Old Age Pension: 1000 টাকা পাবেন বিনা পরিশ্রমে। নতুন বার্ধক্য ভাতা ফর্ম জমা দিন দুয়ারে সরকার ক্যাম্পে
Bardhakya Bhata form PDF Download West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের বয়স্ক মানুষদের জন্য বার্ধক্য ভাতা (Old Age Pension) প্রকল্প নিয়ে আসা হয়েছে। কারন আমদের কম বয়স থাকার সময়ে কাজ করার মত অবস্থা থাকে, কিন্তু যখন মানুষের বয়স হয় তখন আর আগের মত কাজ করা সম্ভব হয় না। আর শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য সরকারের তরফে পেনশন (Pension) দেওয়া হয়ে থাকে তাই তারা নিশ্চিন্ত থাকেন নিজেদের শেষ বয়সে।
West Bengal Old Age Pension Bardhakya Bhata
কিন্তু কোটি কোটি এমন সাধারন মানুষ আছে তাদের ৬০ বছর বয়স হয়ে গেলেও কাজ করে যেতে হয় নিজেদের জীবিকা চালানোর জন্য। অনেক সময় বয়স বেশি হয়ে গেলে কাজ করতে পারেন না অনেকেই, এই সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য বার্ধক্য ভাতা নিয়ে এসেছে রাজ্য সরকার। তাই এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ মাসে মাসে একটা টাকা পাচ্ছেন আর এর মাধ্যমে নিজেদের খরচ চালাচ্ছেন।
Government of West Bengal Pension Scheme
এখন পর্যন্ত অনেকেই আছেন যেই সকল মানুষেরা ৬০ বছরের বেশি বয়স হলেও আবেদন করতে পারছেন না। তাই সেই সকলের জন্য এক দারুন খবর। আগামী ২৪ শে ফেব্রুয়ারি থেকে ১ লা ফেব্রুয়ারি ২০২৫ অব্দি চলবে দুয়ারে সরকার ক্যাম্প। আর এই ক্যাম্প চলাকালিন সকলের বার্ধক্য ভাতা ফর্ম ফিলাপ করে জমা দিয়ে প্রতিমাসে ১০০০ টাকা করে পেতে পারেন বিনা কোন পরিশ্রমে।
Duare Sarkar Camp 2025
এই কয়েক দিনের মধ্যে ক্যাম্পে ৩৭ টিরও বেশি প্রকল্পে আবেদন করতে পারবেন সকলে। এছাড়াও অনেকেই বলছেন যে তারা এই ভাতা পাওয়ার জন্য ফর্ম পুরন করলেও এখন টাকা পাচ্ছেন না। তাই এবারের দুয়ারে সরকার ক্যাম্পে এক নতুন ধরনের ফর্ম নিয়ে এসেছে রাজ্য সরকার। এই ফর্ম ফিলাপ করে জমা দিলে সহজেই ব্যাংকে এই ভাতার টাকা ঢুকে যাবে সকলের।
আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে? এবার নতুন কি কি সুবিধা পাবেন?
বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করতে হলে কিছু নথিপত্র সকলকে নিজেদের কাছে আগের থেকে প্রস্তুত রাখতে হবে। যেমন – নিজের ছবি, আধার ও ভোটারের জেরক্স কপি বাধ্যতামুলক, কাস্ট বা জাতির প্রমানপত্র থাকলে দেওয়া আবশ্যক, আয়ের প্রমান, স্থায়ি ঠিকানার প্রমান ও ব্যাংকের প্রথম পাতার জেরক্স। এই সকল নথি আগামী ২৪ তারিখের আগেই সকলে রেডি করে রেখে দিন।
পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা মিলবে? জেনে নেওয়া যাক
দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের ফর্ম ফ্রিতে পেয়ে যাবেন, আর একবার এই ফর্ম ফিলাপ করে জমা দিয়ে দিলে প্রতিমাস থেকে ব্যাংকে ১০০০ টাকা করে পাবেন ৬০ বছরের বেশি মানুষেরা। ০১/০১/২০২৫ অনুসারে যেই সকল মানুষের বয়স ৬০ তারাই নতুন করে আবেদন করতে পারবেন। তাই মাসে মাসে এক পরিমান টাকা পেতে চাইলে অবশ্যই আবেদন করুন রাজ্য সরকারের এই প্রকল্পে।