আবার নোট বাতিল? নতুন ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড় ঘোষণা

New Indian Currency Notes

ফের একবারের জন্য RBI এর তরফে নতুন ১০০ টাকার নোট ও ২০০ টাকার নোট বাতিল নিয়ে বড় খবর দেওয়া হল দেশবাসীর উদ্দেশ্যে। ২০১৬ সালে গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে সকল ৫০০ ও ১০০০ টাকা এক মিনিটের মধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছিল এবং নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে আসা হয়েছিল। কিন্তু বিগত বছরে সেই ২০০০ টাকার নোটও রিজার্ভ ব্যাংকের তরফে ফেরত নিয়ে নেওয়া হয়েছে।

RBI এর নতুন ভারতীয় মুদ্রা

আর এখন নতুন নোট হিসাবে ২০০ টাকা নিয়ে আসা হয়েছে। আর ৫০০ টাকার নোট হল ভারতীয় বাজারে সব থেকে বেশি চলমান বা বেশি মূল্যের নোট এখন। কিন্তু অনলাইন পেমেন্ট করা হলেও এমন অনেক মানুষ বা দোকান আছে যেখানে অনলাইনে পেমেন্ট নেওয়া হয় না, ক্যাশে পেমেন্ট করতে হয় এবং এই কারণের জন্য নগদ টাকার দরকার হয়। আর বাজারে নগদের পরিমান অনেক কম হচ্ছে দিনে দিনে।

ফের নোট বাতিলের সম্ভাবনা?

আর এই জন্য বাজারে ১০০ টাকার নোট ও ২০০ টাকার নোটের চাহিদা অনেকটাই বেশি হয়েছে। কিন্তু এবারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে এই নিয়ে বড় খবর দেওয়া হয়েছে। RBI কিছু দিনের মধ্যেই নতুন এই দুই নোট জারি করবে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সই যুক্ত। কারণ আমরা সকলেই জানি যে আরবিআই গভর্নরের সই ছাড়া নোট বাজারে মান্য নয়, সেই কারনের জন্য এই সিদ্ধান্ত।

ফিক্সড ডিপোজিটে সর্বাধিক সুদ দিচ্ছে এই ৪টি ব্যাংক। FD তে নতুন সুদের হার দেখে নিন

তাই নতুন গভর্নরের স্বাক্ষর করা নোট বাজারে খুব তাড়াতাড়ি দেখতে পারে দেশের মানুষেরা। আর পুরনো অর্থাৎ শক্তিকান্ত দাসের সই করা ১০০ ও ২০০ টাকার ভারতীয় মুদ্রার নোটও বাজারে সমান ভাবে বৈধ থাকবে বলেই জানানো হয়েছে। তাই নাগরিকদের নতুন নোট আসলে যে কোন সমস্যা হবে সেই বিষয়ে চিন্তা এড়িয়ে চলাটাই ভালো বলে মনে করছেন অনেকে এবং কোন ধরণের ভুয়ো খবর এড়িয়ে চলার কোথাও বলা হয়েছে।

বছরে ৪০ শতাংশ হারে রিটার্ন দিচ্ছে এই 3 মিউচুয়াল ফান্ড। বিনিয়োগ করে আপনিও হবেন মালামাল

মুলত বাজারে নগদের সমস্যা মেটানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীতে রিজার্ভ ব্যাংকের তরফে নতুন ৫০ টাকার নোটও আনা হবে বলে মনে করা হচ্ছে। তাই কোন নোট বাতিল করা হচ্ছে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়ে কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Back to top button