Holiday: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটি কমে গেল! নবান্নের নয়া আপডেট দেখুন

West Bengal Holiday List 2025

এখনকার এই ব্যাস্ততা ভরা জীবনে সকলেই ছুটি (Government Holiday) পেতে খুবই ভালো লাগে। সে ছোট হোক বা বড় কাজ করুক বা স্কুল কলেজে পড়াশোনা করুক না কেন সকলেই রবিবার ছাড়াও আরও বেশি ছুটি পাওয়ার অপেক্ষায় থাকে। আর কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে সরকারি কর্মীদের (Government Employees) জন্য ছুটির তালিকা বছর শুরুর আগেই প্রকাশ করে দেয়।

Holiday List 2025 Update

আর সেই অনুসারে এবারেও এই তালিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু ২০২৫ সালের তালিকা দেখে অনেকেই খুশি নন। কারন এইবারে একাধিক ছুটি রবিবার পরে গেছে, আর এই জন্য প্রচুর ছুটি মার গেছে সরকারি কর্মী সহ পড়ুয়া সকলের। তাই সঠিক কত গুলো ছুটি এবারে মার গেল সকলের আর যেই গুলো রবিবার পরেছে সেই গুলো কি অন্য দিনে দেওয়া হবে? সেই নিয়ে আজকে জেনে নেব।

Government Employees Holiday

জানুয়ারি মাসের শুরুতেই অনেক ছুটি পাওয়া গেছে, কিন্তু ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ও আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রবিবার পরেছে বলে এই ছুটি দুটি একেবারে মার গেল সকলের জন্য। এই জন্য কোন অতিরিক্ত ছুটি দেওয়া হয়নি সরকারের তরফে। তাই এককথায় ছুটি মার গেল সকলের। কিন্তু ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনের জন্য ছুটি থাকবে।

পশ্চিমবঙ্গ ছুটির তালিকা ২০২৫

এছাড়াও NI ACT 1881 অনুসারে এই বছরে রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে বলে জানতে পারা গেছে। আর আগামী মাসের শুরুতেই ২ রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোও রবিবার, কিন্তু এই জন্য সোমবার ৩ রা ফেব্রুয়ারি ছুটি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এই হিসাবে টানা ছুটি পাওয়া যাবে। বিগত বছর থেকে রাম নবমিতেও ছুটি দিচ্ছে সরকার, কিন্তু এবারে এই দিনও রবিবার তাই এই ছুটিটাও গেল।

বাংলার সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে নয়া বড় আপডেট। নবান্নের আরেকটি জরুরী বিজ্ঞপ্তি

এর অতিরিক্ত ৬ ই জুলাই মহরম রবিবার কিন্তু তার আগের দিন এই জন্য ছুটি দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু ৯ ই আগস্ট রাখি, ভানুভক্তের জন্মদিন, মহালয়াতে ছুটি মিলবে না। রাজ্যের সকল সরকারি স্কুল কলেজ একমাস ছুটি থাকলেও সরকারি অফিস গুলোতে লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি থাকতে চলেছে, এবারে দেখার অপেক্ষা যে এই সকল ছুটি আগামী দিনে আর বৃদ্ধি করা হয় কিনা।

সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত

এর পরে কালিপুজো, দিপাবলি ও ভাইফোটার জন্য টানা ৭ দিন ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত জারি করা ছুটির তালিকা ২০২৫ এর অপরে ভিত্তি করে এই তথ্য জানানো হল। আর বছরের মধ্যে কোন ছুটি বৃদ্ধি বা কমানো হতে পারে ও সেই তথ্য জানিয়ে দেওয়া হবে আমাদের মাধ্যমে সবার আগে। আরও এই রকমের খবর পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখুন।

Related Articles

Back to top button