রাজ্য সরকারি কর্মীদের টানা ৪ দিনের ছুটি ঘোষণা। কোন কোন দিন ছুটি থাকছে? সঠিক খবর জেনে নিন
Government Employees Holiday List 2025
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা টানা ৪ দিনের ছুটি পেতে চলেছে! বিগত কিছু দিন ধরে বিভিন্ন জায়গা থেকে এই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সত্যি কি এই ৪ দিনের ছুটি পাওয়া যাবে? আর এই নিয়ে কি রাজ্য সরকারের জারি করা ছুটির তালিকায় কোন কথা উল্লেখ করা আছে? আর স্কুলের পড়ুয়া ও শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীরাও কি এই সুবিধা পাবে সেই নিয়ে আজকে এই প্রতিবেদনে জেনে নিতে চলেছি।
টানা ৪ দিনের ছুটি
বিগত বছরের শেষের দিকে পুজোর মরশুম চলার কারণের জন্য স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয় এবং সরকারি অফিস গুলো অনেক দিন বন্ধ ছিল এবং বছরের শুরু থেকে এখনও পর্যন্ত তেমন কোন টানা অবকাশ নেই বললেই চলে। কিন্তু মার্চ মাসে দোল ও হোলি উপলক্ষে টানা অবকাশ পেতে চলেছেন অনেকেই। তাহলে এবারে কীভাবে এই টানা অবকাশ পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গ ছুটির তালিকা ২০২৫
ইতি মধ্যেই সরকারের তরফে কর্মীদের জন্য কোন কোন দিন অবকাশ থাকবে সেই নিয়ে তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। সেই তালিকা অনুসারে দোল ও হোলি মিলিয়ে ২ দিন উল্লেখ করা হয়েছে। তাহলে ৪ দিন কোন হিসাবে হচ্ছে এই প্রশ্নটা অনেকেই মাথায় ঘুরপাক খাচ্ছে তাই তো? মুলত দোল ও হোলি শুক্রবার ও শনিবার পরেছে এই বছরে। তাই অনেকটাই সুবিধা হয়েছে সকলের।
সরকারি কর্মীদের বেতনে কোপ। একাধিক ভাতা বাতিল। DA ও পেনশন নিয়েও চিন্তা বাড়লো
West Bengal Holiday List 2025
সেই হিসাবে পরের দিন রবিবার তাই টানা ৩ দিন হচ্ছে, আর এবারে যদি কেউ বৃহস্পতি বারেও একটা CL নিয়ে নেয় তাহলে টানা ৪ দিন হয়ে যাচ্ছে। আর আমরা সকলেই জানি যে কোন উৎসবের আগের দিন তেমন কাজ থাকে না ও কাজ থাকলেও অনেকেরই করতে ইচ্ছা করে না। তাই এই হিসাবে কাজ করলে টানা অবকাশ পাবে সকলে। আর এই জন্য অনেকের মুখেই হাসি ফুটেছে।
SIP নাকি NPS কোথায় বিনিয়োগ করবেন? কোথায় লাভ পাবেন বেশি? জেনে নিন কারণ
আর এর মধ্যে তাড়াতাড়ি করে কোন একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে নিয়ে সকলের উচিত ঘুরে আসা। কারণ এই ধরণের জীবন থেকে বাঁচার জন্য অনেকেই রোজকারের কাজ ও দিন চর্যা থেকে বেরিয়ে একটু অন্য রকমভাবে সময় কাটাতে চান। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।