PM Kisan: কৃষকদের একাউন্টে ঢুকবে 12000 টাকা। মোদি সরকারের বিরাট উপহার

Krishak Bandhu Get 12000 Rupees

কৃষক বন্ধুদের (Indian Farmers) সুবিধার জন্য রাজ্য তথা কেন্দ্র সরকারের তরফে অনেক সরকারি প্রকল্প (PM Kisan) নিয়ে আসা হয়েছে, আর এর মাধ্যমে অন্নদাতাদের টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। আর এই সকল প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকদের অনেক উপকার হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের কৃষকদের জন্য যে প্রকল্পের (Government Scheme) সূচনা করা হয়েছে তার নাম পিএম কিষান সম্মান নিধি যোজনা।

Indian Farmers Get 12000 Rupees on PM Kisan Scheme

দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত হলেও এখনও পর্যন্ত কৃষকদের জীবনযাত্রার মান তেমনভাবে উন্নত হয়নি। এই জন্য কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার অনুদান প্রদান করে থাকে পিএম কিষান যোজনা প্রকল্পের মাধ্যমে। এতদিন পর্যন্ত মোট ৬০০০ টাকা অনুদান দেওয়া হতো। তিনটে কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা দেওয়া হয়। একই রকম পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) মাধ্যমে অনুদান দিয়ে থাকে।

পিএম কিষান টাকা কবে ঢুকবে

সম্প্রতি, একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষকদের অনুদানের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের বাজেট পেশ করার সময় অনুদানের পরিমাণ বাড়ানোর কথা চিন্তা করছে। কৃষক প্রতিনিধিদের সাথে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) দুই ঘণ্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেই আলোচনায় কৃষকদের সুবিধা অসুবিধা ও সমস্যা গুলো নিয়ে সমাধানের উপায় বের করার চেষ্টা করা হয়েছে।

পিএম কিষান বেনিফিশিয়ারি স্ট্যাটাস

এই আলোচনায় আর্থিক সাহায্য, বাজার সংস্কার এবং কৌশলগত বিনিয়োগের, প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষিকাজে মোকাবিলা করার উপায় ও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগামী বাজেট ২০২৫ (Budget 2025) কৃষকদের অনুদানের পরিমাণ বাড়ানো হবে, যাতে কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এই জন্য দেশের লক্ষ লক্ষ কৃষকদের জীবনে বড়সড়ো পরিবর্তন আসতে চলেছে।

কৃষক প্রতিনিধিরা অর্থমন্ত্রীর কাছে কৃষি ঋণের সুদের হার ১ শতাংশ কমানোর দাবি জানায়, বার্ষিক অনুদানের পরিমাণ যেটা ৬০০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে ১২০০০ টাকা করার দাবি জানানো হয়। কৃষক সংগঠন গুলি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার (PMFBY) আওতায় ক্ষুদ্র কৃষকদের জন্য শূন্য প্রিমিয়াম ফসল বীমার (Crop Insurance) দাবি জানানো হয়েছে। GST পরিমাণ কমানোর দাবি ওঠে, ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়।

একাউন্টে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ১০০০ থেকে বেড়ে ১৮০০ টাকা! জয় জোহার প্রকল্পে টাকা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

অর্থমন্ত্রী কৃষকদের প্রতিনিধিদের থেকে সমস্ত যাবতীয় দাবি দাওয়া শুনে পরবর্তী বাজেট ঘোষণা করার সময় এই সমস্ত দাবি দাওয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়াও কৃষকদের পিএম কিষানের বার্ষিক অনুদানের পরিমাণ ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী বাজেট পেশের সময়। এর ফলে একদিকে যেমন কৃষকদের কৃষিকাজের প্রতি আরও আগ্রহ বাড়বে।

লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে আরও 1000 টাকা দেবে সরকার। ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী

সেই সাথে কৃষকদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। আর্থিক স্থিতিশীলতা আসবে, সেই সাথে দেশের অর্থনীতিতে (Indian Economy) অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু এই নিয়ে ভবিষ্যতে কি সিদ্ধান্ত হতে চলেছে সেই জানার জন্য চাষি ভাইদের আরও অপেক্ষা করতে হবে এবং ২০২৫ সালের বাজেটে কি ১২০০০ টাকা দেওয়ার আবেদন মঞ্জুর করা হবে? সেটাই আখন দেখার অপেক্ষা।

Related Articles

Back to top button