Holiday: রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের ১ মাস ছুটি ঘোষণা সরকারের। অবসান হলো দীর্ঘদিনের বৈষম্য কি কারণ?

Puja Vacation

সম্প্রতি রাজ্যের শিক্ষাক্ষেত্রে ছুটি বা Holiday নিয়ে এক বড় পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে ১ মাসের টানা ছুটি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ছুটি শিক্ষক এবং পড়ুয়া উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যার ফলে তারাও সুযোগ পাবেন একটানা কাজ এবং পড়াশোনার চাপ কাটিয়ে খানিকটা সময় নিজেদের মতো করে কাটানোর জন্য। কি কারণে এই ছুটি? সেটা জেনে নিন। তবে এর মাধ্যমে রাজ্যের স্কুলগুলোতে ছুটির বৈষম্য দূর হবে বলে মনে করছে সরকার।

Puja Holiday 2025 in West Bengal

এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দেখা যেত, দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজোর পর প্রাথমিক বিদ্যালয়গুলো পুনরায় চালু হলেও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকত। প্রাথমিক স্তরের শিক্ষক এবং শিক্ষার্থীরা খুবই অল্প ছুটির মধ্যে পুনরায় পড়াশোনায় ফিরে আসতে বাধ্য হতেন, যেখানে উচ্চ স্তরের শিক্ষার্থীরা দীর্ঘ ছুটি (Vacation) উপভোগ করতেন। এই বৈষম্যের ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটি অসন্তোষ জন্ম নিয়েছিল। শিক্ষক মহলে একটানা ছুটি না পাওয়ার কারণে ক্ষোভ দেখা যায় এবং তাঁরা দীর্ঘদিন ধরে সমতার দাবি জানাচ্ছিলেন।

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুজোর পর প্রায় ৫০,০০০ প্রাথমিক বিদ্যালয় খোলা ছিল, যেখানে ৯,৯৯১টি মাধ্যমিক এবং ৬,৭৭১টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় বন্ধ ছিল। ফলে প্রাথমিক স্তরের শিক্ষকদের দাবি ছিল, তাঁদের আরও বেশি কাজ করতে হচ্ছে এবং তাঁদের কর্মঘণ্টা তুলনামূলকভাবে দীর্ঘ হচ্ছে।

আরও পড়ুন, কেন্দ্রের পর এবার অবশেষে রাজ্য সরকারি কর্মীদের ও ডিএ ঘোষণা হলো। কত টাকা বেতন বাড়ছে?

ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই অবস্থা। দীর্ঘ শিক্ষাবর্ষের কারণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার চাপ বাড়ছিল, যা তাদের মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এ অবস্থায় শিক্ষক এবং অভিভাবকরা এই বৈষম্যের সমাধান দাবি করতে শুরু করেন।

এই পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর বড় পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষাদফতর জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের মতো এক মাসের টানা ছুটি (Holiday) দেওয়া হবে। এতে প্রাথমিক স্তরের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিশ্রাম নিশ্চিত হবে এবং তাদের ক্লাসরুমে ফিরে আসার পরে আরও উদ্যমী হওয়ার সম্ভাবনা বাড়বে।

শিক্ষা দফতরের (Department of School Education) এই সিদ্ধান্তকে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও স্বাগত জানিয়েছেন। অভিভাবকদের মতে, একটানা ছুটির ফলে শিশুরা পরিবারে বেশি সময় কাটাতে পারবে এবং পড়াশোনার বাইরে অন্যান্য ক্রিয়েটিভ কাজে মনোনিবেশ করতে পারবে। মোটের ওপর এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে আশা করা যায়।

Related Articles

Back to top button