Teachers Transfer: পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের হটাত বদলি প্রক্রিয়া শুরু হলো। সুপ্রিম কোর্টের নির্দেশে কাদের বদলী আগে হবে?

School Teachers Transfer Portal

পশ্চিমবঙ্গে পুজো কাটতে না কাটতেই শিক্ষকদের জন্য শিক্ষক বদলি নীতিমালা বা Teachers Transfer সংক্রান্ত একটি নতুন অর্ডার সামনে এসেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court of India) একটি রায় রাজ্যের শিক্ষকদের ঘুম উড়িয়ে দিয়েছে। আদালত জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এখন থেকে নিজেদের ইচ্ছামত স্কুল শিক্ষকদের বদলি করতে পারবে। শীর্ষ আদালতের এই রায়ের পর রাজ্যের অনেক শিক্ষক তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

Supreme Court Judgement on Teachers Transfer

গত কয়েক বছর ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন (School Education Department) নিয়ে নানা আলোচনা চলছে। মাধ্যমিক স্তরের সহ-শিক্ষকদের বদলির প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা হয়েছিল। শিক্ষকদের পক্ষ থেকে আদালতে একটি রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল, যাতে জানানো হয়েছিল, বর্তমান শিক্ষক বদলী ও বিভিন্ন ম্যানেজমেন্ট প্রক্রিয়া অত্যন্ত বৈষম্যমূলক এবং শিক্ষকদের কাছ থেকে তাদের পছন্দের স্কুলে কাজ করার অধিকার ছিনিয়ে নিচ্ছে।

শিক্ষকদের প্রতিক্রিয়া

সুপ্রিম কোর্টের রায়ের পর (Supreme Court Judgement) শিক্ষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। রাজ্যের মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, “Teachers Transfer নিয়ে সুপ্রিম কোর্টের এই রায় কার্যত আমাদের জন্য হতাশার। আমরা এ বিষয়ে বৈঠকে বসবো এবং আদালতের নির্দেশের পুনর্বিবেচনার জন্য আবেদন করবো।” অন্যদিকে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “আমরা শিক্ষকদের সুপ্রিম কোর্টে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তারা শোনেননি।”

আরও পড়ুন, Jio ও Airtel গ্রাহকদের বিরাট সুখবর, গ্রাহক বাড়াতে, রিচার্জের দাম কমে গেল।

আদালতের কাছে রাজ্য সরকারের যুক্তি ছিল, শিক্ষকরা প্রায়ই বাড়ির কাছে কোনো স্কুলে কাজ করতে চান, যার ফলে কিছু জেলায় শিক্ষক সংকট সৃষ্টি হচ্ছে। এতে পড়াশোনার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থার উন্নতির জন্য শিক্ষকদের বদলি করা প্রয়োজন। আদালত এই যুক্তি মেনে নিয়ে ধারা ১০ সি এর অধীনে নির্দেশ দিয়েছে যে, SSC প্রয়োজনবোধে শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারে।

অবশ্য, শিক্ষকদের এই বদলির নিয়মাবলী রাজ্যের শিক্ষাব্যবস্থায় যে চ্যালেঞ্জ সৃষ্টি করবে, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। শিক্ষক সংগঠনগুলি মনে করছে, শিক্ষক বদলির এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন অঞ্চলে শিক্ষক সংকট তৈরি হবে এবং শিক্ষার মানে ভাটা পড়বে। বিশেষ করে, যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট স্কুলে কাজ করছেন, তাদের জন্য এই পরিবর্তন কঠিন হয়ে পড়তে পারে। এই প্রতিবাদে ১৫৭ জন শিক্ষকের বদলি আটকে আদালতের কাছে পিটিশনও জমা করেছে রাজ্য। এখন প্রশ্ন উঠছে, শিক্ষামন্ত্রী কি এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবেন? বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার এবং শিক্ষক সংগঠনগুলির মধ্যে একটি উন্মুক্ত আলোচনা হওয়া উচিত যাতে সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।

আরও পড়ুন, অবশেষে অল্প হলেও এক কিস্তি বকেয়া DA মেটাতে চলেছে রাজ্য সরকার। কত টাকা বেতন বাড়ছে?

এই নির্দেশের ফলে কাদের আগে বদলী হবে?

তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী শিক্ষকদের জন্য উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal for Teachers Transfer) উদ্বোধন করেছিলেন। যার ফলে হাজার হাজার শিক্ষক নিজেদের পছন্দমতো স্কুলে বদলী হয়েছেন। এর ফলে প্রচুর শিক্ষকদের সুবিধা যেমন হয়েছে, আবার অনেক স্কুলে শিক্ষক সঙ্কট ও হয়েছে। আর বর্তমানে সেই পোর্টাল বন্ধ রয়েছে। এবার যাদের বদলীর আবেদন ইতিমধ্যে জমা আছে, তাঁদের বদলী আগে হবে, তবে এই বদলি কোন স্কুলে হবে সেটা নতুন রায়ের ফলে স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে। আর জানা গেছে প্রথমে যেসমস্ত স্কুলে শিক্ষক সঙ্কট রয়েছে সেই সমস্ত স্কুলে আগে সেই ঘাটতি পূরণ করা হবে। পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button