WBBPE Primary TET: পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

Primary Teacher Recruitment

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রাজ্যে ফের অনুষ্ঠিত হতে চলেছে WBBPE Primary TET তথা প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষকের অভাব থাকার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। খুব সম্ভবত ডিসেম্বর মাসেই বের করা হতে পারে এই নিয়োগের বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই জেলাভিত্তিকভাবে স্কুলগুলিকে শূন্যপদের সংখ্যা হিসাব করে পর্ষদকে রিপোর্ট করতে বলা হয়েছে। তার উপর ভিত্তি করেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

WBBPE Primary TET Primary Teacher Recruitment

২০২৪ সালের প্রাইমারী টেট পরীক্ষা বন্ধ কেন?

সূত্রের খবর, ২০২৪ সালে প্রাথমিক স্তরের টেট পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না। এর মূল কারণ হল, আগের বছরগুলির টেট উত্তীর্ণদের নিয়োগ সম্পূর্ণ করা। ২০২২ ও ২০২৩ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগে প্রাধান্য দেওয়া হবে যাতে শিক্ষক সংকট দ্রুত কাটানো যায়। যদিও নতুন টেট পরীক্ষার স্থগিতাদেশ নিয়ে কিছু প্রার্থী হতাশ, তবে এই নিয়োগের খবর তাদের মধ্যে আশার আলো জাগিয়েছে।

জেলাভিত্তিক শূন্যপদের তথ্য সংগ্রহ

প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে স্কুল শিক্ষাদপ্তরকে নির্দেশ দিয়েছে যে, প্রতিটি জেলার জন্য পৃথক শূন্যপদের তালিকা প্রস্তুত করতে হবে। এর মাধ্যমে কোন কোন বিদ্যালয়ে কতজন শিক্ষকের প্রয়োজন, সেই তথ্য হাতে আসবে। এই পদক্ষেপের ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও নির্ভুল এবং দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন, ডিসেম্বর থেকে এই মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে কি করতে হবে?

নিয়োগের প্রক্রিয়ায় অগ্রাধিকার কারা পাবেন?

Primary TET নিয়োগ প্রক্রিয়ায় মূলত ২০২২ এবং ২০২৩ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদেরই প্রথমে নিয়োগের সুযোগ দেওয়া হবে। যারা ইতিমধ্যেই টেট উত্তীর্ণ এবং নিয়োগের অপেক্ষায় আছেন, তাদের জন্য এটি একটি সুসংবাদ। শূন্যপদ অনুযায়ী এই প্রার্থীদের দ্রুত নিয়োগের মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক সংকট দূর করা হবে। ফলে, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত হবে এবং তাদের শিক্ষা জীবনের গতি আরও সুদৃঢ় হবে।

এছাড়াও রাজ্য সরকার জানিয়েছে যে, বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের অধীনে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান। প্রাথমিক স্তরের এই নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে, উচ্চ প্রাথমিক স্তরেও নিয়োগের কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে। এদিকে ২০১৭ ও ২০২১ এর টেট পাশ প্রার্থীরা সকলে এখনও চাকরি পাননি। এর মধ্যেই নতুন করে পরীক্ষা নেওয়া নতুন বিতর্কের জন্ম দেয় কিনা সেটাই এখন দেখার।

Related Articles

Back to top button