Government Employees: DA না পেলেও! অবশেষে রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি। নতুন বছরের উপহার

Allowance Hike Govt Employee Benefits

অবশেষে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য সুখবর, রাত পোহালেই নতুন বছর ২০২৫ শুরু হতে চলেছে। নতুন বছরের শুরুর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার (State Government). কয়েক বছরের বেশি সময় ধরে ডিএ বৃদ্ধির (Dearness Allowance) দাবিতে অপেক্ষা করছে রাজ্য সরকারি কর্মচারীরা।

Government Employees Uniform Allowance Hike

ডিএ বৃদ্ধি নিয়ে চাপা অসন্তোষ যেমন রয়েছে, তেমনি সুপ্রিম কোর্টে ডিএ বৃদ্ধি নিয়ে মামলা এখনো পর্যন্ত বিচারাধীন। জানুয়ারি মাসের ৭ তারিখ এই DA মামলার শুনানি। এই অপেক্ষার মধ্যেই বাড়তে চলেছে অন্য এক ভাতার পরিমাণ। একদিকে যখন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে, অন্যদিকে অন্যান্য রাজ্য সরকারও কেন্দ্রের সাথে একই পথে হেটে ডিএ বাড়ানোর চেষ্টা করছেন।

State Government Employee Benefits

এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমএসএমই বিভাগের তরফ থেকে। কাদের জন্য কোন বিশেষ ভাতা বৃদ্ধি পাচ্ছে?
জানা গিয়েছে, সচিবালয় বাদে অন্যান্য অধস্তন সরকারি অফিসে কর্মরত সরকারি যানবাহনের চালক এবং অ্যাটেনডেন্টদের ইউনিফর্ম ভাতা, ইউনিফর্ম ওয়াশিং ভাতা এবং ইউনিফর্ম নবায়ন ভাতা বাড়ানো হচ্ছে। নববর্ষের প্রাক্কালে কর্মীদের এই সুখবর দিয়েছে উত্তরপ্রদেশ সরকার (Government of Uttarpradesh).

রাজ্য সরকারি কর্মীদের ভাতা বাড়লো

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি যান বাহনের চালক এবং অ্যাটেনডেন্টদের কাজের জন্য যে ইউনিফর্ম কিনতে হয়, এবার থেকে ইউনিফর্ম কেনার ক্ষেত্রে ৬৮০ টাকা করে নয়, বরং ১০২০ টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গেই রেইন কোট কেনার ক্ষেত্রেও টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫০০ টাকার বদলে এবার ৭৫০ টাকা করে দেওয়া হবে। গ্রীষ্মকালীন যে ইউনিফর্ম পড়েন তারা, তার জন্য যেই রকম ভাতা ভিত্তি করা হয়েছে, অনুরূপ শীতকালীন ইউনিফর্মের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করেছে উত্তরপ্রদেশ সরকার।

শীতকালীন ইউনিফর্মের কেনার ক্ষেত্রে ১৩১০ টাকা থেকে ভাতা বাড়িয়ে ১৯৬৫ টাকা করা হয়েছে। সেই সঙ্গেই ছাতার ভাতা ৯৬ টাকা থেকে বাড়িয়ে ১৪৪ টাকা এবং জুতোর ক্ষেত্রে ১৬৪ টাকা থেকে বৃদ্ধি করে ২৪৬ টাকা করেছে সরকার। ইউনিফর্ম কেনার জন্য শুধু টাকা বাড়ানো হয়েছে তা নয়, ইউনিফর্ম ধোয়ার জন্য যে টাকা দেওয়া হতো সেই টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মীদের ইউনিফর্ম ধোয়ার জন্য এখন থেকে ৬০ টাকা করে দেওয়া হবে ও গাড়ি চালকরা ৯০ টাকা করে পাবেন। সরকারি গাড়ি চালক এবং এটেনডেন্টদের যে ইউনিফর্ম রয়েছে কাজের জন্য, গ্রীষ্মকালীন ইউনিফর্মের ক্ষেত্রে চার বছরে এক বার ইউনিফর্ম পাওয়া যায়, শীতকালীন ইউনিফর্ম তিন বছরে একবার দেওয়া হয়। ইউনিফর্ম বাবদ টাকা বাড়ানো এবং ইউনিফর্ম ওয়াশ করার জন্য টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, এর ফলে উপকৃত হবেন চতুর্থ শ্রেণীর রাজ্য সরকারি কর্মী এবং সরকারি গাড়ির চালকরা।

সেভিংস একাউন্টে টাকা রাখা নিয়ে আয়কর বিভাগের নিয়ম। একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যাবে?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোন সরকারি গাড়ি চালক বা চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি ইউনিফর্ম পরিধান করে কাজে না আসেন তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং সরকারি গাড়ি চালক ও এটেনডেন্টদের এই বিশেষ ভাতা প্রদানের মাধ্যমে নতুন বছরে তাদের অনেকটাই খুশির খবর, যা তাদের নতুন বছরকে আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছে।

জানুয়ারি মাসেই ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। নববর্ষের আগে বড় খবর। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল

অন্য দিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ৭ ই জানুয়ারির মামলার দিকে তাকিয়ে রয়েছেন। দেখা যাক, ৭ ই জানুয়ারির মামলার শুনানি কতদূর এগোয়। আর এবারে কোন সিদ্ধান্ত না হলে সরকারি কর্মীরা কিছু বড় পদক্ষেপ নিতে পারেন বলেই মনে করা হচ্ছে। আর সকলকে বাংলা একাডেমির পক্ষ থেকে নতুন বছর ২০২৫-র শুভেচ্ছা ও অভিনন্দন রইল, ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

Related Articles

Back to top button