পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে বকেয়া DA বৃদ্ধি নিয়ে বড় আপডেট। মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায়

DA Hike for Government Employees

অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্যবছর শেষে বড় খবর আসতে পারে। Dearness Allowance বা বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা হবে কিনা, এই প্রতিক্ষায় লাখ লাখ সরকারি কর্মী। আর সেই সম্ভনা কে উস্কে দিয়েই নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে কি? কি ভাবছেন সরকারি কর্মীরা? কি ভাবছে রাজ্য সরকার? বিস্তারিত জেনে নিন।

Dearness Allowance Salary Hike for WB Government Employees

এক বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের সাথে চাপা অসন্তোষ যেমন রয়েছে, তেমনি সুপ্রিম কোর্টে ডিএ বৃদ্ধি নিয়ে মামলা এখনো পর্যন্ত বিচারাধীন। রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মধ্যে যে অন্তদ্বন্দ্ব এবার তার ফলাফল কিছুটা হলেও মিলতে পারে জানুয়ারি মাসে।

কেন্দ্র ও পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা এর পার্থক্য

একদিকে, নভেম্বরে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সাথে একই পথে হেঁটে অন্যান্য রাজ্য সরকারও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি (DA Hike) করেছেন।

আরও পড়ুন, প্রতিমাসে ২০০০০ টাকা পাবেন পোস্ট অফিসে একাউন্ট থাকলে। নতুন বছরের সেরা স্কিম চালু হলো।

এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এর পরিমাণ ১৪ শতাংশে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০২৩ এর ডিসেম্বর মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন। এছাড়া ২০২৪ সালের এপ্রিল মাসে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন। যদিও দুইবার ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তবে মোট ডিএ পরিমাণ অনেকটাই কম। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পার্থক্য বর্তমানে ৩৯ শতাংশ।

বিগত বছরের ডিএ ঘোষণা

এই কারণে বাংলার সরকারি কর্মচারীদের অনেকটাই ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটা আশাতেই রয়েছে, গত বছরের মতন এবছরেরও ডিসেম্বর কিংবা জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডিএ বৃদ্ধি জনিত বিজ্ঞপ্তি আসতে পারে বলে।

আরও পড়ুন, রেশন কার্ড ছাড়াই এবার বিনামূল্যে রেশন তোলা যাবে। জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হচ্ছে

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। একদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দাবি রয়েছে সপ্তম বেতন কমিশন কার্যকর করা, সেইসাথে ডিএ বৃদ্ধি করা। এই দুই দাবি নিয়ে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে।

আন্দোলনের আবহের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরে শুরুতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে? চারিদিকে এই জল্পনা এখন তুঙ্গে। দেখা যাক, ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে গত বছরের মতন ডিএ বৃদ্ধি করার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ পায় কিনা, সেইসাথে কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে, বর্তমানে সেই দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। নিয়মিত আপডেট পেতে বাংলা একাডেমি ফলো নিয়মিত করুন।

Related Articles

Back to top button