পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোয় বাধা! ডিএ মামলায় নতুন মোড়। কবে মিলবে প্রাপ্য মহার্ঘ ভাতা?
WB Employees DA Update
পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় আবার নতুন মোড়! ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে আগামী সাত সপ্তাহের মধ্যে ডিএ বা মহার্ঘ ভাতা কর্মচারীদের দিয়ে দেওয়ার উল্লেখ থাকলেও, বিভিন্ন আইনি কৌশল গ্রহণে আগ্রহী হয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিনের এই মামলায় একাধিক আদালত বদলের পর অবশেষে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ এসেছে জুন মাসের ৩০ তারিখের মধ্যেই মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা। বর্তমানে নবান্নের তরফে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হলেও রাজ্য সরকারের তরফে পুনরায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে। কোন বিষয়ে আবেদন জানানো হলো? রাজ্য সরকারি কর্মচারীরা কবে পাবেন তাদের বকেয়া? সমস্ত কিছুর বিস্তারিত বিবরণ থাকলো আজকের প্রতিবেদনে।
রাজ্য কর্মচারীদের জন্য ডিএ দেওয়ার নির্দেশ
পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের জন্য ইতিমধ্যেই নির্দেশের সাথে সুপ্রিম কোর্টের তরফে। মূলত পঞ্চম বেতন কমিশন অনুসারে ২৫ শতাংশ বকেয়া দেড় মাসের মধ্যে মেটাতে হবে -এই নির্দেশ দিয়েছিল ভারতের শীর্ষ আদালত। এর পাশাপাশি চার সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি সম্পর্কেও রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। এই বিষয়ে ইতিমধ্যেই অগ্রগতি দেখা দিলেও একাধিক আইনি প্যাচ চলছে অন্দরে অন্দরে। রাজ্য সরকারের ওপর ডিএ মেটানোর জন্য যথেষ্ট পরিমাণে চাপ রয়েছে বর্তমানে।
পশ্চিমবঙ্গে ২৫% মহার্ঘ ভাতা প্রদান নিয়ে আবারো আদালতে রাজ্য!
সুপ্রিম কোর্টের রুলিং পরিবর্তনের আবেদন রাজ্য সরকারের
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা ও পরিবর্তনের জন্য পুনরায় আবেদন জানানো হয়েছে। মূলত সুপ্রিম কোর্টের রায়ের বেশ কিছু অংশ আবার করে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলে দাবি রাজ্য সরকারের। এই ডিএ সংক্রান্ত বিষয়ের অন্তর্ভুক্তি নির্দেশের ব্যাখ্যা চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। যদিও বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটির কারণে এই আবেদনের শুনানি কবে হবে তা বলা যাচ্ছে না। রুলিং পরিবর্তনের আবেদন জানিয়ে নতুন করে আইনের ঘোরপ্যাচ শুরু করল নবান্ন। যদিও এই টানাপোরেনের মাঝে একেবারেই আটকে নেই রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর কাজ। ইতিমধ্যেই নবান্নের তরফে প্রযুক্তির সহায়তা নিয়ে মহার্ঘ ভাতা দেওয়ার কার্যকলাপে বেশ খানিকটা অগ্রগতির দেখা দিয়েছে।
ডিএ মেটানোয়, প্রযুক্তির ব্যবহার
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের ২০০৯ সাল থেকে ২০১৯ সালের মধ্যে কর্মরত সরকারি চাকরিজীবীদের কর্মজীবনের একাধিক ডিটেলস চেয়ে পাঠানো হয়েছে নবান্নের তরফে। এর ফলে কোন কর্মচারী ঠিক কতটা পরিমাণ মহার্ঘ ভাতা পাবেন, তা প্রযুক্তির সহজে হিসাব করা যাবে। ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (IFMS) পোর্টালে রাজ্যের প্রতিটি কর্মচারীর বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত তথ্য জানানো হবে।
পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ এর বিজ্ঞপ্তি, প্রক্রিয়া শুরু। বাদ যেতে পারেন বহু কর্মী
মহার্ঘ ভাতা মেটানোর কাজে অগ্রগতি
বর্তমানে নবান্নের তরফে বিভিন্ন সরকারি কর্মচারীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ROPA 2019 আইন অনুসারে, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই বকেয়া মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারি দপ্তর থেকেও কর্মচারীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তবে এই বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞের মত বলছে, আবার করে আইনি প্রক্রিয়া এবং প্রযুক্তিগত প্রস্তুতির কারণে সম্পূর্ণ মহার্ঘ ভাতা মেটা নয় এখনো বেশ কিছুদিন সময় লাগতে পারে।
রাজ্যের কর্মচারীরা কত টাকা বকেয়া পাবেন?
বর্তমানে প্রায় ৪ লক্ষ থেকে ৫ লক্ষ কর্মচারীর ডিএ বকেয়া রয়েছে বলে জানা যাচ্ছে। সরকারের তহবিলে অর্থের পরিমাণ কম থাকার কারণে সুপ্রিম কোর্টের তরফে আপাতকালীনভাবে ২৫% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এই উদ্দেশ্যে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে। তবেই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর ২৫% ডিএ মিটবে। এর ফলের সরকারের উপর আর্থিক চাপ যে বিপুল পরিমাণে রয়েছে তা বলাই বাহুল্য।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ এর সাথে নতুন পে কমিশন! দ্বিগুন বাড়বে বেতন
এই বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য
সুপ্রিম কোর্টে আইনি মামলা চলাকালীন রাজ্য সরকার স্পষ্ট ভাবে জানিয়েছে, রাজ্যের তহবিলের বর্তমানে এত অধিক সংখ্যক অর্থ মজুদ নেই। এর ফলে সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা কর্মচারীদের মিটিয়ে দেওয়া একেবারেই সম্ভব নয়। ধাপে ধাপে বকেয়া মেটানোর পদ্ধতি অনুসরণ করার প্রস্তাব দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। রাজ্যের পরিস্থিতি বুঝে এবং সরকারি কর্মচারীদের অধিকারের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্টের তরফে আপাতকালীনভাবে ২৫% মহার্ঘ ভাতা দেড় মাসের মধ্যে অর্থাৎ ৩০শে জুনের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সরকারি কর্মচারীরা কবে পাবেন তাদের মহার্ঘ ভাতা?
বর্তমান পরিস্থিতি এবং আইনের জটিলতা অনুধাবন করলে সহজেই বোঝা যায়, দীর্ঘ কয়েক বছরের মামলার অবসান এখানেই নয়। রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা পেতে এখনো অনেক লড়াই বাকি। তবে বর্তমানে মামলাটি একটি জটিল ও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মেটানোর কার্যকলাপ ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে এর পাশাপাশি চলছে বিভিন্ন আইনি পর্যালোচনা। এর ফলে সরকারি কর্মচারীদের বকেয়া পাওয়ার সময় কাল আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।