Dearness Allowance: রাজ্য সরকারি কর্মীদের ডবল DA ও ডবল বোনাস ঘোষণা! আগের বকেয়া সহ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ
Government Employees DA and Bonus
অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তথা Dearness Allowance ও পুজো বোনাস নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। শুধু এবারেরই নয়, আগের বকেয়া মিলে একসাথে ডবল সুবিধা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। আর এই টাকা গতকাল থেকেই ডিপার্টমেন্ট ভেদে কর্মীদের একাউন্টে ঢুকতে শুরু করেছে। যা উৎসবের মরসুমে বাড়তি আনন্দ যোগাবে। এবার কাদের জন্য এই বেতন বৃদ্ধি বা ডিএ ঘোষণা, বিস্তারিত জেনে নিন।
Dearness Allowance and Festival Ad-hoc Bonus for Government Employess
দীপাবলিতেই আশা পূরণ হলো রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees). আরো ৩ শতাংশ বাড়লো ডিএ (3% DA Hike), মিলবে বকেয়া এবং বোনাসও (Festival Bonus). কেন্দ্রীয় সরকার সম্প্রতি তাদের কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ডিএ ছিল ৫০ শতাংশ, যা এখন বেড়ে ৫৩ শতাংশে পৌঁছেছে। এই ঘোষণার পর, দেশের বিভিন্ন রাজ্য সরকারও লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করেছে, যা উৎসবের সময় তাদের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে।
উত্তরাখণ্ডে ৩ শতাংশ বাড়ছে
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সম্প্রতি ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। গত ২৯ অক্টোবর ধনতেরাসের দিন রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে নোটিফিকেশন জারি করে জানানো হয় যে অক্টোবর মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত বেতনের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা Dearness Allowance যোগ হবে । যার ফলে সব মিলিয়ে মোট ৫৩ শতাংশ ডিএ পেতে চলেছেন তারা। এই মহার্ঘ ভাতা দেওয়া হবে, গত জুলাইয়ের ১ তারিখ অনুযায়ী। অর্থাৎ এই ৪ মাসের বাড়তি বকেয়া টাকা একসাথে এরিয়ার হিসাবে পাবেন। যার ফলে বেতন থেকে ডবল ডবল টাকা পাবেন।
আগের বকেয়া ও পাবেন
ডিএ এর পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ঘোষণা করেছে এবছরের জানুয়ারি মাস থেকে বকেয়া সমস্ত DA গুলো মিটিয়ে দেওয়ার কথা। সেই অনুযায়ী পহেলা জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ করার অনুমতি দেওয়া হয়েছে। আর বলা হয়েছে আগামী সময়গুলিতে নিয়ম অনুযায়ী ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের।
কত টাকা বোনাস পাবেন?
শুধু ডিএ নয়, উৎসব এর আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য মোটা অংকের টাকা বোনাস হিসেবেও দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নগদ ৭ হাজার টাকা পর্যন্ত বোনাস ঢুকতে চলেছে সকলের ব্যাঙ্ক একাউন্টে। প্রসঙ্গত এর আগে ৬০০০ টাকা বোনাস দেওয়া হতো। এবার আরো ১০০০ টাকা বেড়ে গেল।
কাদের মিলবে এইসব সুবিধা?
উত্তরাখন্ড রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই ঘোষণা করা হলেও তা কিন্তু সমস্ত পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেসমস্ত কর্মীদের বেতন স্বসাশিত ভাবে ঠিক হয় (Autonomous Body) তাঁদের বেতন ও বোনাস বৃদ্ধির নিয়ম আলাদা এবং নোটিফিকেশন ও আলাদা করে বের হবে। যদিও অতীতে দেখা গেছে, রাজ্য সরকারের ঘোষণার পরই অন্যান্য স্বশাসিত সংস্থা ও একই নিয়মে বেতন বা ডিএ বৃদ্ধি করে থাকে। তবে নিচের এই সমস্ত ডিপার্টমেন্ট এর ক্ষেত্রে আলাদা অর্ডার প্রকাশিত হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল শিক্ষকদের জরুরী নির্দেশ। পুজোর ছুটির মধ্যেই করতে হবে।
কাদের এই সুবিধা মিলবে না
১. হাইকোর্ট, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর বিচারপতিদের জন্য পৃথক নির্দেশ মারফত বেতন বৃদ্ধি করা হবে।
২. বোনাসের ক্ষেত্রে নন গেজেটেড রাজ্য সরকারি কর্মচারী, প্রতিষ্ঠানের কর্মী এবং স্থানীয় সংস্থা ও পঞ্চায়েতের কর্মীদের ও সুবিধা দেওয়া হবে।
৩. কিন্তু শুধু যে কর্মচারীদের বেতন ৪৮০০ টাকা (লেভেল ৮ পর্যন্ত সংশোধিত বেতন স্কেল ৪৭৬০০-১৫১১০০) এবং ২০২৪ সালের ৩১শে মার্চ পর্যন্ত চাকরিতে যুক্ত ছিলেন, তাদেরই এই বোনাস দেওয়া হবে।
৪. তবে অস্থায়ী এবং দৈনিক মজুরির কর্মীদেরও বোনাস সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে। তাদেরকে ৩০ দিনের বেতনের ভিত্তিতে বোনাস প্রদান করা হবে।