Dearness Allowance: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA নিয়ে বড় আপডেট
West Bengal DA Case Update
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা নিজেদের বকেয়া ডিএ এর (Dearness Allowance) দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে নিজেদের লড়াই জারি রেখেছে। বর্তমানে ডিএ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) একাধিকবার তারিখ আসার পরেও বারংবার পিছিয়ে যাচ্ছে এই শুনানি। প্রত্যেক বারের মতন জানুয়ারির ৭ তারিখের দিকে তাকিয়ে ছিলেন সরকারি কর্মচারীরা, ইতিমধ্যে ১৩ বার পিছিয়ে গিয়েছে এই DA মামলার শুনানি।
Dearness Allowance Case News
আগামী ৭ ই জানুয়ারি ২০২৫ ডিএ মামলার শুনানি হবে কিনা, সেই ব্যাপারে দ্বন্দ্বে রয়েছে সরকারি কর্মীরা। বর্তমানে যে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে চলছে, সেটি পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সালে এই মামলা শুর হয়েছিল। ২০২৫ সাল শুরু হতে চলেছে, এই দিকে এত বছর ধরে চলা মামলার নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়ে উঠল না। বারংবার রাজ্য সরকারি কর্মীরা প্রতীক্ষার প্রহর গুনছে, শুনানি ডেট আসার দিনেই যখন পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি, তখনই একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন তারা।
বকেয়া ডিএ মামলার শুনানি
৭ ই জানুয়ারির যে শুনানির তারিখ রয়েছে, সেই দিনেও শুনানি সম্পন্ন হবে কিনা, সেটা এখনই স্পষ্ট বলা যাচ্ছে না! এর আগে শুনানির তারিখ গুলি পিছিয়ে যাওয়ার সম্ভাব্য কারণ হলো সময়ের অভাব। প্রত্যেকবার শুনানির ক্রম নম্বর অনেকটা পড়ে থাকার জন্য সময়ের অভাবে শুনানির ডেট বারংবার পিছিয়েছে। ৭ ই জানুয়ারি সুপ্রিম কোর্টে যে শুনানিটি হবে তার ক্রম নম্বর অনেকটা নিচের দিকে রয়েছে, তাই সেই দিনও শুনানি সম্পন্ন হবে কিনা, সে ব্যাপারে এখনই স্পষ্ট বলা যাচ্ছে না।
ডিএ মামলায় নতুন বিচারপতি
পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত এই মামলা প্রথমে উঠেছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court). সেখানের মামলায় জয় পেয়েছিল সরকারি কর্মীরা, তবে এরপরে রাজ্য সরকার সেই মামলার আবার সুপ্রিম কোর্টে ওঠায়। এখনো পর্যন্ত সেই মামলা শুনানি চলছে। ডিএ মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেছেন ও নতুন বিচারপতি এসেছেন, তবে এখনো পর্যন্ত ডিএ মামলার শুনানি নতুন করে শুরু হয়নি।
পশ্চিমবঙ্গে ডিএ না পেলেও রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত
অন্য দিকে, কেন্দ্রীয় সরকার বছরে দুইবার করে মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্র সরকারের কর্মচারীদের ডিএ ও রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ পার্থক্য বর্তমানে ৩৯ শতাংশ। এতটা পার্থক্যের জন্য রাজ্য সরকারের কর্মচারীদের (Govt Employees) ক্ষোভ আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
এই দিকে শুনানির তারিখ বারংবার পিছিয়ে যাওয়া, সেই সাথে ডিএ বৃদ্ধি না হওয়া ও সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়েও একটা ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের। সব মিলিয়ে ৭ ই জানুয়ারির ডিএ মামলা শুনানির দিকে তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা। আর নতুন বছরেও এই নিয়ে কোন সমস্যার সমাধান না হলে বড় কোন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।