ফেব্রুয়ারিতে আবার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় খবর

Government of West Bengal

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য নিয়ে আসা সকল প্রকল্পের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) 2021 সালে বিধানসভা ভোটের পর থেকে এই সরকারি প্রকল্প শুরু করেন এবং প্রথমে ৫০০ ও ১০০০ টাকা করে প্রতিমাসে ২৫ বছরের বেশি মেয়ে বা মহিলাদের আর্থিক সাহায্য ঘোষণা করা হয়।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে?

আর বিগত বছরের লোকসভা ভোটের আগে ফের একবারের জন্য এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে (Laxmi Bhandar) ভাতা বৃদ্ধি করা হয়েছিল, আর এই টাকা বৃদ্ধি হওয়ার ফলে বর্তমানে মহিলারা মাসে জেনারেল মহিলারা ১০০০ ও SC/ST মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছে সকলে। কিন্তু যতদিন অতিক্রম হচ্ছে ততই এই স্কিম নিয়ে নতুন নতুন খবর মিলছে সরকারের পক্ষ থেকে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে?

প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা সকল মহিলাদের একাউন্টে ঢুকে যায়। ২৫ বছরের বেশি যে কোন মহিলা আবেদন যোগ্য এবং ৬০ বছর পেরিয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে সকলে বার্ধক্য ভাতা প্রকল্পের (Old Age Pension Scheme) মাধ্যমে টাকা পেতে থাকবেন। এবারে ফের একবারের জন্য আবার টাকা বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন অনেকেই।

দুয়ারে সরকার ক্যাম্প

এখন রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp). আর এই ক্যাম্পে কয়েক লক্ষ নতুন আবেদন করা হচ্ছে, বর্তমানে ২ কোটির বেশি মহিলারা এই সাহায্য পাচ্ছেন এবং প্রতিদিন অন্তর এই খরচ অনেকটাই বৃদ্ধি পাবে আগামী দিনে। যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি বা কোন কারণের নাম বাতিল হয়েছে তাদের উচিত এইবারে নাম লিখিয়ে নেওয়া।

কৃষক বন্ধুদের ব্যাংক একাউন্টে ৫৬৫০ টাকা ঢুকবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে পাবেন?

রাজ্যের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ ও বিরোধী দলের নেতা নেত্রীরা মনে করেন তৃণমূল সরকারের (TMC Government) বিপুল জয়লাভের কারণের পেছনে লক্ষ্মীর ভাণ্ডারের হাত রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে টাকা বৃদ্ধির কথা বলা হয়নি। তাই যতদিন পর্যন্ত সরকার কোন ঘোষণা করছে, ততদিন অব্দি কারোর এই সম্পর্কে কিছু সত্যি বলে মেনে নেওয়া উচিত না।

আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন

আগামী মাসের বাজেট ২০২৫ এর জন্য সকলের অপেক্ষা করে আছেন, সেখানেই এই প্রকল্প ও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে কিছু বড় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই বাজেট রাজ্য সরকারের কাছে এক কড়া পরীক্ষা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবারে সকলকে কি হচ্ছে সেই সম্পর্কে জানার জন্য অপেক্ষা করতে হবে।

Related Articles

Back to top button