মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কবে দেবে? মাধ্যমিকে কত নাম্বার পেলে পাস? মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট
WBBSE Madhyamik Exam Result 2025
এখন অনেকের মনে একটাই প্রশ্ন যে মাধ্যমিক রেজাল্ট ২০২৫ বা মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE Madhyamik Result 2025) তরফে। বিগত ১০ ই ফেব্রুয়ারি থেকে শুরু করে ২২ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই পরীক্ষা হয়েছিল এবং যে কোন পড়ুয়ার কাছে এই পরীক্ষা সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ সেটা বলাই যায়।
মাধ্যমিক রেজাল্ট ২০২৫ প্রকাশের তারিখ
আর এই পরীক্ষার পর এখন সকলে অপেক্ষায় আছেন যে কবে এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে সেই নিয়ে। আর এই ফলাফলের ওপরে নির্ভর করে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে আর্টস, কমার্স নাকি সায়েন্স নেবেন সেই দিক বিচার করা হবে। তাই এতে ভালো নম্বর পাওয়া খুবই দরকারি প্রত্যেকের কাছে। সেই নিয়ে কিছু আপডেট আজকে জানাতে চলেছি সকলকে।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে?
মুলত এইটা জানতে পাওয়া যাচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে মাধ্যমিক রেজাল্ট ২০২৫ ফলপ্রকাশ করে দেওয়া হবে পর্ষদের তরফে। আর এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই শিক্ষক শিক্ষিকারা সেই ভাবে খাতা না দেখতে পারলেও HS পরীক্ষা শেষ হয়ে গেলে এই কাজে গতি আসবে এবং সকল খাতা দেখা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।
Madhyamik Result 2025
আর এই হিসাবে বুঝতে পারা যাচ্ছে যে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিক ফল প্রকাশের প্রবল সম্ভাবনা আছে। এছাড়াও বিগত বছর গুলোতেও এমনটাই হয়েছে। তাহলে এখন এই ফাঁকা দিন গুলোতে সকল পড়ুয়াদের নতুন কিছু সেখা উচিত বা যারা পড়াশোনা করে খুব হাফিয়ে গেছে! তারা একটু বিশ্রাম নিতে পারে বা কোথাও পরিবারের সাথে গিয়ে বেড়িয়েও আসতে পারে যদি তারা চাই। এতে কিছুটা হলে মন ভালো থাকবে সকলের।
রাজ্য সরকার ৫০০০ টাকা দিচ্ছে। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
মাধ্যমিকে কত নাম্বার পেলে পাস?
আবার যেই সকল পড়ুয়ারা একটু পড়াতে কমজোরি তাদের একটা প্রশ্ন কততে পাশ? মাধ্যমিক রেজাল্ট ২০২৫ নিয়ে তেমন চিন্তা থাকে না তাদের! পুরো পরীক্ষাতে পাশ করার জন্য সকলকে প্রত্যেক বিষয়ে পাশ করতে হবে এবং এই পাশ নাম্বার হল ২৫। আর ১০০ নম্বরের পরীক্ষায় ৯০ লেখা ও ১০ মৌখিক, আর বেশিরভাগ স্কুলের তরফে ১০ এ ১০ নম্বরই দেওয়া হয়ে থাকে সকলকে তাই পরীক্ষায় লিখে ১৫ তুলতে হবে তাহলেই পাশ নইলে….
আর এখন পর্যন্ত গ্রেস মার্ক নিয়ে তেমন কিছু না জানতে পারলেও মনে করা হচ্ছে যদি কেউ ১ বা ২ নম্বরের জন্য ফেল হতে পারে এমনটা মনে হয়, তাহলে তাদের সেই নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হতে পারে। কিন্তু এমনটাই কোন সরকারি ভাবে উল্লেখ বা লিখিত নেও কোথাও, তাও অনেকেই এমনটা মনে করে থাকেন। আর আগামী দিনে কোন সাবজেক্ট নিলে ভালো হয় সেই নিয়ে একটু একটু চিন্তা শুরু করে দেওয়াটা ভালো হবে বলে মনে করা হচ্ছে।