আবেদন করুন যুবশ্রী প্রকল্পে এবং প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান সরাসরি ১৫০০ টাকা

সমগ্র রাজ্যের প্রায় ৭০ লক্ষ মানুষ রাজ্য সরকারের তরফে কার্যকরী সমস্ত প্রকল্পগুলির আওতায় নানা ধরনের সুবিধা পেয়ে থাকেন। তবে বর্তমানে রাজ্য সরকারের যে প্রকল্পটি বারংবার চর্চায় এসেছে তা হল যুবশ্রী প্রকল্প। রাজ্যজুড়ে অর্থনৈতিক মন্দা মূল্যবৃদ্ধির সাথে সাথে প্রতিনিয়ত যে সমস্যাটি মাথা চাড়া দিয়ে উঠছে তা হল বেকার সমস্যা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের অর্থনৈতিক দুরবস্থা সহ অন্যান্য সমস্যার কারণে ছাত্র-ছাত্রীরা খুব অল্প বয়সেই স্কুল ছাড়তে বাধ্য হন। অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার কারণে এই সমস্ত যুবক-যুবতীরা কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি করতে পারেন না। আর তার ফলেই রাজ্যজুড়ে বেকারের সমস্যা প্রতিনিয়ত বাড়ছে।

আর এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুবশ্রী প্রকল্প কার্যকর করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের তরফে কার্যকরী এই প্রকল্পটি বেকার ভাতা নামেও বিশেষ পরিচিত। তবে রাজ্যের অন্যান্য প্রকল্পের মত এই প্রকল্পেও আবেদনের জন্য বেশ কতগুলি শর্ত পূরণ করতে হয়। আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কার্যকরী যুবশ্রী প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।

যুবশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের বেকার কর্মহীন যুবক যুবতীরা কি কি সুবিধা পেয়ে থাকেন:-

রাজ্য সরকারের শ্রম দপ্তরের তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, যুবশ্রী প্রকল্পের আওতায় থাকা যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন।

যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি?

১. শ্রম দপ্তরের তরফে জারি করা তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে বসবাসকারী ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সী বেকার কর্মহীন যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন।
২. যেসকল যুবক যুবতীরা পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাস করছেন তারাই কেবলমাত্র আবেদন জানানোর ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন।
৩. এর পাশাপাশি শ্রম দপ্তরের তরফে আরো জানানো হয়েছে যে, যে সমস্ত যুবক-যুবতীদের নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের আওতায় রয়েছে তারাই কেবলমাত্র যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।
৪. পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্বীকৃত যেকোন বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলে তবে যুবক-যুবতিরা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
৫. যেসকল যুবক-যুবতীরা রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্য কোন প্রকল্পের আওতায় অনুদানের টাকা পেয়ে থাকেন তারা কোনভাবেই এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যবসায়িক কারণে বা অন্য কোনো কারণে ঋণ নিয়েছেন তারাও এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না।
৬. প্রত্যেক পরিবারের কেবলমাত্র একজন সদস্যই যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাবেন।

আরও পড়ুন:- বাড়িতে বাগান তৈরি করতে চান? এই বিশেষ পদ্ধতিগুলি মেনে চলুন।

gamezop ad

যুবশ্রী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদন জানাবেন কিভাবে?

১. যুবশ্রী প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেজের ডানদিকে থাকা New Enrolment Job Seeker অপশনে ক্লিক করতে হবে।

২. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে যুবশ্রী প্রকল্প সম্পর্কিত বিভিন্ন ধরনের টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে। উক্ত টার্মস এন্ড কন্ডিশনগুলিকে পড়ে নিয়ে এই পেজের একেবারে নিচে থাকা চেক বক্সে ক্লিক করে ACCEPT AND CONTINUE অপশনে ক্লিক করুন।

৩. এরপর আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এক্ষেত্রে এই ফর্মটিতে আপনার নাম, পিতার নাম, স্বামী অথবা স্ত্রীর, নাম, কাস্ট (GENERAL, OBC, OBC A, OBC B, SC, ST এর মধ্যে থেকে আপনার কাস্ট নির্বাচন করে নিতে হবে), বৈবাহিক স্থিতি (আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তবে UNMARRIED সিলেক্ট করবেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে MARRIED অপশনটি সিলেক্ট করবেন, আপনি যদি বিধবা হয়ে থাকেন তবে WIDOW অপশনটি সিলেক্ট করবেন এবং আপনি ডিভোর্সি হয়ে থাকেন তবে DIVORCE সিলেক্ট করবেন), জন্ম তারিখ সঠিকভাবে নির্বাচন করে নেবেন।

apply-for-yuvasree-scheme

৪. পরবর্তীতে আপনি প্রতিবন্ধী কিনা এবং এক্স সার্ভিস ম্যান কিনা তা সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। তারপর আপনার রাজ্য, জেলা, পোস্টাল এড্রেস, পিন কোড, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, আধার নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে।

৫. এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা, ভাষা, শারীরিক পরিমাপ, কাজের অভিজ্ঞতার সমস্ত তথ্য সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে প্রদান করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে ফর্মের একেবারে নিচের দিকে থাকা টার্ম এন্ড কন্ডিশনের বক্সে ক্লিক করে SUBMIT অপশনে ক্লিক করতে হবে।

৬. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনাকে নথি আপলোড করার নির্দেশ দেওয়া হবে। ওই নথিগুলি সঠিকভাবে আপলোড করে SUBMIT অপশনে ক্লিক করতে হবে।

৭. আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার কাছে একটি নতুন পেজ আসবে যাতে আপনি আপনার সমস্ত তথ্য সহ TEMPORARY ENROLLMENT NUMBER দেখতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনের খাতিরে এই পেজটি প্রিন্ট করে রাখতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন।

আবেদনের ক্ষেত্রে আবশ্যিক নথি:-

১. আবেদনকারীর ফটো
২. আবেদনকারী প্রার্থীর সিভি
৩. নাম এবং জন্ম তারিখের প্রমাণ পত্র
৪. স্থায়ী বাসস্থানের প্রমাণ পত্র
৫. কাস্ট সার্টিফিকেট
৬. প্রতিবন্ধী সার্টিফিকেট
৭. শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কার্যকর এই যুবশ্রী প্রকল্পটি সমগ্র রাজ্যের বেকার, কর্মহীন যুবক-যুবতীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। এই প্রকল্পের ভাতার সাহায্যে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীরা নানান ধরনের কোর্স -এর আওতায় শিক্ষাগ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ গঠন করতে পারবেন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের ব্যক্তিত্বরা। আবার অনেকের মতে যুবশ্রী প্রকল্পের অনুদানের টাকার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা তাদের নিজস্ব ব্যবসা গঠনের ক্ষেত্রে উদ্যোগী হতে পারবেন। তবে এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে সমগ্র বাংলার যুব সমাজ বেকারত্বের সমস্যা থেকে মুক্তি পাবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তারা।

Related Articles

Back to top button