পশ্চিমবঙ্গে সব চিটফান্ডে টাকা ফেরত দেওয়া শুরু। কিভাবে নিজেদের কষ্টের টাকা ফেরত পাবেন দেখুন
Chit Fund Money Refund
চিটফান্ডে টাকা ফেরত (Chit Fund Refund) নিয়ে এক বড় আপডেট পাওয়া গেল। আমরা সকলের পশ্চিমবঙ্গে চিট ফান্ড কেলেঙ্কারি ও তার ফলে লক্ষাধিক মানুষের কোটি কোটি টাকা ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে ওয়াকিবহল। আর বছরের পর বছর ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলার পর এই সময়ে টাকা ফেরত দেওয়ার কথা শুনতে পাওয়া যাচ্ছে। এই নিয়ে আজকে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
চিটফান্ড টাকা ফেরত কবে?
এবারে আদালতের নির্দেশে একাধিক কোম্পানি গুলো চিটফান্ডে টাকা ফেরত দেওয়া শুরু করতে চলেছে। আজ থেকে ১৩ – ১৪ বছর আগে এই চিটফান্ড কেলেঙ্কারির কথা জানতে পাওয়া যায় এবং তখন যারা টাকা জমিয়েছিলেন এবং যারা এজেন্ট ছিলেন তাদের মুহূর্তের মধ্যে পায়ের তোলার মাটি সরে যায়। আর অনেক আত্মহত্যার মত ঘটনাও সকলের চোখে পড়ে এবং অনেক মানুষকে সমস্যার সম্মুখিন হতে হয়।
রাজ্যে চিটফান্ড প্রতারণা
এবারে কোন কোন কোম্পানির তরফে চিটফান্ডে টাকা ফেরত দেওয়া হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। মুলত, রোজভ্যালি গ্রুপ, পৈলান গ্রুপ, অ্যালকেমিস্ট গ্রুপ, MPS গ্রুপ, ভিবজিওর গ্রুপ, ওয়ারিশ ফাইনাল গ্রুপের তরফে টাকা ফেরত দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর এই আবেদনের জন্য এই ওয়েবসাইটে গিয়ে সকলকে নিজেদের যাবতীয় তথ্য সম্পর্কে দিয়ে আবেদন করতে হবে।
চিটফান্ডে টাকা ফেরত পাওয়ার পদ্ধতি
এই সকল উল্লেখিত কোম্পানির বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে এবং এই জন্য সকলকে নিজেদের নাম ওপরে বলে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে। আর এরই সঙ্গে সকলকে নিজেদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, সরাসরি ব্যাংকে এই টাকা পাঠানো হবে যাতে আর কোন ধরণের দুর্নীতি না হয়। আর ব্যাংকে একাউন্ট না থাকলে টাকা পাওয়া যাবে না।
West Bengal Rose Valley Chit Fund Refund News
কোন চিন্তার কারণ নেই এখনও পর্যন্ত অনেকেই টাকা পেয়েছেন এবং আগামী দিনেও সকলে চিটফান্ডে টাকা ফেরত পাবেন বলে আদালতের তরফে জানানো হয়েছে, আর যেই আসল টাকা জমা দেওয়া হয়েছে সেই টাকাই ফেরত দেওয়া হবে। তাই আর দেরি না করে সকলের উচিত এই টাকা পাওয়ার জন্য ওপরে উল্লেখিত উপায় সম্পর্কে জেনে নিয়ে আবেদন করে নেওয়া ও নিজেদের জমানো টাকা ফিরে পাওয়া।
পোস্ট অফিসের বিশেষ স্কিমে মাত্র কয়েক মাসে আপনার টাকা হবে ডবল। বিনিয়োগ করার জন্য সেরা প্রকল্প
সকল কোম্পানির মধ্যে প্রথমে সেই কোম্পানির নাম সিলেক্ট করে নিতে হবে যে বিনিয়োগ করেছেন তার নাম বা জয়েন্ট হলে দুই বিনিয়োগকারির নাম ও তাদের আধার কার্ড বা ভোটার নাম্বার, ফোন নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা, রাজ্য ও পিন কোড নম্বর দিয়ে দিতে হবে এবং এরই সঙ্গে বিনিয়োগের তথ্য ও পরিমাণ, ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে দিলে রসিদ পাবেন এবং সেই রসিদের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আর চিটফান্ডে টাকা ফেরত দিয়ে দেওয়া হলে আপনার নামের তালিকা প্রকাশ করা হবে।