প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান ১,২০,০০০ টাকার অনুদান।

খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এই তিনটি মানুষের মৌলিক চাহিদা। আর সমগ্র ভারতে বসবাসকারী সাধারণ নাগরিকদের এই সমস্ত মৌলিক চাহিদা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে নানাবিধ প্রকল্প, যোজনা এবং পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষের বাসস্থানের চাহিদা পূরণের জন্য কার্যকরী এমনই এক বিশেষ প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কি?

সমগ্র ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বহু সাধারণ নাগরিকের এখনো পর্যন্ত নিজস্ব পাকাবাড়ি নেই, যার কারণে তাদের ঝড়, বৃষ্টি, খরার মত প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে গ্রীষ্ম অথবা শীতে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়। আর সাধারণ নাগরিকদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল, যার মাধ্যমে ভারতে বসবাসকারী গৃহহীন নাগরিকদের পাকাবাড়ি তৈরীর অনুদান প্রদান করা হয়ে থাকে। মূলত ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী জনগণ থেকে শুরু করে শহরাঞ্চলে বসবাসকারী গৃহহীন জনসাধারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। এক্ষেত্রে সাধারণ জনগণকে বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই সমগ্র ভারতের বহু সংখ্যক মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আগামীতেও এই যোজনার ভারতের নানাপ্রান্তে অবস্থিত গৃহহীন সাধারণ জনগণ নিজেদের পাকাবাড়ি নির্মাণ করতে পারবে বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফে।

কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবেদন এবং অনুদান প্রদানের প্রক্রিয়াটিকে সহজ করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। আর এই দুটি ভাগ হল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর।

আবাস যোজনা গ্রামীণের আওতায় আবেদন জানানোর যোগ্যতা:-

সমগ্র দেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী সাধারণ জনগণ এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও গ্রামে বসবাসকারী যে সমস্ত ব্যক্তিরা ভিক্ষাবৃত্তি করে নিজেকে জীবনযাপন করেন এবং যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ও আদিম উপজাতিভুক্ত তারাও এই যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও আইনত আইনত মুক্তিপ্রাপ্ত বন্ডেড লেবাররাও প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য জানানো হয়েছে, যে সমস্ত পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নেই তারা এই যোজনার আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। এমনকি যে সকল পরিবারে ২৫ বছরের বেশি বয়সী কোন শিক্ষিত ব্যক্তি নেই অথবা পরিবারের সমস্ত সদস্যই নিরক্ষর তারাও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে, যে পরিবারের সমস্ত সদস্য বিশেষভাবে সক্ষম অথবা অন্ততপক্ষে একজন সদস্য বিশেষভাবে সক্ষম সেই সকল পরিবারও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নাম নথিভূক্তকরণের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন।

আরও পড়ুন:- ই-শ্রম কার্ডের আওতায় কি কি সুবিধা পাবেন জেনে নিন।

gamezop ad

আবাস যোজনা শহরের অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা:

শহরে বসবাসকারী যেসকল নাগরিক EWS ক্যাটেগরিভুক্ত এবং বার্ষিক উপার্জন ৩,০০,০০০ টাকা তারা আবাস যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে যেসকল পরিবারগুলি Low Income Group -এর আওতাভুক্ত এবং পরিবারের বার্ষিক আয় ৩,০০,০০০ টাকা থেকে ৬,০০,০০০ টাকার মধ্যে তারা এই যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে Middle Income Group-1 এবং Middle Income Group-2 এর আওতাভুক্ত তারা আবাস যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারী ব্যক্তির পাকাবাড়ি থাকলে তিনি এই যোজনার আওতায় নিজের নামে নথিভুক্ত করতে পারবেন না। এছাড়াও যেসকল পরিবারগুলি ইতিপূর্বে যেকোনো হাউসিং স্কিমের অধীনে পাকাবাড়ি নির্মাণের অনুদান পেয়েছেন তারা এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন না।

আবেদনের প্রক্রিয়া:-

কেন্দ্রীয় সরকারের তরফ হয়ে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের জন্য যথাক্রমে https://pmayg.nic.in/ এবং https://pmaymis.gov.in/ ওয়েবসাইট দুটি কার্যকর করা হয়েছে। এই ওয়েবসাইট দুটির মাধ্যমেই আবেদনকারী ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর -এর আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

pradhanmantri-awaas-yojana

প্রয়োজনীয় নথি:-

আবাস যোজনা গ্রামীণ -এর অধীনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:
১. আধার কার্ড
২. বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৩. স্থায়ী নাগরিকত্বের প্রমাণপত্র।
৪. মাইনরিটি সার্টিফিকেট।
৫. Ews সার্টিফিকেট/ LIG সার্টিফিকেট/ MIG সার্টিফিকেট
৬. ব্যাংক ডিটেইলস।
৭. বাড়ি না থাকার প্রমাণপত্র।

আবাস যোজনা শহর -এর অধীনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:
১. আধার কার্ড
২. জব কার্ড
৩. ব্যাংক একাউন্টের ডিটেইলস
৪. পাকা বাড়ি না থাকার প্রমাণ
৫. স্বচ্ছ ভারত নম্ব

Related Articles

Back to top button