Dearness Allowance: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে জরুরী মিটিং। আজই সিদ্ধান্ত

West Bengal Dearness Allowance

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বকেয়া ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করা নিয়ে কি বড় কোন ঘোষনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? সরকারি কর্মীদের সুবিধার (Employee Benefits) জন্য এই DA দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। কিন্তু রাজ্য সরকারের তরফে সমস্ত বকেয়া মেটানো হয়নি এখন পর্যন্ত। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক ৩৯% তে গিয়ে দাড়িয়েছে।

WB Government Employees Dearness Allowance

রাজ্য সরকারের সূচনা করা বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) জন্য গত মঙ্গলবার থেকে অনুদান দেওয়া শুরু হয়েছে। ২০২৪ সালে প্রায় ১২ লক্ষ পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হলো বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে আর্থিক অনুদান প্রাপকের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

রাজ্য সরকারি কর্মীদের কপাল খুলবে?

আগামী বছর প্রায় ১৬ লক্ষ নিম্ন ও দরিদ্র পরিবারকে মাথার ওপর ছাদ গড়ে দেওয়ার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে বাংলা আবাস যোজনা প্রকল্পে। মঙ্গলবার বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য অনুদান বরাদ্দ করার পরপরই, বাংলার রাজ্য সরকারের কর্মচারীদের তাদের ডিএ বৃদ্ধিকে নিয়ে ক্ষোভ যেন আরও বাড়িয়ে তুলেছে। বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গত বছর ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটের (Park Street) অ্যালেন পার্ক থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে?

সেই সময় অ্যালেন পার্কে বড়দিনের উৎসব চলে। এই বছরেও নতুন বছরের উৎসব শুরু হতে আর কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ১৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার অ্যালেন পার্ক থেকে বড়দিনের উৎসবের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীদের এই বিষয়ে কৌতূহল রয়েছে যে, গত বছরের মতন এই বছরেও মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি নিয়ে শুভ বার্তা দেবে কিনা!

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার নভেম্বরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট ডিএ পরিমান হচ্ছে ৫৩ শতাংশ। অন্য দিকে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে আর তার পরেও ২০২৪ সালের এপ্রিল মাসে আরো ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে, তাই রাজ্য সরকারি কর্মচারীদের মোট ডিএর পরিমাণ মাত্র ১৪ শতাংশ।

এর ফলে কেন্দ্র এবং রাজ্যের ডিএ পার্থক্য হয়ে দাড়িয়েছে ৩৯ শতাংশ। কেন্দ্রের সঙ্গে সমাহারে মহার্ঘ ভাতার দাবিতে ২২ ডিসেম্বর ২০২৪ এ তিন দিন নবান্ন সমাবেশের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্য সরকার কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রের সঙ্গে সমাহারে মহার্ঘ ভাতার দাবি, এছাড়া সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর করা নিয়ে ফের আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষনা। সব বৈষম্য দূর হতে চলেছে

সংগ্রামী যৌথ মঞ্চের নেতার কথা অনুযায়ী জানা যাচ্ছে, গত বছর রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন ফলপ্রসূ হয়েছিল, যার ফলস্বরূপ ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। এই বছরও তারা একই রকমের অবস্থান বিক্ষোভ করবে। আন্দোলন ছাড়া রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি কোনভাবে সম্ভবপর নয়, এমনটাই বার্তা দিয়েছেন সংগ্রামে যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ।

পশ্চিমবঙ্গের ডিএ মামলায় ঘুরে গেল মোড়। সরকারি কর্মীদের দাবি মেনে নিল আদালত। চাপে নবান্ন

১৯ শে ডিসেম্বরের ক্রিসমাসের শুভ সূচনার দিকে তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর তরফে যদি ডিএ বৃদ্ধি নিয়ে কোন রকম বার্তা সেই দিন যদি না আসে, তখন আন্দোলনের ডাক দেবেন রাজ্য সরকারি কর্মচারীরা এমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডিএ নিয়ে।

Related Articles

Back to top button