নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান? রইলো সহজ পদ্ধতি।

ভারতীয় নাগরিকদের সুবিধার খাতিরে নির্বাচন কমিশনের তরফে নির্বাচন সংক্রান্ত এবং ভোটার কার্ড সংক্রান্ত নানান ধরনের সিদ্ধান্ত কার্যকর করা হয়ে থাকে। ২০২২ সালেও সাধারণ জনগণের সুবিধার খাতিরে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছিল যে, ভারতের সাধারণ মানুষ এক বছরে চারবার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। পূর্বের নিয়ম অনুসারে ১ লা জানুয়ারি হিসেবে নাগরিকদের ১৮ বছর পূর্ণ না হলে ভোটার কার্ডের জন্য তারা আবেদন জানাতে পারতেন না। কিন্তু ২০২২ -এর মাঝামাঝি সময়ে এই নিয়মে পরিবর্তন এনে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে, নাগরিকরা একই বছরে চারবার ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রেই বছরের মাঝামাঝি সময় যুবক-যুবতীদের ১৮ বছর পূর্ণ হয়ে গেলেও নির্বাচন কমিশনের নিয়মের কারণে তারা ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারতেন না, আর সেই সমস্যা দূর করতে ২০২২ -এর মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশনের তরফে এইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, প্রতিবছরের ১ লা জানুয়ারি, ১ লা এপ্রিল, ১ লা জুলাই এবং ১ লা অক্টোবর ভোটার কার্ডের জন্য আবেদন জানানো সম্ভব। কিন্তু অধিকাংশ মানুষই জানেন না তারা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। যার কারণে নির্বাচন কমিশনের তরফে যথেষ্ট সুযোগ দেওয়া হলেও প্রচুর যুবক-যুবতীই নির্দিষ্ট সময়ে তাদের ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারেন না। আগত জুলাই মাসের ১ তারিখে পুনরায় নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া কার্যকর হবে।

কিভাবে আপনারা বাড়িতে বসেই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন:-

১. নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে প্রথমেই আপনাকে পৌঁছে যেতে হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.nvsp.in/ -এ।

২. এরপর হোম পেজে থাকা অপশনগুলির মধ্যে থেকে Login/ Register অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Don’t have account, Register as a new user অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে যে পেজটি আসবে তাতে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

৩. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড -এর মাধ্যমে login -এর প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

gamezop ad

৪. Login -এর প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনি ভোটার কার্ড সংক্রান্ত নানা ধরনের পরিষেবার জন্য প্রয়োজনীয় অপশনগুলি দেখতে পারবেন। এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Register as a new elector/voter অপশনটি নির্বাচন করে নিতে হবে এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Form 6 অপশনে ক্লিক করতে হবে।

৫. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। ফর্মটি পূরণ করার ক্ষেত্রে প্রথমেই কোন ভাষায় ফর্মটি পূরণ করতে চাইছেন তা নির্বাচন করে নিতে হবে। এরপর আপনাকে আপনার রাজ্য, অ্যাসেম্বলি, জেলা, আপনার নাম, আপনার পিতা, মাতা কিংবা অভিভাবক কিংবা স্বামী সহ পরিবারের যেকোনো সদস্যের নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, আধার নম্বর, জেন্ডার, জন্ম তারিখ সঠিকভাবে উল্লেখ করতে হবে।

৬. পরবর্তীতে আপনাকে আপনার গ্রামের নাম, বাড়ির নম্বর, পোস্ট অফিস, পিনকোড, জেলা, রাজ্য সঠিকভাবে নির্বাচন করতে হবে। তারপর আপনাকে আপনার কাস্ট নির্বাচন করে নিতে হবে এবং আপনার পরিবারের যেকোনো একজন সদস্যকে নির্বাচন করতে হবে এবং উক্ত সদস্যের Epic নম্বর বা ভোটার আইডি নম্বর সঠিকভাবে প্রদান করতে হবে।

৭. সবশেষে ডিক্লিয়ারেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোডটি প্রদান করতে হবে। এক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় নথি সঠিকভাবে আপলোড করে Submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ফর্মটি সাবমিট করলেই আপনার কাছে একটি রেফারেন্স নম্বর চলে আসবে এটি পরবর্তীতে প্রয়োজন হবে সুতরাং এটি অবশ্যই কপি করে রাখবেন।

আরও পড়ুন:- আবেদন করুন পারম্পরিক স্কলারশিপে এবং শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত খরচ পেয়ে যান।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-

১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি
২. বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স)
৩. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র

ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদন:-

শুধুমাত্র ভোটার পোর্টালের মাধ্যমে নয় নির্বাচন কমিশনের তরফে কার্যকরী ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমেও আপনি বাড়িতে বসেই ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই ভোটার কার্ডের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপটি ওপেন করে নিন এবং Voter registration অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে New Voter Registration (Form 6) অপশনে ক্লিক করুন এবং New Voter Registration (Residing in India) অপশনটি বেছে নিন।

apply-for-new-voter-card

তারপর আপনাকে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে Login -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। লগইনের প্রকৃতি সম্পন্ন হলেই আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Let’s Start অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে Yes I am applying for the first time এবং No I have a Voter id নামক দুটি অপশন আসবে। আপনি যদি প্রথমবার ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকে তবে Yes I am applying for the first time অপশনটি নির্বাচন করুন। অন্যদিকে আপনার যদি ভোটার আইডি থেকে থাকে তবে No I have a Voter id অপশনে ক্লিক করুন। সঠিক অপশনটি নির্বাচন করে নিয়ে Next অপশনে ক্লিক করুন।

এরপর আপনাকে আপনার রাজ্য, জেলা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পিতা-মাতা কিংবা অভিভাবকের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, ঠিকানা সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং ফর্মে উল্লিখিত নথিগুলি সঠিকভাবে আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে এবং সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করা হলে ফর্মটি সাবমিট করুন। এরপর আপনার কাছে যে অ্যাপ্লিকেশন নম্বরটি আসবে সেটি অবশ্যই সংগ্রহ করে রাখুন। এভাবেই আপনি নিজের বাড়িতে বসে মাত্র কয়েক মিনিটে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদনের ক্ষেত্রেও উপরোক্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে।

Related Articles

Back to top button