রেশন কার্ড KYC আপডেট অনলাইন। মোবাইলেই সম্পূর্ণ কাজ করুন সহজেই বাড়িতে বসে

Ration Card Aadhaar Card Link KYC Update

রেশন কার্ড KYC করাটা এখন একদম বাধ্যতামুলক করে দেওয়া হয়েছে। আর এখন এমন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করালে আর কেউ ফ্রি রেশন সামগ্রী পাচ্ছেন না। তাই তাদের লিংক অবশ্যই করে নিতে হবে। কিন্তু লাইনে দাঁড়িয়ে লিংক করার সময় না পাওয়ার জন্য অনেকেই এই কাজ করতে পারছেন না। তাই তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

রেশন কার্ড আধার লিংক

তাই আজকে আমরা অনলাইনের মাধ্যমে কি করে এই কাজ করবেন সেই সম্পর্কে জেনে নিতে চলেছি। টাকা খরচ করে অনেকেই এই কাজ করতে পারবেন না বলে সরকারের তরফে সকল গ্রাহকদের জন্য রেশন দোকানে এই সুবিধা দেওয়া হয়েছে এবং সেখানে আধার কার্ড নিয়ে গেলে আঙুলের চাপ দিয়ে এই রেশন কার্ড KYC করা সম্পন্ন হচ্ছে সকলের। কিন্তু অনেকে এই সুবিধা নিতে পারছেন না কোন না কোন কারনের জন্য।

বাড়িতে বসে রেশন কার্ড KYC অনলাইন আপডেট

১) আপনি সহজ পদ্ধতিতে আপনার বাড়ি বসে এই কাজ সম্পন্ন করতে পারবেন।
২) অনলাইনে রেশন কার্ড KYC ওয়েবসাইটে যেতে হবে।
৩) এরপরে Ration Card অপশনে ক্লিক করতে হবে।
৪) Aadhaar Link Status এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৫) Do KYC এই অপশনে ক্লিক করুন।

বাড়ির রান্নার গ্যাসে এবার ATM মেশিন বসবে। খরচ বাড়বে না কমবে?

রেশন কার্ড KYC অনলাইন

৬) Link Aadhaar With Active Card এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৭) রেশন কার্ডের ক্যাটেগরি ও নম্বর লিখে দিতে হবে।
৮) নিজের মোবাইল নম্বর লিখে দিলে আপনার ফোনে একটি OTP আসবে সেটা লিখে দিতে হবে।
৯) Verify And Submit এই অপশনে ক্লিক করতে হবে।
১০) এরপরে কিছু দিনের মধ্যে আপনার এই কাজ সম্পন্ন হয়ে যাবে।

লোন গ্রহণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম। এবার থেকে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে লোন নিতে পারবেন

অনলাইনে রেশন কার্ড আপডেট

আর সকলকে মনে রাখতে হবে একটা জিনিস যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে, কারণ এই আপডেট করার সময়ে সকলকে OTP নম্বর দিতে হবে। আর এই নম্বর না দিলে এই কাজ করা সম্ভব হবে না। যারা এখনও এই কাজ করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি কাজটি সম্পন্ন করুন নিজেদের বাড়িতে বসেই। আগামী দিনে আরও নিয়ম বদলে গেলে সমস্যা হবে সকল গ্রাহকদের।

Related Articles

Back to top button