সমস্ত স্টেট ব্যাংকের একাউন্ট থেকে 236 টাকা কেটে নিচ্ছে! কি কারণে টাকা কাটছে, জেনে নিন

SBI Debit Card Charges 2025

ভারতীয় স্টেট ব্যাংক (State Bank of India) হল দেশের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে প্রায় ৫০ কোটির বেশি মানুষ এই ব্যাংকে নিজেদের সেভিংস একাউন্ট (Savings Account) খুলেছেন, আর যতদিন যাচ্ছে ততদিন গ্রাহকদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে কারণ এই ব্যাংক ভারত সরকারের (Government of India) নিয়ন্ত্রণাধীন।

236 Rupees Deducted from State Bank of India Bank Account

এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য অনেক ধরণের স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাংক। কিন্তু বর্তমানে আর কোন কিছুই ফ্রিতে পাওয়া যায় না! সব জিনিসের জন্যই কিছু না কিছু দিতেই হয় সকলকে। আর এখন শুনতে পাওয়া যাচ্ছে যে স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সেভিংস একাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে! আর এই কারনের জন্য অনেক গ্রাহক খুবই চিন্তিত হয়ে গেছে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

এখন সময়ের অভাবে বা যুগের পরিবর্তনের ফলে অনেকেই ক্যাশ টাকার বদলে অনলাইনে পেমেন্ট করতে বেশি পছন্দ করেন আর এই কারণের জন্যই ব্যাংকের তরফে অনলাইন ব্যাংকিং বা SBI Yono App চালু করেছে। আর এছাড়াও ATM কার্ডের মাধ্যমে সকল মানুষেরা এটিএম থেকে টাকা তুলে নিতে পছন্দ করছেন। আর এই কার্ড ব্যবহার করার জন্য সকলকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ও তার সঙ্গে 18% GST চার্জ করা হয় সকলের থেকে।

1000 টাকা পাবেন বিনা পরিশ্রমে। নতুন বার্ধক্য ভাতা ফর্ম জমা দিন দুয়ারে সরকার ক্যাম্পে

Rupay, VISA, Mastercard এই তিন ধরণের এটিএম বা ক্রেডিট কার্ড পাওয়া যায় ভারতে। আর বিভিন্ন কার্ডের বিভিন্ন দাম আছে আর এই ২৩৬ টাকাও এই কারণের জন্যই কেটে নেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকে। আর এর থেকে বেশি বা দামি ভেরিয়েন্ট এর কার্ড (SBI Debit Card) আপনার কাছে থাকলে আরও বসেই টাকা খরচে করতে হবে সকলকে। আর এই নিয়ে কোন ধরণের সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আপনাদের কাছের ব্রাঞ্চে গিয়ে এই সম্পর্কে জেনে নিতে পারবেন।

মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

এই টাকা ব্যাংকের সময় অনুসারে কেটে নেয় এই জন্য গ্রাহকদের থেকে কোন অনুমতি নেওয়া হয় না, কারণ ডেবিট কার্ড নেওয়ার সময় সকল কিছু জানিয়ে দেওয়া হয়। এছাড়াও আরও অনেক ধরণের কাজ আছে যেখানে গ্রাহকদের থেকে কিছু টাকা ও GST নেওয়া হয়ে থাকে। IMPS, RTGS, চেক বই ছাড়াও আরও অনেক কাজের ক্ষেত্রে এই টাকা দিতে হয় গ্রাহকদের। তাই কোন কাজ করানোর আগে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে সকল গ্রাহকদের জেনে নেওয়া উচিত বলেই মনে করছেন অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button