Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন নির্দেশ। শিক্ষক ও পরীক্ষার্থীদের জন্য। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

Madhyamik Pariksha 2025 New Update

আগামী ২০ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) ও চলবে ২২ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) সকল পড়ুয়াদের কাছে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম। কারণ এই পরীক্ষা স্কুলে অন্তর্গত নয় সম্পূর্ণ রূপে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তদারকিতে পরিচালনা হয়ে থাকে সকল কিছু।

Madhyamik Exam New Instruction

এইবারে ছেলে মেয়ে মিলিয়ে মোট পরীক্ষার্থীদের সংখ্যা হল ১০ লাখ। আর বিগত অনেক বছর ধরে এই পরীক্ষার সময়ে কোন না কোন ভাবে প্রশ্ন ফাস না আরও কিছু নিয়ে সমস্যার খবর পাওয়া যায়। এই রকম সমস্যা যাতে আর না হয় সেই দিকে নজর দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হল। কোন রকমের সমস্যা পরীক্ষা নিয়ে না হয় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধ্যমিক পরীক্ষায় নতুন নির্দেশ

সরকারের তরফে জেলা স্তরে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে পরীক্ষা চলাকালীন পর্ষদের কোন সমস্যা না হয় সেই দিকে চিন্তা করে এই সকল কিছু করা হয়েছে। সরকারের দশটি বিভাগকে মিলিয়ে কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ, জেলাশাসক, বিদ্যুৎ ও স্থানিয় প্রশাসনকে রাখার কথা এখন পর্যন্ত জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

যেহেতু এই কমিটি জেলা স্তরে গঠিত হচ্ছে সেই কারণের জন্য প্রত্যেক কমিটিতে সেই জেলার SP বা পুলিশ কমিশনারকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ও অতিরিক্ত জেলা শাসকদেরকেও এই কমিটিতে থাকতে হবে। আর যাতে কোন ভাবেই বিদ্যুতের কোন বিপর্যয় না হয় সেই জন্য বিদ্যুৎ বিভাগের কোন আধিকারিকে রাখা হবে এই কমিটিতে। এছাড়াও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, স্থানিয় পৌরসভা বা পঞ্চায়েতের চেয়ারম্যান, আরও কিছু উচ্চপদের পুলিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের কনভেনরা।

লক্ষ্মীর ভাণ্ডারে এবার 3000 টাকা? নতুন বছরে মহিলাদের জন্য দারুণ খবর

সরকারের নির্দেশ মেনে নিয়ে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে এই কমিটি গঠন করা হচ্ছে। বিগত বছর থেকেই মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনা করার উদ্দেশ্যে অনেক কমিটি গঠন করা হয়েছে। District Nodal Advisory Committee, Emergency Response Team, District Monitoring Team তার মধ্যে অন্যতম। এই নতুন কমিটির মূল কাজ হল সকল পরীক্ষা কেন্দ্রে গিয়ে সকল বিষয় খুটিয়ে দেখা।

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা মিলবে? জেনে নেওয়া যাক

পর্ষদের নিয়ম মেনে সকল ব্যবস্থা করা হচ্ছে কিনা সেই জিনিস নিশ্চিত করা। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যাতে কোন রকমের খেলা না হয় সেই দিকে নজর দেওয়া হয়েছে সরকারের তরফে। আর মাত্র কিছুদিন হাতে সময় তাই সকল পড়ুয়াদের উচিত যে তারাও যেন মন দিয়ে পড়াশোনা করে নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে পারে। বাংলা একাডেমির তরফে সকলকে মাধ্যমিক পরীক্ষার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রয়েছে।

Related Articles

Back to top button