4% DA বৃদ্ধির পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে আরও বড় পদক্ষেপ

West Bengal Government Employees

অবশেষে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% DA (Dearness Allowance) ঘোষনা করেছে গতকাল রাজ্য বাজেট অধিবেশনে। কিন্তু এতেও চিড়ে ভিজবে না বলেই মনে করছেন অনেকেই। কারন কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যের ভাতার পরিমান দেখলে অনেকেরই মানতে অসুবিধা হচ্ছে। আগে 14% থেকে বেড়ে এবারে এই ভাতা 18% হতে চলেছে, কিন্তু এই পরিমান কেন্দ্রের পরিমানের ধারে কাছেও নয়।

Government Employees DA Hike News

আবার এরই সঙ্গে কেন্দ্র সরকার ইতি মধ্যেই অষ্টম বেতন কমিশন (8Th Pay Commission) গঠন করার জন্য মঞ্জুরি দিয়ে দিয়েছে। আর আগামী বছর ২০২৬ এর মধ্যে এই পে কমিশন লাগু করে দেওয়া হবে বলে মনে করছেন অনেকেই। আর একবার নতুন পে কমিশন শুরু হয়ে গেলে হু হু করে বেতন সহ আরও সকল ভাতা বাড়বে কেন্দ্রের সরকারি কর্মীদের এবং বাকি রাজ্য সরকার গুলোর তরফেও এই নিয়ম পালন করা হলে তো তাদের সোনায় সোহাগা।

সরকারি কর্মীরা খুশি নন

এই সামান্য ভাতা বৃদ্ধিকে অনেকেই ভিক্ষার সঙ্গে তুলনা করেছেন এবং এতে ভালো করেই বুঝতে পারা সম্ভব যে কর্মীরা একদমই খুশি হয়নি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) এই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন, আগামী ১ লা এপ্রিল থেকে এই সুবিধা পাবে সকলে। আর তার পরেই সরকারি কর্মীদের তরফে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ইমেল পাঠিয়েছেন নিজেদের কিছু দাবি জানিয়ে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে ডবল টাকা। অবশেষে কিছুটা হলেও দাবি পূরণ

বকেয়া ডিএ কবে মিলবে?

এই মেলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর তরফে সাধারন সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, তাড়াতাড়ি এই মামলার শুনানির দরকার আছে। আর এই কারনের জন্য আদালতের রেজিস্ট্রারের কাছে আগামী মাসের ২৫ তারিখ সম্ভাব্য শুনানির তারিখ বলেই মনে করছেন অনেকে। তাই এবারেও এই তারিখ ফের একবারের জন্য যেন না পেছয় সেই আবেদন জানানো হয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে। বিরাট সিদ্ধান্ত নেওয়ার পথে মুখ্যমন্ত্রী। এবার ডবল বেতন পাবেন সরকারি কর্মীরা

গত ৭ ই জানুয়ারি মাসে এই মামলার শেষবারের জন্য শুনানি হয়েছিল, কিন্তু কোন ধরনের রফাসুত্র জানানো হয়নি সরকারের তরফে। অনেক দিন ধরেই সরকারি কর্মীদের তরফে কেন্দ্রের হারে ভাতা দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছে। কিন্তু রাজ্যের তরফে কোন ধরনের উচ্চ বাচ্ছা করা হচ্ছে না, সেই জন্য আগামী দিনে শুনানি না হলে কোন বড় পদক্ষেপ দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই।

Related Articles

Back to top button