পশ্চিমবঙ্গে গরমের ছুটি বাড়ল। কতদিন বাড়তি ছুটি ঘোষণা হলো?

West Bengal Summer Holiday 2025

এইবারের গরমের ছুটি বৃদ্ধি (Summer Vacation Increase) নিয়ে এক বড় খবর পাওয়া গেল। আমরা সকলের জানি যে বিগত কিছু বছর ধরে প্রবল গরমের কারণে জন্য সরকারের তরফে অনেক দিন করে এই ছুটি দেওয়া হচ্ছে যাতে বাচ্চাদের শরীর খারাপ না হয়ে যায়। শুধুমাত্র সরকারি স্কুল গুলোতে নয় এই নির্দেশিকা রাজ্যের বেসরকারি স্কুল গুলির ক্ষেত্রেও প্রযোজ্য হয়।

গরমের ছুটি কতদিনের জন্য বাড়ল?

বছরের শুরুতেই সরকারের তরফে ছুটির তালিকা (Holiday List 2025) প্রকাশ করা হয় এবং তাতেই সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ছুটি সম্পর্কে জানানো থাকে। কিন্তু এই গরমের ছুটি জানানো থাকলেও গরমের আধিক্য অনুসারে এই ছুটি কম বা বেশি করা হয় আর এবারে কি হবে সেটা সময়ের অপেক্ষা, কিন্তু এই নিয়ে আজকে এই ঘোষণা সম্পর্কে জেনে নেওয়া যাক।

মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা!

এখন মার্চ মাস চলছে আর এর পরে এপ্রিল ও মে মাসে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার ফলে তখন পড়ুয়াদের পক্ষে স্কুলে যাওয়া এককথায় অসম্ভব হয়ে ওঠে। তাই মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য এখন এই গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে কিন্তু প্রাথমিক স্তরের ক্ষেত্রে এই ছুটির এখনও কোন পরিবর্তন করা হয়নি সেই ছুটি একই আছে। আর ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক স্তরে ১১ দিন জানানো হয়েছে যা বিগত বছরের তুলনায় ১ দিন বেশি।

পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা বিভাগের

রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের (West Bengal Department of School Education) তরফে আগামী দিনে গরমের তারতম্যের ওপরে নির্ভর করে ছুটি আরও বাড়ানো হবে নাকি এই হিসাবের ছুটি থাকবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাধ্যমিক স্তরে আগামী ১২ ই মে থেকে ২৩ শে মে পর্যন্ত ছুটি থাকবে এবং গরমের ওপরে নির্ভর করে আগামী দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আগামি ২৫ তারিখেই পশ্চিমবঙ্গে বকেয়া DA. সুপ্রিম কোর্টের আগাম ঘোষণা

Summer Holiday 2025

কিছু কিছু ছুটির দিনে স্কুল খোলা থাকবে পালনিয় হিসাবে আর এই দিন গুলিতে পড়ুয়ারা স্কুলে গেলেও ক্লাস হবে না। কিন্তু অনেক শিক্ষক সংগঠনের তরফে বলা হয়েছে তাহলে এই দিন গুলোকে ‘কার্যকর দিন’ হিসাবে পালন করা উচিত, কিন্তু পর্ষদের তরফে এই নিয়ে কোন আগ্রহ দেখানো হয়নি। আর এখনই আবহাওয়া দফতরের সঙ্গে পরামর্শ করে এই ছুটি সম্পর্কে কিছু একটা আভাস দেওয়া উচিত।

কম খরচে বিদেশে পড়াশোনা করতে যেতে চান? মেনে চলুন এই পাঁচ টিপস। আপনার স্বপ্নপূরণ হবে।

কারণ, বছরের মাঝে ১ বা ২ মাসের জন্য টানা গরমের ছুটি দিয়ে দেওয়া হলে বছরের শেষের দিকে সিলেবাস শেষ করতে সমস্যায় পরতে হয়। আর অতিরিক্ত ক্লাস করতে গেলেও পড়ুয়ারা রাজি হয়না বা শিক্ষক শিক্ষিকাদের কিছু সমস্যার জন্য এই কাজ হয় না। তাই শুধু পর্ষদের তরফে ১ দিনের জন্য ছুটি বাড়ানো হলেও আর কোন ছুটি বৃদ্ধির ঘোষণা এখন করা হয়নি, এই সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

Back to top button