Supreme Court – OBC Certificate, DA, WBSSC. একই দিনে 3 হাইভোল্টেজ মামলা সুপ্রিমকোর্টে। আপডেট দেখুন
West Bengal DA, WBSSC, OBC Certificate Case
অবশেষে অনেক দিনের অপেক্ষার পর আজ ৭ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) উঠতে চলেছে রাজ্যের একাধিক মামলার শুনানি। আর এই সকল মামলা গুলির মধ্যে সরকারি কর্মীদের DA, WBSSC-র ২৬০০০ চাকরি বাতিল মামলা এছাড়াও ওবিসি সার্টিফিকেট (West Bengal OBC Certificate) নিয়েও এই একই দিনে শুনানি হতে চলেছে বলেই মনে করছেন অনেকেই।
West Bengal High Voltage Supreme Court Case Update
কিন্তু এখন পর্যন্ত পাওয়া আপডেট অনুসারে এই সকল মামলার মধ্যে SSC (School Service Commission) ২৬০০০ চাকরি বাতিল মামলা ওঠার সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে। কিন্তু মহার্ঘ ভাতার মামলা আজই উঠতে চলেছে বলেই মনে করছেন অনেকেই। ২০২২ এর ১৮ই নভেম্বর এই মামলার প্রথম শুনানি হয়, আর শেষবারের জন্য ডিসেম্বরে এই শুনানি হয়েছিল, আর তখন দুই বিচারপতি আরও বিস্তারিত ভাবে এর শুনানির দরকার বলে জানিয়েছিলেন।
সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি!
কেন্দ্রীয় হারে ভাতা পাওয়ার জন্য অনেক দিন আগেই রাজ্য সরকারি কর্মীরা কলকাতা হাইকোর্ট এ মামলা করেছিলেন। কিন্তু আদালতের তরফে ভাতা মিটিয়ে দেওয়ার কথা জানানো হলেও রাজ্য সরকার সেই কথা না মেনে সুপ্রিম কোর্টে দারস্থ হত আর তারপর থেকেই এই মামলার শুনানি অব্যাহত। এই ভাতা না দেওয়ার জন্য মুল কারন সরকারের তরফে দেখান হয় যে ডিএ দিতে ৪১ হাজার ৭৭০ বা প্রায় ৪২০০০ কোটি টাকা খরচ হবে।
২৬০০০ এসএসসি চাকরি বাতিল মামলা
কিন্তু এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই বার এই ভাতা বৃদ্ধি করেছেন, কিন্তু ২০২৪ সালের ডিসেম্বর মাসেও অনেকেই মনে করেছিলেন যে আবার ভাতা বৃদ্ধি পাবে কিন্তু সেটা আর হয়নি। আর এছাড়াও ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি বিচারপতি সঞ্জিব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে উঠতে পারে আজই। কলকাতা হাইকোর্ট এর পক্ষ থেকে ২০১৬ সালের নিয়োগ বাতিল হয়েছিল।
কিন্তু SSC ও রাজ্য সরকারের তরফে এই নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা করা হয় আর এবারে এই পুরো নিয়োগ নাকি বাছাই করে চাকরি বাতিল হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলার গত শুনানির দিনে বিচারপতি জানতে চেয়েছিলেন রাজ্য সরকারের কাছে। এবারে আজ এই ২৬০০০ চাকরি প্রার্থীদের কি হতে চলেছে সেই নিয়ে চূড়ান্ত রফাসুত্র বেরতে পারে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে কোন ওবিসি শংসাপত্র বাতিল মামলা
কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট সত্যি সত্যি বাতিল করা হবে কিনা সেই নিয়েও আজই সিদ্ধান্ত নেওয়া হবে। এখন লক্ষাধিক মানুষ এই সার্টিফিকেট ব্যবহার করতে পারচে না, আর এই কারনের জন্য তাদের অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। আর বিগত শুনানিতে মুসলিমদের সংরক্ষন দেওয়ার জন্য সওয়াল করা হয়েছিল আর ২০২৫ সালের জানুয়ারি মাসে এই মামলার শুনানি হওয়ার কথা। এবারে এটাই দেখার যে আজ কতগুলো মামলার শুনানি হয়।