Madhyamik Test Paper: মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশিত করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে

WBBSE Madhyamik Exam 2025

মাধ্যমিক টেস্ট পেপার (Madhyamik Test Paper) প্রকাশিত করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE). কারন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha 2025) আগে পড়ুয়াদের প্রস্তুতিতে কোন খামতি না থাকে সেই জন্য এত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা হয়েছে। স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী তার জীবনে আগামীদিনে আরও উচ্চশিক্ষার জন্য এগিয়ে যেতে পারে সেই জন্য অনেক কাজ করা হচ্ছে সরকারের তরফে।

Madhyamik Test Paper 2024 pdf download

এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 10 ই ফেব্রুয়ারি থেকে আর চলবে 22 শে ফেব্রুয়ারি অবধি। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে টেস্ট পেপার সলভ করা একটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার ছাত্র ছাত্রীদের কাছে। প্রত্যেক স্কুলের টেস্টের প্রশ্নপত্র ছাপানোর মাধ্যমে এই টেস্ট পেপার (Test Paper) তৈরি হয়। মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্র ছাত্রীরা এই টেস্ট পেপার প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে আরও ভালোভাবে প্রিপেয়ার বা প্রস্তুত করে তোলে।

মাধ্যমিক টেস্ট পেপার 2024 প্রশ্ন উত্তর

মাধ্যমিক পরীক্ষা ২০২৫-র জন্য টেস্ট পেপার কবে পাবে ছাত্র ছাত্রীরা, সেই বিষয়েই আজকের এই প্রতিবেদন। অন্যান্য বছর টেস্ট পেপার হাতে পেতে ছাত্র ছাত্রীদের অনেকটাই দেরি হয়ে যায়, এই জন্য এই বছর মধ্যশিক্ষা পর্ষদ এই ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছেন, যাতে ছাত্র ছাত্রীরা খুব দ্রুত টেস্ট পেপার হাতে পেতে পারে। প্রত্যেকটি স্কুলের প্রশ্নপত্র টাইপ করে ছাপিয়ে পাঠানো হতো মধ্যশিক্ষা পর্ষদে।

তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে? আবারও ট্যাবের 10000 টাকা দিচ্ছে। টেস্ট পরীক্ষার আগে ডবল সুখবর

মাধ্যমিক পরীক্ষা ২০২৫

তারপরে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে টেস্ট পেপার মুদ্রণ করা হতো। এই বছর থেকে নিয়মটির পরিবর্তন করা হয়েছে। এই বছর প্রত্যেকটি স্কুল টাইপ ফরম্যাটে প্রশ্নপত্র পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে, যার জন্য সময়ের অনেক আগেই টেস্ট পেপার মুদ্রিত করা সম্ভব হয়েছে। টেস্ট পেপার গুলি প্রথমে যাবে রিজিওনাল ব্রাঞ্চে, এরপর সেখান থেকে রাজ্যের প্রত্যেকটি স্কুলে পৌঁছে যাবে। ছাত্র ছাত্রীরা হাতে পাবে ১৬ ই ডিসেম্বর ২০২৪ থেকে।

যুবশ্রী প্রকল্প নতুন আপডেট! জেনে নিন 2024 যুবশ্রী প্রকল্পে কত টাকা ঢুকবে।

প্রায় ১০ লক্ষ টেস্ট পেপার ছাপানো হয়েছে, যেই গুলো বিনামূল্যে পেয়ে যাবে ছাত্র ছাত্রীরা। পরীক্ষা শুরু হতে এখনো অনেকটাই দেরি, তাই সময়ের অনেক আগে টেস্ট পেপার হাতে পাওয়ার জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে ছাত্র ছাত্রীরা। মধ্যশিক্ষা পর্ষদ এই বছর মাধ্যমিক পরীক্ষায় অনেক সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে, ঠিক সেভাবেই ছাত্র ছাত্রীরা যাতে সময় মতন ভালোভাবে পড়াশোনা করে প্র্যাকটিস করতে পারে, তার জন্যই টেস্ট পেপার অনেক আগেই স্কুলে পৌঁছে দেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button