Krishak Bandhu Prakalpa: প্রকাশিত হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার তারিখ। জেনে নিন এখনই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সমগ্র রাজ্যজুড়ে কার্যকরী কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa) রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর দরিদ্র কৃষকদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। মূলত এই প্রকল্পের আওতায় প্রতিবছর কৃষকদের ৪০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়ে থাকে। এই টাকা ৬ মাস অন্তর অন্তর দুটি কিস্তিতে প্রদান করা হয়, অর্থাৎ কৃষকরা খারিফ মরশুমে এবং রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদান পেয়ে থাকেন। তবে বর্তমানে যে প্রশ্নটিকে কেন্দ্র করে কৃষক বন্ধু প্রকল্প পুনরায় চর্চায় এসেছে তা হল রবি মরশুমের অনুদানের টাকা কবে পাওয়া যাবে। আর কৃষকদের এই প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে খোদ রাজ্য সরকারের কর্মকর্তাদের তরফে।

বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, কৃষক বন্ধু প্রকল্পের অনুদান অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে। তবে অক্টোবর মাস বহুদিন পেরিয়ে গিয়েছে, এমনকি আর কিছুদিনের মধ্যেই নভেম্বর মাস শেষ হয়ে যাবে, আর তাতেই কৃষকদের চিন্তার পারদ ক্রমাগত চড়ছে। তবে চিন্তার কোনো কারণ নেই বলেই দাবি করা হয়েছে সমস্ত সূত্রের তরফে প্রকাশিত খবরে। তাদের দাবি, বিগত কয়েক বছরের রেকর্ড অনুসারে মূলত ডিসেম্বর মাস থেকেই রবি মরশুমের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়ে থাকে। সুতরাং চলতি বছরেও ডিসেম্বর মাস থেকেই অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকরী করা হবে বলেই দাবি করা হয়েছে সমস্ত বিশেষ সূত্রের তরফে।

gamezop ad

পরবর্তীতে আপনি যে অপশনটি নির্বাচন করেছেন তার আইডি নম্বর ID Card Number অপশনের অধীনে লিখতে হবে। এরপর ক্যাপচা কোডটি পূরণ করে Search অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa) সম্পর্কিত সমস্ত তথ্য চলে আসবে। এক্ষেত্রে আপনার আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদানের টাকা পেয়ে যাবেন। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করা থাকে তবে আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে জমা দিলেই আধার নম্বর লিংক করা সম্ভব। এছাড়াও রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হলে উপরোক্ত পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এবং ট্রানজাকশন স্ট্যাটাস চেক করার মাধ্যমেও আপনি এই প্রকল্পের অধীনে অনুদান পেয়েছেন কিনা তা সম্পর্কে জেনে নিতে পারবেন।

Related Articles

Back to top button