Madhyamik Admit Card: মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত। পড়ুয়ারা স্কুল থেকে কবে ও কিভাবে পাবেন?

Madhyamik Pariksha Admit Card 2025

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card 2025) প্রকাশিত হল। আমরা সকলেই জানি যে শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হল এই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha). এই পরীক্ষার ওপরে নির্ভর করে সকল ছাত্র ছাত্রীরা আর্টস, কমার্স, সায়েন্স কোন দিকে যাবে সেই সম্পর্কে নির্দেশ করে। তাই এই পরীক্ষা নিয়ে কোন ধরনের ছেলে খেলা করা উচিত নয়।

WBBSE Madhyamik Admit Card

কিন্তু এবারে এই পরীক্ষায় প্রবেশ করার জন্য সবচেয়ে জরুরি নথি হল মাধ্যমিক অ্যাডমিট কার্ড। আর এইবারে ২০২৫ সালের যেই সকল পড়ুয়ারা পরীক্ষা দেবে তাদের জন্য দারুণ আপডেট পাওয়া গেল। এবারের পরীক্ষা ১০ ই ফেব্রুয়ারি থেকে শুরু করে ২২ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। সেই হিসাবে হাতে আর ১ মাসের থেকেও কম সময় রয়েছে সকল পড়ুয়াদের কাছে।

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড

আর এবারের অ্যাডমিট কার্ড ৩০ শে জানুয়ারি ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত ক্যাম্প থেকে বিতরণ করা হবে পড়ুয়াদের জন্য। স্কুলের প্রধান শিক্ষক বা সেই সমতুল্য কাউকে গিয়ে এই সকল কার্ড পড়ুয়াদের জন্য নিয়ে আসতে হবে। আর প্রত্যেক ছাত্র ছাত্রীদের নিজেদের স্কুল থেকে ৩ – ৫ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবারে ৩ তারিখ সরস্বতী পুজো শুরু হয়ে যাওয়ার জন্য এই অ্যাডমিট কার্ড পেতে কিছুটা হলেও দেরি হতে পারে। সঠিক কবে কোন স্কুলে দেওয়া হবে সেই সম্পর্কে স্কুলের তরফে জানিয়ে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গে চালু হলো বাংলার পঞ্চায়েত অ্যাপ। কি কি সরকারি সুবিধা পাবেন, জেনে নিন

WBBSE Admit Card Download

আর মধ্যশিক্ষা পর্ষদের তরফে পাওয়া সকল কার্ডে কোন রকমের ত্রুটি বা ভুল থাকলে অবশ্যই ৬ ই ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে সকল পড়ুয়াদের নিজেদের স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে অবশ্যই জানাতে পারবেন। আর এই তারিখের পরে কোন ধরণের আবেদন আর নেওয়া হবে না। তাই সকল পড়ুয়াদের উচিত যে যখনই তারা নিজেদের হাতে অ্যাডমিট কার্ড পাবে সেই সময়ই সকল তথ্য মিলিয়ে দেখে নেওয়া উচিত তাদের সবার আগে।

বাংলা আবাস যোজনায় আচমকা নিয়ম বদল! তড়িঘড়ি পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা। জনসাধারণ বাড়তি সুবিধা পাবে?

নইলে পরীক্ষা কেন্দ্রে সমস্যার সম্মুখীন হতে হবে পড়ুয়াদের ও তখন কিছুই করার থাকবে না, সেই জন্য আগের থেকে সতর্ক হন। আর এবারের এই পরীক্ষা নিয়ে আগেই পর্ষদের তরফে অনেক ধরণের নিয়ম বানানো হয়েছে, আর সকল পড়ুয়াদের এই নিয়ম মানতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আর কেউ যদি এই সকল নিয়মের মধ্যে থেকে কোন নিয়ম না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button