বকেয়া DA না পেলেও, সরকারি কর্মীরা পেলেন আরো বড় উপহার। বেতন ভাতা দিওয়ালীর আগে ডবল বাড়লো
Dearness Allowance
একদিকে বকেয়া ডিএ (Dearness Allowance) এর দাবীতে ক্ষোভ বাড়ছে, সরকারি কর্মীদের। তবে এবার DA ঘোষণা না হলেও, এবারে তার চেয়েও বড় উপহার দিল কেন্দ্র তার সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই গঠিত হতে যাচ্ছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। আগামী মাসেই এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা আসতে পারে বলে জানা যাচ্ছে। এর ফলে কেন্দ্রীয় কর্মীদের বেতন একধাক্কায় অনেকটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা এই উৎসবের মুহূর্তে তাদের আনন্দ আরো বৃদ্ধি করেছে।
কেন্দ্র সরকারি কর্মীদের ৮ম বেতন কমিশন ঘোষণা
আগামী নভেম্বরেই হতে পারে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বৈঠক:
খবর অনুযায়ী, আগামী নভেম্বর মাসে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিদের নিয়ে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে যদি সবাই ঐক্যমত্যে পৌঁছায়, তবে আগামী বছরের বাজেট ঘোষণার সময় অষ্টম পে কমিশন গঠনের প্রস্তাব পেশ হতে পারে। এ ক্ষেত্রে অষ্টম পে কমিশন বাস্তবায়িত হলে কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন, সরকারি কর্মীদের জরুরীভিত্তিতে টাকা দিচ্ছে সরকার। টাকার প্রয়োজন হলেই এইভাবে আবেদন করুন
২০১৬ সালের পর প্রথমবার বড়সড় বেতন বৃদ্ধির সম্ভাবনা
২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল, তখন সর্বনিম্ন মাসিক বেতন ছিল ১৮,০০০ টাকা। তবে এর পর থেকে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে কেন্দ্রীয় কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে কমিশনের দাবি জানিয়ে আসছিলেন। অষ্টম পে কমিশন গঠিত হলে এই পরিমাণ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
রাজ্য এবং কেন্দ্রীয় ডিএ পার্থক্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ
কেন্দ্রীয় কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতা যেখানে ৫৩ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এই ব্যাপক পার্থক্যের ফলে রাজ্যের কর্মচারীদের মধ্যেও কেন্দ্রের মতো ডিএ বৃদ্ধির দাবি উঠছে। তবে পশ্চিমবঙ্গ সরকার তাদের অবস্থানে অনড় থেকে ডিএ আর বাড়ানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
8th Pay Commission date
এদিকে কেন্দ্রীয় কর্মচারীরাও মনে করছেন, দীর্ঘদিন ধরে তাদের বেতন একই স্কেলে রয়েছে। তাই বারবার নতুন বেতন কমিশন চালু করা নিয়ে সরকারের কাছে দাবিদাওয়া পেশ করেছেন তারা। তবে কেন্দ্রীয় সরকার এখনো সেই দাবি মেনে নেয়ার কোন আনুষ্ঠানিক ঘোষণা না করলেও সংবাদ সূত্রের খবর আগামী মাসের মধ্যে তা হতে পারে। আরো এই ধরনের তথ্য পেতে বাংলা একাডেমী ফলো করুন।