রাজ্য বাজেটে সরকারি কর্মীদের বকেয়া DA, প্যারাটিচার ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি। কাদের কতটা বাড়ছে?

West Bengal Budget 2025 Expectations

ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট (State Budget 2025) নিয়ে অনেক আশা করে বসে আছেন অনেকে। আগামীকাল ১ লা ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের বাজেট অধিবেশন (Union Budget 2025) এবং অর্থমন্ত্রী নির্মলা সিতারমন (Finance Minister Nirmala Sitharaman) অষ্টম বারের জন্য এই বাজেট ঘোষণা করতে চলেছেন। তৃতীয়বার NDA সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেট পেশ হবে।

West Bengal State Budget 2025

আর তারপরে পশ্চিমবঙ্গে ১২ ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) রাজ্য বাজেট ২০২৫ ঘোষণা করবেন এবং এবারে এই বাজেটে কি ঘোষণা করা হয় সেই দিকেই নজর সকলের। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এইটি শেষ বাজেট অধিবেশন হতে চলেছে, আর ভোটের দিকও মাথায় রাখা হবে এবারে বলেই ভাবছেন অনেকে।

পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৫

আপাতত অনেকেই মনে করছেন যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক বা প্যারাটিচারদের বেতন বৃদ্ধি (Salary Hike) ও এরই সঙ্গে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও কোন না কোন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে দরকারি হল যে এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে।

Government of West Bengal

আর এই বিপুল পরিমাণ শিক্ষক বাতিল হয়ে গেলে অবশেষে প্যারাটিচারদের সকল কিছু সামলাতে হবে ও প্রায় ৪৪ হাজার পার্শ্ব শিক্ষকদের কি এবারে বেতন বাড়বে? এমন প্রশ্ন অনেকের মনে উদয় হচ্ছে সেই উত্তরও পাওয়া যাবে আগামী বাজেট অধিবেশনে। EPFO-র টাকা কেটে ৯৭০০ থেকে শুরু করে সবচেয়ে বেশি ১২২৭১ টাকা মাইনে পান তারা।

বকেয়া ডিএ বৃদ্ধি হবে?

সরকারি কর্মীদের অনেক দিনের দাবি এই DA বৃদ্ধি নিয়েও কোন না কোন বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই। কারণ মার্চে শুনানি হওয়ার কথা আছে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এবং তার আগে কোন বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবারে এই জন্য আরও কিছু দিন অপেক্ষায় থাকতে হবে সকলকে।

ফেব্রুয়ারিতেই DA বাড়বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের? দীর্ঘ অপেক্ষার অবসান হবে?

শিক্ষাবন্ধু ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি

রাজ্যে প্রায় ১২০০ এর কাছাকছি শিক্ষা বন্ধুরা কাজ করেন ও তারা ৯ হাজারের কিছু বেশি টাকা ভাতা পান। সিপিএমের সময়ে ২০০৭ সালে এই যোজনা শুরু করা হয়, ২০১৮ সালে শেষবারের জন্য এই ভাতা বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহ কর্মীদের বেতন আবার বাড়তে পারে। এখন রাজ্যে প্রায় ২ লাখের কাছাকাছি কর্মী আছেন।
২০২৪ সালে এই বেতন বৃদ্ধি করা হয়েছে তাই এখন কর্মীরা ৯০০০ ও সহকর্মীরা ৭ হাজার ৫০ টাকা পান।

আধার কার্ড থাকলেই পাবেন 10000 টাকা। সরকারের নতুন প্রকল্প। আবেদন পদ্ধতি দেখে নিন

আর এবারে ফের একবারের জন্য বেতন বাড়তে পারে বলে মনে করা হয়েছে। কিন্তু এই সবই একটা ধারণা করা হচ্ছে সাধারণ মানুষের তরফে কিন্তু আসলে কি হতে পারে সেই নিয়ে এখনও কিছু জানা সম্ভব নয়, তাই দেখার অপেক্ষা যে সরকারের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে ১লা ফেব্রুয়ারি কেন্দ্র বাজেট ২০২৫ (Union Budget 2025) এ কি কি দরকারি সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকেই এখন তাকিয়ে এখন দেশবাসী।

Related Articles

Back to top button