প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান ১২,০০০ টাকা অনুদান।

সমগ্র ভারত জুড়ে বাড়তে থাকা দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, সমগ্র দেশব্যাপী দূষণ কমানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে বেশ কতগুলি প্রকল্প লঞ্চ করা হয়েছে। আর এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে স্বচ্ছ ভারত মিশন, উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা সহ একাধিক প্রকল্প ইতিমধ্যেই সমগ্র ভারতের সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্নের সূত্রপাত ঘটেছে। কিভাবে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার আওতায় আবেদান জানানো সম্ভব তা নিয়েও সাধারণ জনগণের মধ্যে চর্চার অন্ত নেই। যার জেরে আজকের এই পোস্টে আমরা প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।

প্রথমেই প্রধানমন্ত্রী শৌচালয়ে যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-

বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্যের মাধ্যমে জানা গিয়েছে যে, ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে বসবাসকারী সাধারণ জনগণ নিজেদের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করতে পারলেও শৌচালয়, স্নানাগারের মতো বিষয়গুলি তাদের কাছে বিলাসিতা মাত্র। কিন্তু মুক্ত এলাকায় শৌচকর্মের ফলে ক্রমাগত হারে দূষণ বৃদ্ধি পায়, এমনকি এর ফলে জনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়। আর এই সমস্ত সমস্যা দূরীকরণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা কার্যকর করা হয়েছিল, যার মাধ্যমে ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর সাধারণ জনগণকে শৌচালয় নির্মাণের জন্য অনুদান প্রদান করা হয়ে থাকে। এই যোজনার মাধ্যমে একদিকে যেমনভাবে সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব, অন্যদিকে ঠিক তেমনভাবেই দূষণও কমানো সম্ভব। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে যে, এই যোজনার আওতাধীন ব্যক্তিরা শৌচাগার নির্মাণের জন্য এককালীন ১২,০০০ টাকার অনুদান পাবেন।

তবে ভারতে বসবাসকারী সকল ব্যক্তিই প্রধানমন্ত্রী শৌচালয় আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। এই যোজনার আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যেকোনো ব্যক্তিকে কতগুলি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আর এই শর্তগুলি হল:-

১. শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।


২. ভারতের যেকোনো ক্ষেত্রে বসবাসকারী যেসকল জনসাধারণের বাড়িতে শৌচালয় নেই, তারাই কেবলমাত্র এই যোজনায় আবেদন জানানোর ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে যে সমস্ত সাধারণ নাগরিকরা বস্তিতে বসবাস করছেন তারাও প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন।

gamezop ad

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করবেন কিভাবে?

১. প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার অধীনে শৌচালয় নির্মাণের অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই স্বচ্ছ ভারত মিশন -এর অফিসিয়াল ওয়েবসাইট https://swachhbharatmission.gov.in/ -এ পৌঁছে যেতে হবে।

২. এই ওয়েবসাইটের হোম পেইজে আপনি স্বচ্ছ ভারত যোজনা সংক্রান্ত অনেকগুলি অপশন দেখতে পারবেন, এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Application Form For IHHL নির্বাচন করে নিতে হবে।

৩. এরপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এই পেজটিতে আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, জেন্ডার, রাজ্যের নাম সহ প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করার মাধ্যমে রেজিষ্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

আরও পড়ুন:- এটিএম কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন। জেনে নিন পদ্ধতি।

৪. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার মোবাইলের স্ক্রিনে একটি ফ্ল্যাশ মেসেজ আসবে। এই মেসেজটির মাধ্যমে আপনাকে আপনার আইডি এবং পাসওয়ার্ড সম্পর্কে জানানো হবে। এই মেসেজে থাকা আইডি এবং পাসওয়ার্ড কপি করে রাখুন, এটি পরবর্তীতে আপনার প্রয়োজন হবে। এরপর মেসেজেটিতে থাকা OK বাটনে ক্লিক করুন এবং আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Login বাটনে ক্লিক করুন।

৫. Login বাটনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে, তাতে আপনার User Id এবং Password সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করুন এবং নীচে থাকা SIGN IN অপশনে ক্লিক করার মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

৬. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার পুরোনো পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হবে। এই ওয়েবসাইটের নির্দেশ অনুসারে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড তৈরি করুন এবং CHANGE PASSWORD অপশনে ক্লিক করার মাধ্যমে পাসওয়ার্ডটি পরিবর্তন করুন।

৭. তারপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি আপনার নানাবিধ তথ্য দেখতে পাবেন। এই পেজের বাঁদিকে থাকা DASHBOARD -এ ক্লিক করে NEW APPLICATION অপশনটি নির্বাচন করে নিন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এরপর এই ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।

৮. ফর্ম পূরণ করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে আপনার রাজ্যের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে এবং আপনার নাম ও আধার নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর নীচে থাকা চেক বক্সে ক্লিক করে VERIFY AADHAAR NO অপশনে ক্লিক করে আধার ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৯. আধার ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনার পিতার নাম সঠিকভাবে লিখে ক্যাটাগরি (APL/ BPL), সাব-ক্যাটাগরি (GENERAL/SC/ST) সঠিকভাবে নির্বাচন করে নিন। আবেদনকারীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, ক্যাটাগরির ক্ষেত্রে APL নির্বাচন করলে সাব-ক্যাটাগরিগুলি পরিবর্তন হয়ে যাবে। এক্ষেত্রে যেসমস্ত পরিবারের প্রধান একজন মহিলা তাদের WOMAN HEADED HH নির্বাচন করে নিতে হবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা PH অপশনটি নির্বাচন করে নেবেন। অন্যদিকে, যেসমস্ত ব্যক্তিদের জমি নেই কিন্তু বাড়ি রয়েছে তারা LANDLESS WITH HOMESTADE অপশনটি বেছে নেবেন। ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা SMALL AND MERGINAL FARMERS অপশনটি নির্বাচন করবেন। অন্যদিকে আপনি তপশিলী জাতি ও উপজাতিভুক্ত ব্যক্তিরা যথাক্রমে SC এবং ST অপশন দুটি বেছে নেবেন।

১০. এরপর আপনার ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ঠিকানা সঠিকভাবে উল্লেখ করুন এবং সবশেষে আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, IFSC CODE, অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে ফর্মে উল্লিখিত নথিগুলি আপলোড করুন এবং APPLY অপশনে ক্লিক করুন। আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে আসা পেজটিতে একটি ID নম্বর দেওয়া হবে। এই ID নম্বরটি পরবর্তী সময়ে প্রয়োজন হবে, সুতরাং এটি অবশ্যই কপি করে রাখতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-

১. আবেদনকারী ব্যক্তির আধার কার্ড।
২. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস।
৩. আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস।

Related Articles

Back to top button