OBC Certificate: ঘরে বসেই বানিয়ে ফেলুন OBC-B থেকে OBC-A সার্টিফিকেট। এখনই না করলে পরে পস্তাতে হবে!
OBC Certificate Online Application
রাজ্যের ওবিসি তালিকা তথা OBC certificate নিয়ে আবারও নতুন খবর সামনে এলো। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee) আদালতের নির্দেশ অনুসারে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ (Backward Classes Welfare Department) এর তরফে পুনর্বিশ্লেষণ করে নয়াতালিকা প্রকাশ করা হয়েছে এবং তারপরে সেটি রাজ্যের মন্ত্রিসভায় সম্মতিও পেয়েছে। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, OBC-B বিভাগের সার্টিফিকেটধারীরা ঠিক কীভাবে তাদের সার্টিফিকেটটি OBC-A বিভাগে রূপান্তরিত করতে পারবেন? এই কাদের জন্য কি কোন সরকারি দপ্তরের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে? কি জানাচ্ছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ? জানুন বিস্তারিত।
অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এর তরফের নতুন সুবিধা চালু
সম্প্রতি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শেষ নির্দেশ অনুসারে প্রকাশিত হয়েছে নতুন ওবিসি তালিকা (OBC Certificate). এই তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গ রাজার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা একটি নতুন সুবিধা চালু করা হয়েছে OBC-B বিভাগের সার্টিফিকেটধারীদের জন্য। মূলত যারা এই ক্যাটাগরিতে ছিলেন, তারা এবারে অত্যন্ত সহজ পদ্ধতির মাধ্যমেই তাদের সার্টিফিকেটটি OBC-A বিভাগে রূপান্তরিত করতে পারবেন। এক কথায় বলতে গেলে, নিজের বাড়িতে বসেই এই কাজ করা যাবে। অন্য কোন রকম সরকারি দপ্তরে যাতায়াত করার প্রয়োজন নেই।
কাদের জন্য এই সুবিধা (OBC Certificate)?
২০২২ সালের নভেম্বর মাসের পরে ইস্যু করা ডিজিটাল OBC-B সার্টিফিকেট (OBC Certificate) যে সমস্ত উপভোক্তার কাছে রয়েছে, তাদের জন্যই এই সুবিধা চালু করেছে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ (Backward Classes Welfare Department). একমাত্র সেই সমস্ত উপভোক্তারাই অনলাইন মাধ্যমে নিজেদের সার্টিফিকেটটি OBC-A বিভাগে পরিবর্তন করার জন্য আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে, এটি নতুন করে আবেদনের কোন প্রক্রিয়া নয়। আগের সার্টিফিকেটটির সংশোধিত ভার্সন হিসাবেই OBC-A সার্টিফিকেটটি পাবেন গ্রাহকেরা। একবার নতুন সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে পুরনো সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোয় বাধা। টাকা পাবেন না?
সংশোধিত সার্টিফিকেটের (OBC Certificate) জন্য আবেদন পদ্ধতি
অনলাইন মাধ্যমে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণী দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রতিটি যোগ্য উপভোক্তাকে আবেদন জানাতে হবে। এর জন্য নিচে বলে দেওয়া ধাপ গুলি পরপর ফলো করুন-
- এই আবেদনের জন্য প্রথমেই পশ্চিমবঙ্গ রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ (Backward Classes Welfare Department) এর অফিসিয়াল ওয়েবসাইট (https://castcertificatewb.gov.in/) এ প্রবেশ করুন।
- এই ওয়েবসাইটের হোমপেজেই ওবিসি আবেদনের জন্য আলাদা করে একটি অপশন দেখতে পাবেন।
- “Do you have any digitized cast certificate?” এই বিকল্পটি দেখতে পেলে “yes” অপশনে ক্লিক করে দিন।
এরপর আপনার ডিজিটাল কার্ড সার্টিফিকেট নম্বর এবং জন্মের তারিখ নির্মূল ভাবে শূন্যস্থানে পূরণ করুন। এরপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করলেই আপনার নাম, ঠিকানা, জেলা, OBC-B বিভাগ ইত্যাদি নিজে থেকেই পূরণ হয়ে যাবে। এরপরে আপনার যে বিভাগ টি OBC-B ছিল, সেটি পরিবর্তিত হয়ে OBC-A হয়ে যাবে।
এরপর আপনাকে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করে দিতে হবে। এই সমস্ত নথিপত্রের মধ্যে সর্বোচ্চ তিন মাসের পুরনো ইনকাম সার্টিফিকেট, একটি পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য ডকুমেন্ট জমা করতে হবে। সমস্ত কিছু ভালোভাবে পূরণ হয়ে গেলে একবার মিলিয়ে নিয়ে তবে শেষ সাবমিট করে দেবেন।
পশ্চিমবঙ্গের OBC Certificate মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা
আবেদন জানানোর পরে কী করতে হবে?
একবার আবেদন জানিয়ে দিলে আপনাকে অবশ্যই সেই আবেদন এর প্রিন্ট আউট এবং রশিদ নিয়ে নিতে হবে। মোবাইল ফোন থেকে আবেদন করলে আপনি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর পুরানো OBC-B সার্টিফিকেট, নতুন তোলা ছবি এবং আধার কার্ড ইত্যাদি ডকুমেন্ট গুলি নিয়ে SDO অফিসে গিয়ে যোগাযোগ করবেন। পুরনো OBC Certificate এর একটি রঙিন ফটোকপি অবশ্যই নিজের সঙ্গে রাখবেন।
নতুন ওবিসি সার্টিফিকেট কীভাবে পাবেন?
সঠিকভাবে উপরে বলে দেওয়া সমস্ত ধাপ গুলি অবলম্বন করে আবেদন জানালে, আবেদনের প্রায় এক সপ্তাহের মধ্যেই আপনার কাছে নতুন ডিজিটাল সার্টিফিকেট চলে আসবে। এটি সম্পূর্ণরূপে সংশোধিত OBC certificate হবে। অনলাইন মাধ্যমেই আপনি এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবেন।
উপসংহার
OBC-B Certificate থেকে OBC-A তে সংশোধিত করার এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং এটি নিঃসন্দেহেই পশ্চিমবঙ্গের বহু উপভোক্তার জন্য বড় স্বস্তির কারণ। হাতে একটি মোবাইল ফোন থাকলেই অত্যন্ত সহজে সরকারি দপ্তরের ঝামেলা এড়িয়ে বাড়িতে বসে এই কাজ আপনি করে নিতে পারবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সুযোগটি ব্যবহার করে আপনার ডিজিটাল OBC-A কার্ডটি বানিয়ে ফেলুন।