Dearness Allowance: 18 মাসের বকেয়া DA পেতে চলেছে সরকারি কর্মীরা? আচমকা বড় চমক
8th Pay Commission Salary Hike Employee Benefits
সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করা নিয়ে ফের এক দারুণ খবর পাওয়া গেল। বিগত কয়েক বছর ধরেই সরকারি কর্মচারীদের এই ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন সম্পর্কে এখন ছোট বাচ্চারাও জেনে গেছে বলে মনে করেন অনেকে এবং যারা এই DA সম্পর্কে কিছুই জানতেন না তারাও এখন সব কিছু জেনে গেছেন! আর এই নিয়ে এখনকার আপডেট জেনে নেওয়া জরুরি।
Pending Dearness Allowance Hike News
বছর শুরু হতে না হতেই কেন্দ্র সরকারি কর্মীদের জন্য দারুণ খুশির খবর জানিয়েছে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন (8Th Pay Commission) লাগু করার মাধ্যমে। দীর্ঘ অনেক দিন ধরে এই জন্য কর্মচারীরা সরকারের কাছে আবেদন করছিলেন। আর অবশেষে এই দাবিতে সিলমোহর দিয়েছে সরকার। আর এই সিদ্ধান্ত নেওয়ার ফলে বেতন বৃদ্ধির (Salary Hike) সঙ্গে সঙ্গে অনান্য সকল ভাতারও পরিবর্তন হতে চলেছে।
সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন
কিন্তু এত কিছু মধ্যে করোনা মহামারীর কারণের জন্য সেই সময় অর্থাৎ জানুয়ারি ২০২০ থেকে শুরু করে জুন ২০২১ পর্যন্ত ১৮ মাস সরকারের তরফে কর্মীদের বেতন ছাড়া আর কোন ভাতা দেওয়া হয়নি। কিন্তু এখন সকলেরই একটাই প্রশ্ন যে কবে ও কিভাবে এই টাকা দেওয়া হবে? এই সম্পর্কে সরকারের তরফে কিছুই জানানো হয়নি। আর এবারে কিছু সরকারি কর্মীদের সংগঠনের তরফে অর্থমন্ত্রী নির্মলা সিতারমনকে এই মর্মে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।
Salary hike in 8th Pay Commission
কারণ ১ লা ফেব্রুয়ারি ২০২৫ মোদী সরকার ৩.০-র পূর্ণ বাজেট হতে চলেছে আর এবারে দারুণ কোন ঘোষণা হবে বলেই মনে করছেন অনেকে। অর্থমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি কর্মীদের এই DA ও পেনশন মিটিয়ে দেওয়া হোক অবিলম্বে। সুপ্রিম কোর্টের তরফেও জানানো হয়েছে যে বর্তমানে দেশের অর্থনীতি অনেকটাই ভালো পর্যায়ে রয়েছে তাই আর এই টাকা আটকে রাখার কোন মানেই হয় না।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির আশা বাড়ল! অবশেষে সব সমস্যা মিটবে?
কিন্তু ১৮ মাসের বকেয়া নিয়ে সরকারের তরফে জানানো হয়েছে যে মহামারীর সময়ে আরও অনেক জায়গায় খরচা বেড়ে যাওয়ার জন্য এই টাকা দেওয়া হয়নি এবং সেটা সেই সময়ে কোন মতেই সম্ভব ছিল না। আর এই টাকা না দেওয়ার জন্য প্রায় ৩৪০০০ কোটির বেশি বেচে যায় আর এই টাকা অন্য কাজে লাগানো হয়। এরই সঙ্গে বকেয়া DA ছাড়াও আরও কয়েকটা দাবি জানানো হয়েছে এই চিঠিতে।
তার মধ্যে অন্যতম হল উৎসবের সময়ে যেই ভাতা পাওয়া যায় সেই পরিমাণ টাকা আগের থেকে যাতে দেওয়া হয় এবং কমিউটেড পেনশনের সময় সীমা ১৫ বছরের জায়গায় ১২ বছর করে দেওয়ার জন্য বলা হয়েছে। এবারে দেখার অপেক্ষা যে এইবারের বাজেটে সরকারের তরফে কোন কোন গুলো দাবি মেটানো হয়, নাকি এই নতুন পে কমিশন নিয়েই খুশি থাকতে হবে সকলকে।