Ration Card: রেশন কার্ড নিয়ে জারি হলো নতুন নিয়ম। আপনার রেশন কার্ড থাকলে এখনই জেনে নিন।

সমগ্র ভারত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জীবনযাপনের ক্ষেত্রে রেশন কার্ড (Ration Card) এবং রেশনে সম্পূর্ণ বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে যে সমস্ত সামগ্রী প্রদান করা হয়ে থাকে তার গুরুত্ব অপরসীম। তবে প্রথম থেকেই রেশন কার্ড (Ration Card) এবং রেশনে বিতরণের ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী প্রদান করা হয়ে থাকে তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। যার ফলস্বরূপ সমগ্র ভারত তথা রাজ্যব্যাপী রেশন সংক্রান্ত দুর্নীতি বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলির রাজ্য সরকার থেকে শুরু করে ভারত সরকারের তরফে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এবারে নতুন বছর শুরু হওয়ার ঠিক পূর্বে সমগ্র রাজ্যের যোগ্য রেশন গ্রাহকদের কাছে রেশনের সমস্ত রকম সুবিধা পৌঁছে দেওয়ার খাতিরে রাজ্য সরকারের তরফে এমনই এক বিশেষ পদ্ধতি কার্যকর করা হলো।

রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের উদ্যোগে সমগ্র রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের রেশন দোকানগুলিতে ইলেকট্রনিক ওজন স্কেল কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গব্যাপী রেশন ডিলার থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে ওয়েটিং স্কেল নামে বিশেষ পরিচিতি লাভ করেছে এই বিশেষ যন্ত্রটি। খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ইতিপূর্বে বারংবার সমগ্র রাজ্যের রেশন ডিলারদের ওপর চাল, গম সহ অন্যান্য খাদ্যশস্য সহ নানাবিধ সামগ্রী বিতরণের ক্ষেত্রে কারচুপির অভিযোগ আনা হয়েছে। আর রেশন ডিলারদের এই সমস্ত কারচুপি বন্ধ করার জন্য এবং সমগ্র রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার খাতিরে রাজ্য সরকারের তরফে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই জানা গিয়েছে। রাজ্য সরকার তরফে প্রকাশিত তথ্য অনুসারে আরো জানা গিয়েছে যে, ইতিমধ্যেই রাজ্যের ১৮ হাজার রেশন দোকানে এই বিশেষ যন্ত্র বসানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়ুন:- ডিসেম্বরে অতিরিক্ত ৫ দিনের সরকারি ছুটি

শুধু তাই নয়, এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, রাজ্য সরকারের তরফে যে সমস্ত ইলেকট্রনিক ওজন স্কেলগুলি বসানো হয়েছে সেগুলি ই-পিওএস মেশিনের সাথে যুক্ত থাকবে, ফলত রেশন দোকানে খাদ্যশস্য বিতরণের সময় প্রতিটি খাদ্য সামগ্রীর ওজন সংক্রান্ত বিবরণ খাদ্য ও সরবরাহ দপ্তরের কেন্দ্রীয় সার্ভারে উপলব্ধ হবে। সুতরাং, প্রতিটি নাগরিক সঠিক পরিমাণ খাদ্যশস্য পাচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে পারবেন খাদ্য ও সরবরাহ দপ্তরের শীর্ষকর্তারা। রাজ্য সরকারের তরফে গৃহীত এই উদ্যোগ রেশন ব্যবস্থার দুর্নীতি এবং সমস্যা দূরীকরণের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে বলে দাবি করেছেন খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মকর্তারা, যার জেরে কোনোভাবেই ন্যায্যগ্রাহকদের বঞ্চিত হতে হবে না বলেই দাবি রাখছেন তারা।

গুরুত্বপূর্ণ খবর পড়ুন:- পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি গ্রহন করে শুরু করুন ব্যবসা। মাসে ইনকাম ভালো পরিমাণ টাকা।

gamezop ad

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বেও রাজ্য সরকারের তরফে রেশন ব্যবস্থা দুর্নীতি দূরীকরণের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আর এই সমস্ত পদক্ষেপ গুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হলো রেটিনা স্ক্যানিং -এর মারফত আধার যাচাইকরণের মাধ্যমে গ্রাহকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে রেটিনা স্ক্যানিং -এর মাধ্যমে আধার প্রমাণিকরণ এবং তার পরবর্তীতে খাদ্য সামগ্রী বিতরণের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে বলে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে। আর তারপরই রাজ্যব্যাপী এই বিশেষ ইলেকট্রনিক ওজন স্কেলগুলি স্থাপন করাতে রাজ্যের সাধারণ জনগণ যথেষ্ট খুশি হয়েছেন, এমনটাই দাবি করা হয়েছে বিশিষ্ট মহলের ব্যক্তিদের তরফে। রেশন ব্যবস্থা সংক্রান্ত দুর্নীতি দূরীকরণের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কার্যকরী এই নতুন পদক্ষেপ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছে এমনটাই জানা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত রিপোর্ট অনুসারে।

Related Articles

Back to top button