দেশ জুড়ে চালু হলো আধার কার্ডের নতুন নিয়ম। আবার ক্যামেরার সামনে দাড়াতে হবে
Aadhaar Card New Rules
আধার কার্ড (Aadhaar Card) হল দেশের সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্র সকল মানুষদের জন্য। আর এই কার্ড ছাড়া কোন মানুষ নিজেদের দরকারের সরকারি বা বেসরকারি কাজ করতে পারবেন না। আর এই কারণের জন্য দিনে দিনে অনেকেই এই নিয়ে অনেক ধরণের জালিয়াতি করছেন এবং সময়ে সময়ে গ্রাহকদের জন্য সরকারকে নানা ধরণের নিয়ম নিয়ে আসতে হচ্ছে।
আধার কার্ড সংশোধন ও আপডেট
বাচ্চাদের জন্য ব্লু আধার কার্ড (Blue Aadhaar Card) ও বাকি সকল মানুষদের জন্য এই কার্ড বানানো খুবই দরকার। এক পরিসংখ্যান অনুসারে এখন সমগ্র দেশে ১৩০ কোটি মানুষের এই আধার আছে এবং এর ব্যবহারের ফলে অনেক ধরণের জালিয়াতি থেকে বাচা গেছে ও যেই সকল মানুষদের দরকার সেই সকল মানুষরা সুবিধা পাচ্ছে। এবারে এই নতুন নিয়ম জেনে নেওয়ার দরকার।
আধার কার্ড আপডেট
কিন্তু এই বিপুল সংখ্যক মানুষদের সুবিধা দেওয়ার জন্য এবারে সরকারের তরফে দারুণ সিদ্ধান্ত নেওয়া হল। আর বিশেষ করে এর ব্যবহার আরও সহজ করে তোলা হচ্ছে। এবার থেকে আর লম্বা লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে আঙুলের চাপ ও ওটিপি দিতে হবে না গ্রাহকদের। এবারে ক্যামেরার সামনে দাঁড়ালেই কাজ সম্পন্ন হয়ে যাবে। সরাসরি গ্রাহকদের মুখ স্ক্যান করার মাধ্যমে সকল ধরণের কাজ করা সম্ভব হবে এবং এই নিয়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে।
এর ফলে ব্যাংক, ই কমার্স ও ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই সময় বাঁচবে এবং গ্রাহকদের সুবিধা হবে। মুলত সময়ের সাথে সাথে মানুষদের আঙুলের চাপ পাল্টে যায় তাই অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মুখের মিল হিসাবে এই কাজ সম্পন্ন করা হবে বলে মনে করা হচ্ছে। অনেকেই আছে যারা এই জালিয়াতি করার জন্য একাধিক আধার কার্ড বানিয়ে রেখেছেন, এই প্রযুক্তি শুরু হলে সেই সকল ভুয়ো আধারের হদিশ মিলবে এবং সকল অপরাধীদের চিহ্নিতকরণ সম্ভব হবে।
সকলের নিরাপত্তা সুরক্ষিত করার জন্যই এই চিন্তা ভাবনা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। আর গ্রাহকদেরও অনেকটাই সময় বাঁচবে। কিন্তু কবে থেকে এই কাজ হবে সেই নিয়ে এখনও কোন ধরনের স্পষ্ট ধারণা পাওয়া যায়নি সরকারের তরফে। আর খুব তাড়াতাড়ি এই কাজ শুরু করে দেওয়া হলে আখেরে গ্রাহকদের সুবিধা হবে। আগামী দিনে সুরক্ষার জন্য আরও অনেক নিয়ম আনা হবে এবং সকল গ্রাহকদের সেই নিয়ে সচেতন থাকা উচিত বলে জানিয়েছেন অনেক বিশেষজ্ঞরা।