলন অবশেষে ফলপ্রসূ হল। এক শিক্ষক বলেন, “আমরা এতদিন ধরে রাজ্য সরকারের কাছে আমাদের কষ্টের কথা জানিয়েছি। এই ভাতা ও বেতন বৃদ্ধি আমাদের প্রাপ্য সম্মান ও পরিশ্রমের স্বীকৃতি।” অনেক শিক্ষকই মনে করেন, এই পদক্ষেপ শিক্ষকদের মানসিকভাবে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।

আরও পড়ুন, সরকারি কর্মীরা আরও বেশি পেনশন পাবেন!

আর্থিক প্রভাব ও রাজনৈতিক দিক

এই ভাতা বৃদ্ধির (Salary Hike) ফলে (Employee Benefits) রাজ্যের রাজকোষ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার অতিরিক্ত ব্যয় হবে বলে জানা গেছে। যদিও এই ব্যয়ভার সরকারের উপর কিছুটা চাপ সৃষ্টি করবে, তবে এটি শিক্ষাক্ষেত্রে উন্নয়নের দিক থেকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আর এই সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া আসার পরই প্রতিক্রিয়া দেয় রাজ্যের শিক্ষা সংসদ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি (WBCHSE) চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “আজ থেকে দু’বছর আগেই মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সুপারভাইজারদের ভাতা বাড়িয়েছিল। আমাদের কাছেও ভাতা বৃদ্ধির দাবি আসছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা যুক্ত থাকেন। তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।” যাই হোক, বর্তমান সময়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে যেভাবে চাপা ক্ষোভ ও অসন্তোষ তৈরি হচ্ছিল, সেখানে এই পদক্ষেপটি (Employee Benefits) রাজনৈতিকভাবে সহায়ক হতে পারে।

Related Articles

Back to top button