Jio গ্রাহকদের টানা ১ বছর রিচার্জ করা লাগবে না। কিভাবে পাবেন আনলিমিটেড 5G?

Jio Mobile Recharge Plan

ফের একবারের Reliance Jio গ্রাহকদের জন্য ১ বছরের রিচার্জ প্ল্যান চালু হলো। যার জেরে প্রচুর টাকা সাশ্রয় হতে পারে। একথা সকলেরই জানা যে, জিও লঞ্চ হওয়ার সময়েই সকলকে বিনামূল্যে ইন্টারনেট ও কলিং এর সুবিধা ঘোষণা করেছিল। এরপর দেশের সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলো  মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যার জেরে গ্রাহকদের বাড়তি খরচ দিতে হচ্ছে। আর প্রতিমাসে বড় অঙ্কের রিচার্জ করতে হচ্ছে।

কিন্তু তখন দেশের রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি BSNL (Bharat Sanchar Nigam Limited) এর তরফে এক টাকাও দাম বৃদ্ধি করা হয়নি। যে কারণে অনেকেই BSNL এ পোর্ট করিয়ে নিয়েছিলেন জিও সমেত অন্য কোম্পানি গুলো থেকে। আর এতে বিশেষ করে জিওর লক্ষাধিক কাস্টমার তাদের ছেড়ে চলে গেছিলো এবং এতে অনেক লোকসানের সম্মুখীন হতে হয়েছে সকলকে।

Reliance Jio 1 Year Recharge Plan

বহু গ্রাহক পরিষেবা ছেড়ে দেওয়ায় এবার গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সস্তায় ১ বছরের রিচার্জ প্ল্যান চালু করলো Reliance Jio. যেখানে একবার রিচার্জ করলেই সারা বছর আনলিমিটেড 5G internet এবং কলিং ও OTT Subscription ও একাধিক সুবিধা পাবেন।

সমস্ত সেভিংস একাউন্ট গ্রাহকদের KYC আপডেট নিয়ে RBI এর নতুন গভর্নরের নির্দেশিকা। কি কি করতে হবে?

কি কি সুবিধা পাবেন?

জিওর এই এক বছরের প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন 2.5 GB 4G ইন্টারনেট পাবেন এবং যদি তাদের কাছে 5G মোবাইল ফোন থাকে তাহলে আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে এবং এর সঙ্গে কলিং ফ্রি ও প্রতিদিনের হিসাবে 100 SMS ও বছরে মোট 912.5 GB ইন্টারনেট ডেটা দেওয়া হবে। আর এই 4G ডেটা দেওয়ার কারণ হল দেশে এখন অনেক জায়গা আছে যেখানে 5G পরিষেবা শুরু হয়নি।

মাত্র 593 টাকা বিনিয়োগ করলে 1 লাখ টাকার রিটার্ন পাবেন। স্টেট ব্যাংকের নয়া স্কিমে মধ্যবিত্তের মুখে ফুটল হাসি

আরও বিশেষ সুবিধা

সেই কারণের যাতে গ্রাহকদের ইন্টারনেট উপভোগ করতে কোন সমস্যা না হয়। আর এরই সঙ্গে IPL 2025 4K তে দেখার জন্য 90 দিনের জন্য Hotstar এর সাবস্ক্রিপশন দেওয়া হবে। কিন্তু শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই এই কাজ করতে পারবেন সকলে ল্যাপটপ, মোবাইল বা টিভিতে এই সুবিধা পাও যাবে না এবং 50 GB Jio Cloud স্টোরেজ দেওয়া হবে যাতে কিছু দরকারি জিনিস সকল মানুষেরা সেভ করে রাখতে পারবে।

উপসংহার

যেসমস্ত গ্রাহক প্রতিমাসে ৩৯৯ টাকা রিচার্জ করেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান অনেকটাই সস্তার। এবং সারা বছরে প্রায় ৪০০ টাকা সাশ্রয় হবে। এবার কোন রিচার্জ প্লানটি আপনার জন্য উপযোগী সেই হিসাব করেই রিচার্জ করবেন।

Related Articles

Back to top button