Income Tax: বাজেটে নতুন আয়কর স্ল্যাব আসতে চলেছে! 10 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে এবারে?

Union Budget 2025 Income Tax Slab

আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২৫-র বাজেটে আয়করে (Income Tax) এক নতুন ইনকাম ট্যাক্স স্ল্যাব আসতে চলেছে বলেই নানা ধরণের মিডিয়া রিপোর্টে জানানো হচ্ছে। ৩০% এর কমে ২৫% আরও এক স্ল্যাব আসতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে এবং এরই সঙ্গে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না বলে আশা করছেন অনেকেই। এবারে নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) কি ঘোষনা করতে পারেন সেই দিকে একটু নজর দেওয়ার দরকার।

Income Tax Rebate Upto 10 Lakh Income?

বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে পাওয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে মুলত ১৫ থেকে ২০ লক্ষ আয়ের জন্যই এই ২৫% এর স্ল্যাব নিয়ে আসা হতে পারে। আবার কিছু খবরে জানতে পাওয়া গেছে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের মানুষদের ছাড় দেওয়া হতে পারে এবারের বাজেটে, আর অনেকের তরফে এমন ডিমান্ড করা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বাজেটে এই সকল মানুষদের জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আয়করে ছাড় দেওয়া হবে?

১৫ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হলে মুলত যেই সকল চাকরিজীবী মানুষরা আছেন তাদের খুবই সুবিধা হবে ও সকলের টাকা খরচ করার প্রবণতা বৃদ্ধি পাবে কারণ তাদের হাতে বেশি টাকা থাকতে চলেছে তখন। আর মানুষ যখন খরচ বেশি পরিমাণে করবে তখন বাজারে সকল জিনিসের চাহিদা বৃদ্ধির কারণের জন্য দেশের GDP ও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

নকল 500 টাকার নোট বাজারে ছেয়ে গেছে! আপনার নোট আসল কিনা কিভাবে চিনবেন জানালো RBI

Income Tax Department

কর কাঠামো নিয়েও কিছু ঘোষণা করা হয় কিনা সেই দিকেই নজর রয়েছে সকলের। বর্তমানে চালু থাকা কর কাঠামো অনুসারে বছরে ৭ লাখ টাকা পর্যন্ত আয় হলে কোন ট্যাক্স দিতে হবে না, কিন্তু তার থেকে বেশি হলে সকলকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। আর এই ১০ থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা রোজগারের মানুষদের কাছ থেকেই সরকারের আয় বেশি হয়, তাই এই সকল মানুষদের আয়কর ছাড় দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

ফিক্সড ডিপোজিট করবেন? সুদের হার বেড়ে গেল। বিনিয়োগ করলে প্রচুর লাভবান হবেন

এখন চলা আয়কর অনুসারে ৩ লাখ টাকা পর্যন্ত রোজগারের ক্ষেত্রে কোন ট্যাক্স দিতে হবে না, ৩ – ৭ লাখ পর্যন্ত আয় হলে ৫%, ৭ – ১০ লাখ ১০%, ১০ – ১২ লাখ ১৫%, ১২ – ১৫ লাখ হলে ২০% এবং ১৫ লাখের ওপরে যত টাকাই রোজগার হোকনা কেন তার মধ্যে ৩০% কর দিতেই হবে সকলকে। আর এত পরিমাণ টাকা দিতে অনেকেই ইচ্ছুক নন, এবারে দেখার অপেক্ষা যে বাজেটে সরকারের তরফে করদাতাদের কোন সুবিধা দেওয়া হয় কিনা।

Related Articles

Back to top button