Laxmir Bhandar prakalpa update: লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। এখনই জেনে নিন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিকপ্রসূত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Laxmir Bhandar prakalpa) সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী কার্যকর করা হলে তা রাজ্যের মহিলামহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছিল। তবে সময়ের সাথে সাথে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সমগ্র রাজ্যের সাধারণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার মূল অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। তবে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, চলতি মাসে অর্থাৎ নভেম্বর মাসে সমগ্র রাজ্যের বহু সংখ্যক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান পেলেও, এখনো পর্যন্ত এমন বহু মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান পাননি, আর তা নিয়েই যথেষ্ট চিন্তায় রয়েছে সমগ্র রাজ্যের গৃহলক্ষ্মীরা। যদিও বর্তমানে নবান্ন সূত্রে যে সমস্ত খবর পাওয়া গিয়েছে তা থেকে বোঝা যাচ্ছে রাজ্যের মহিলাদের চিন্তার দিন ফুরিয়ে এলো।

বিভিন্ন সূত্রের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে, যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান পাননি, আজ অর্থাৎ ২৪ শে নভেম্বর ২০২৩ তারিখ থেকেই তাদের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করবে রাজ্য সরকার। যদি এক্ষেত্রে মূল যে প্রশ্নটি রয়েছে তা হল, আগামী দিনে কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান পাবেন। আর এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে যে, কিছুদিন পূর্বেই সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই সমস্ত ক্যাম্পগুলিতে যে সকল মহিলারা আবেদন করেছিলেন তারা অর্থাৎ নতুন আবেদনকারী সহ পুরনো আবেদনকারীরা নভেম্বর মাসের শেষ সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান পাবেন। নতুন এবং পুরনো উপভোক্তাদের একই সাথে অনুদানের টাকা প্রদান করার জন্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান প্রদানের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারের অধীনস্ত কর্মীদের। আর তাতেই এখনো পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গের বহু সংখ্যক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে টাকা পেলেও বেশ কিছু উপভোক্তা এই প্রকল্পের টাকা পাননি।

নবান্নের তরফে প্রকাশিত খবরে আরো জানা গিয়েছে যে, আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হলেও সকলেই আজই এই প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাবেন না। নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সমগ্র রাজ্যে যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে টাকা পাননি তাদের অনুদান প্রদান করা হবে, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে। মূলত সমগ্র রাজ্যের বহু সংখ্যক মহিলা এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে অনুদান পাননি আর তাতেই এই সমস্ত মহিলাদের অনুদান প্রদানের ক্ষেত্রে বেশ খানিকটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে তারা বিগত মাসের অনুদানের টাকা পাননি তারা এই নভেম্বর মাসে একই সাথে ১০০০ এবং ২০০০ টাকার অনুদান পাবেন। সুতরাং আপনিও যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান না পেয়ে থাকেন তবে চিন্তা করার কোনো কারণ নেই খুব শীঘ্রই এই প্রকল্পের অনুদানের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

gamezop ad

Related Articles

Back to top button