ফিক্সড ডিপোজিটে সুদের হার ৯.৫০%! এই ৪ ব্যাংকে বিনিয়োগ করলে সর্বাধিক সুদ পাবেন
Small Finance Bank Fixed Deposit Interest Rates
এখন অনেক মানুষই FD বা ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে নিজেদের টাকা বিনিয়োগ করে ভালো পরিমাণ রিটার্ন পেয়েছেন। SIP, Mutual Fund এর মত মোটা টাকার সুদ দেওয়া সঞ্চয় স্কিম শুরু হয়ে গেলেও এখনও অনেকেই Fixed Deposit কেই নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করার জন্য প্রথম পছন্দ বলে বেছে নিয়েছেন। পোস্ট অফিস সহ সরকারি ও বেসরকারি ব্যাংক গুলোর তরফে অনেক ধরণের স্কিম নিয়ে আসা হয়েছে।
ফিক্সড ডিপোজিট সুদের হার
মুলত ব্যাংক ও পোস্ট অফিসে নিরাপত্তা এবং সুরক্ষার কথা মাথায় রেখে গ্রাহকরা বেশি সুদের আসা থাকলেও SIP বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পছন্দ করেন না। কিন্তু ফিক্সড ডিপোজিটে সুদের হার মুলত ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেটের (Repo Rate) ওপরে নির্ভর করে। আরবিআই (Reserve Bank of India) সুদ বাড়ালে ব্যাংক গুলোও সুদ বাড়ায় আর নইলে সুদ কমে।
FD Interest Rate for Small Finance Banks in India
কিন্তু এখন যতদিন যাচ্ছে ততই সকল ব্যাংকের তরফে এই স্কিমে সুদ কমিয়ে দেওয়া হচ্ছে। আর এখন ৫% থেকে শুরু করে ৭% পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে গ্রাহকদের যা আগের তুলনাতে অনেকটাই কম বলে মনে করেন সকলে। কিন্তু দেশে এমন অনেক স্মল ফাইনান্স ব্যাংক আছে যেখানে সকল গ্রাহকদের পুরোপুরি ৯.৫০% পর্যন্ত সুদ এখন দেওয়া হচ্ছে যা অবিশ্বাস্য! তাই আজকে এই সকল ব্যাংকের এফডিতে সুদের হার নিয়ে জেনে নেব।
ফিক্সড ডিপোজিটে সর্বাধিক সুদের হার
এই সকল ব্যাংক গুলির মধ্যে কয়েকটা ব্যাংকে বিনিয়োগ করলে আপনারা ভালো পরিমাণ টাকা রিটার্ন পেতে পারবেন খুবই তাড়াতাড়ি।
- ইউনিটি স্মল ফিনান্স ব্যাংক
- উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক
- নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাংক
- ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক
অনেকেই এই ব্যাংক গুলিতে বিনিয়োগ করা নিয়ে আজও চিন্তায় থাকে, কিন্তু সেটা স্বাভাবিক কারণ কষ্টের টাকা তো আর যেখানে সেখানে বিনিয়োগ করা যায় না। তাই তাদের জানা উচিত যে এই সকল ব্যাংক গুলো রিজার্ভ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত।
এছাড়াও DICGC (Deposit Insurance and Credit Guarantee Corporation) এর তরফে গ্রাহকদের বিনিয়োগ করা অর্থের ওপরে ৫ লক্ষ টাকা ইন্সুরেন্স দেওয়া হবে। এর মানে হল – যদি কোন বড় বা ছোট যে কোন ব্যাংক ডুবে গেলে সরকারের তরফে গ্রাহকদের ৫ লাখ টাকা ফেরত দেওয়া হবে। তাই কোন চিন্তা না করে এই সকল সুদের তালিকা আলোচনা করা হল একবার পুরো প্রতিবেদনটি পড়ে দেখে নিন।
Unity Small Finance Bank FD
এই ব্যাংকের তরফে সাধারণ শ্রেণীর নাগরিকদের ৪.৫০% থেকে শুরু করে ৯% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০% থেকে ৯.৫০% পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে। আর ১০০১ দিনের জন্য যদি কেউ টাকা বিনিয়োগ করেন তাহলে এই সব থেকে বেশি সুদ পাওয়া যায় ব্যাংকের তরফে থেকে।
Utkarsh Small Finance Bank FD
বিনিয়োগের সময় হিসাবে অনেক ধরণের সুদের হার দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। মুলত সাধারণ গ্রাহকদের জন্য এখানে ৪% থেকে ৮.৫০% পর্যন্ত সুদ দেওয়া হয় এবং প্রবীণ নাগরিকদের জন্য ৯.১০% পর্যন্ত সুদ প্রদান করা হয়ে থাকে। আর ২ থেকে ৩ বছরের জন্য বিনিয়োগে বেশি সুদ পাওয়া যাবে।
100 টাকা জমিয়ে 11 লক্ষ রিটার্ন পাবেন। LIC আধার শিলা পলিসিতে বিনিয়োগ করুন শীঘ্রই
North East Small Finance Bank FD
এই ব্যাংকের সকল শাখা মুলত দেশের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যায়। সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে থেকে ১০ বছরের মেয়াদের ওপরে ৩.৫০% থেকে ৯% পর্যন্ত সুদ দেওয়া হয়। আর বয়স্ক নাগরিকদের জন্য এই সুদের হার অনেকটাই বেশি ৪% থেকে ৯% পর্যন্ত সুদ পাবেন যদি ১৮ মাস থেকে ৩৬ মাসের মধ্যে এই বিনিয়োগ করা হয়।
10 হাজার রাখলে রিটার্ন 2 কোটি। এখানে ইনভেস্ট করলে হাতেগোনা কয়েক বছরে আপনিও মালামাল!
Equitas Small Finance Bank FD
আগে উল্লেখিত সকল ব্যাংকের মত এই ব্যাংকের তরফেও সাধারণ গ্রাহকদের জন্য ৩.৫০% থেকে ৮.২৫% পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে ও প্রবীণ নাগরিকদের ৮৮৮ দিনের বিনিয়োগের ক্ষেত্রে ৯% পর্যন্ত সুদ পাবেন।
সতর্কতা
যেকোনো ক্ষেত্রে বিনিয়োগ আর্থিক সুবিধার সাথে ঝুঁকিও থাকতে পারে। তাই যে কোন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আগে সুদের হার ও রিটার্ন জেনে নিয়েই বিনিয়োগ করবেন।