Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা! কথা রাখলেন মুখ্যমন্ত্রী! দারুন সুখবর মা, বোনেদের জন্য
Lakshmir Bhandar Scheme
রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কীম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তথা Lakshmir Bhandar Scheme. পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু হওয়া এই প্রকল্প অচিরেই সারা পশ্চিমবঙ্গে নাম করেছে। প্রধানত মা-বোনেদের ক্ষমতায়নের জন্য রাজ্য সরকার চালু করেছিল লক্ষীর ভান্ডার। বর্তমানে এই প্রকল্পের গ্রাহক সংখ্যা যথেষ্ট বেশি। বছর বছর প্রকল্পের খাতায় নাম নথিভুক্ত করছেন পশ্চিমবঙ্গের মহিলারা। সম্প্রতি লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে একটি নতুন আপডেট সামনে এল। মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন সেই কথা রেখেছেন। দেখে নেওয়া যাক এই প্রকল্প নিয়ে কোন নতুন আপডেট সামনে এসেছে। জেনে নিন এই সম্পর্কিত নতুন আপডেটটি।
West Bengal Lakshmir Bhandar Scheme
চলতি বছরের শুরুর দিকেই পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য সুখবর দেন লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের মাধ্যমে। তখন থেকে এই প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়। এই প্রকল্পের শুরুতে রাজ্যবাসী মহিলারা এই প্রকল্পের দ্বারা প্রতিমাসে ৫০০ টাকা ও ১০০০ টাকা করে পেতেন। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ভাতার টাকা দ্বিগুণ করে দিয়েছেন। বর্তমানে মহিলারা ৫০০ টাকার বদলে ১০০০ টাকা ও ১০০০ এর বদলে ১২০০ টাকা করে পান। কিন্তু শুধুমাত্র ভাতার টাকা দ্বিগুণ করা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চলতি বছর এই ঘোষণা করেছিলেন লক্ষীর ভান্ডার নিয়ে পুজোর পর নতুন করে সুখবর পাবেন মহিলারা। আর সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন সুখবর সামনে এলো।
পশ্চিমবঙ্গের যে সকল মহিলারা আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না, তাদের সকলের জন্য ভালো খবর। Lakshmir Bhandar Scheme নিয়ে সেই আপডেট সামনে এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির সূচনা করেন। এই প্রকল্প অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের প্রধানত আর্থিক সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে।
আরও পড়ুন, ডানা ঘূর্ণিঝড়ের কারণে টানা 4 দিন ছুটি ঘোষণা। মুখ্যমন্ত্রীর জরুরী ঘোষণা
যেহেতু প্রত্যেক বছরেই এই প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হয়, তাই প্রচুর সংখ্যক আবেদন জমা পড়ে। অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের আবেদন জমা করেন। আবার তাঁদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষায় আছেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যারা অপেক্ষা করছেন তারা কবে টাকা পাবেন। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার আপডেট সম্প্রতি রাজ্য সরকারের পক্ষে করা হয়েছে।
আরও পড়ুন, সেভিংস ব্যাংকে অ্যাকাউন্টে আছে? মিনিমাম ব্যালেন্স বেড়ে গেল। তাড়াতাড়ি দেখুন।
Lakshmir Bhandar Scheme Payment date
রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার স্কিম নিয়ে কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে? অতি সম্প্রতি এই প্রকল্প নিয়ে যে আপডেট এসেছে, তা এখানে উল্লেখ করা হলো। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে নতুন আবেদনকারীদের জন্য এখনো তহবিল বিতরণ করা হয়নি। দ্বিতীয়তঃ, মুখ্যমন্ত্রী এই বিষয়ে আগে আশ্বস্ত করেছিলেন যে, দুর্গাপূজার পর সকল অপেক্ষারত আবেদনকারীদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেছিলেন যে, ডিসেম্বর মাসের মধ্যে, আবেদনকারীরা তাঁদের টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যারা এতদিন অপেক্ষা করে আছেন, তারা আর কিছুদিন অপেক্ষা করুন। রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। আপনারা সবাই আপনাদের স্কিমের টাকা পেয়ে যাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিগত কয়েক বছর ধরে রাজ্যের সীমা ছাড়িয়ে দেশেও সমাদৃত। প্রচুর মহিলা এই প্রকল্পের দ্বারা উপকৃত হন। আবার অনেকেই এই প্রকল্পের অর্থ নিজেদের সংসারে ব্যবহার করেন। অনেক মহিলা কর্মসংস্থানে যুক্ত হচ্ছেন। সব মিলিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দ্বারা বাংলার মহিলারা প্রভূত উপকৃত। পরিসংখ্যান বলছে, আগের বছরের তুলনায় চলতি বছরে এই প্রকল্পে আরো বেশি সংখ্যক মহিলার নাম নথিভুক্ত হচ্ছে।