স্টেট ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের বিরাট সুখবর। অল্প বিনিয়োগে বেশি রিটার্ন, নতুন Investment Plans স্কীম চালু হলো

Best Investment Plans in India 2025

আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা নানা সঞ্চয় প্রকল্পে (Investment Plan) টাকা জমিয়ে রাখেন নিজেদের ও পরিবারের মানুষদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। এখন Mutual Fund ও SIP এসে গেছে বেশি সুদের বিনিয়োগ স্কিম হিসাবে, কিন্তু বেশি সুদ পাওয়া গেলেও নিরাপদ না হওয়ার জন্য অনেক মানুষই এখনও পর্যন্ত ব্যাংক বা পোস্ট অফিসের স্কিমের ওপরে নির্ভর করে থাকেন।

Investment Plan for 5 years

আমাদের দেশের দুই সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল SBI (State Bank of India) ও PNB (Punjab National Bank). আর এক পরিসংখ্যান অনুসারে এই দুই ব্যাংক মিলিয়ে প্রায় ৬৮ কোটি গ্রাহক আছে। তাই যে কোন ধরণের নতুন খবর বা নির্দেশ দেওয়া হলে এককথায় দেশের প্রায় অর্ধেক জন সংখ্যার কাছাকাছি মানুষরা প্রভাবিত হবে। বিনা কোন সমস্যায় ভালো পরিমান সুদ পেতে হলে এই স্কিমের বিসয়ে জেনে নিন।

ভারতের সেরা বিনিয়োগ স্কিম ২০২৫

আর বছর শুরু হয়ে প্রায় ১ মাস অতিক্রম হয়ে গেছে আর এবারে অনেকেই মনে করছেন কিছু বিনিয়োগ করার জন্য কিন্তু কোথায় করতে পারবেন বলে বুঝতে পারছেন না। এবারে স্টেট ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে কিছু সঞ্চয় স্কিম নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য, ব্যাংক গুলোর তরফে নানা ধরনের স্কিম নিয়ে আসা হয়, সকল প্রকার আয়ের মানুষদের জন্য।

SBI Patrons & Har Ghar Lakhpati Scheme

স্টেট ব্যাংকের তরফে ‘হর ঘর লাখপতি স্কিম’ ও স্টেট ব্যাংক পেট্রোন্স স্কিম নিয়ে আসা হয়েছে। প্রথমটি একটি RD (Recurring Deposit) স্কিম, যেখানে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করার মাধ্যমে এককালীন বেশি টাকা ফেরত পাওয়া সম্ভব এবং এই স্কিমে ৩ থেকে ১০ বছরের জন্য মেয়াদে টাকা জমা করতে পারবেন সকলে। এছাড়াও দ্বিতীয় স্কিমের মাধ্যমে সকল স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য নয়।

ফেব্রুয়ারিতেই DA বাড়বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের? দীর্ঘ অপেক্ষার অবসান হবে?

মুলত ৮০ বছরের বেশি যেই সকল গ্রাহকরা আছে তাদের কথা মাথায় রেখে এই স্কিম নিয়ে আসা হয়েছে। এটি একটি Term Deposit Scheme for Super Senior Citizens ও বলা যেতে পারে। আরও জানতে কাছাকাছি ব্রাঞ্চে গিয়ে জেনে নিতে পারবেন। এইবারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে জারি করা কিছু স্কিম নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।

আধার কার্ড থাকলেই পাবেন 10000 টাকা। সরকারের নতুন প্রকল্প। আবেদন পদ্ধতি দেখে নিন

PNB FD Scheme 2025

৩০৩ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে (PNB Fixed Deposit Scheme) ৭% সুদ পাওয়া যাবে এবং ৫০৬ দিনের স্কিমের ক্ষেত্রে ৬.৭% হারে সুদ দেওয়া হবে। কিন্তু ওপরে উল্লেখিত সকল স্কিম অনুসারে ৬০ বছর বয়সি সকল মানুষেরা কিছুটা হলেও সুদ বেশি পাবে এবং এই সুদ সর্বদা একই থাকে না সেই কারণের জন্য বিনিয়োগ করার আগে এই সুদ সম্পর্কে জেনে নেওয়া উচিত সকল গ্রাহকদের।

Related Articles

Back to top button