নতুন ৫০ টাকার নোট আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। কেমন দেখতে হবে? আগের নোট বাতিল হবে?
New 50 Rupee Indian Currency Note
অনেকদিন পর ফের একবারের জন্য নতুন ৫০ টাকার নোট নিয়ে আসতে চলেছে RBI (Reserve Bank of India). আমরা জানি যে এর আগে ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোট বাতিল করে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে আসা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। কিন্তু ফের কিছু জালিয়াতির কারনে ২০০০ টাকার নোটও ফিরিয়ে নেওয়া হয়েছে। আর ধীরে ধীরে দেখতে পাওয়া গেছে যে বাজারে খুচরোর আকাল দেখা দিয়েছে।
New Indian Currency Note
অনলাইন পেমেন্ট জনপ্রিয় হলেও এখন অনেকেই আছেন যেই সকল মানুষেরা ক্যাশ টাকার মাধ্যমে লেনদেন করেন তাদের খুব সমস্যা হচ্ছে। আর অনেক দিন ধরেই দাবি করা হচ্ছিল এই খুচরোর জোগান বৃদ্ধি করার জন্য। আর এই বারে নতুন ৫০ টাকা আনতে চলেছে আরবিআই। আর এই প্রথম নোট যেখানে শক্তিকান্ত দাসের বদলে নতুন সঞ্জয় মালহোত্রার, ইনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে নতুন দায়িত্ব নিয়েছিলেন।
নতুন ৫০ টাকার নোট বাজারে আসছে
আর এই খবর শোনার পর থেকে অনেকেরই মনে একটা প্রশ্ন উঠছে যে তাহলে পুরোনো বেগুনি ও নিল রঙের নোট গুলোর কি হবে? আরবিআই এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে কোন চিন্তা করার দরকার নেই কারোর সকল নোটই চালু থাকবে বাজারে এবং নতুন নোট ছাপানো শুরু হলে পুরনো নোট আর ছাপানো হবে না বলেই মনে করছেন অনেকে। কিন্তু কবে থেকে ব্যাংক থেকে এই নোট পাওয়া যাবে সেই নিয়ে এখনো শুনতে পাওয়া সম্ভব হয়নি।
পোস্ট অফিসে সুদ বাড়লো। এই স্কিমে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি সুদ পাবেন
৫০ টাকার নতুন নোট কেমন হবে?
এই নতুন নোটেও মহাত্মা গান্ধীর ছবি থাকবে এবং ৬৬/১৩৫ আকার থাকতে হবে ও এই নতুন নোটের রঙ হবে হাল্কা নিল। এখন পর্যন্ত মনে করা হচ্ছে যে নোটের পেছনে আগের মত রথ ও হাম্পির ছবি দেখতে পাওয়া যাবে বা অন্য কোন ছবিও দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই। কিন্তু ২০০০ টাকার নোট বাতিল করা হলেও অনেকেই এখনো প্রায় ৬৫০০ কোটি টাকার কাছাকাছি টাকা নিজেদের কাছে রেখে দিয়েছে।
১০ লাখ রাখুন ২০ লাখ নিন। পোস্ট অফিসের এই প্রকল্পে তিনগুণ রিটার্ন! বিনিয়োগ করার আগেই জানুন
এবারে আগামীদিনে আরও এই রকমের নতুন নতুন নোট বা কয়েন নিয়ে আসা হয় কিনা সেই জন্য অপেক্ষা করছেন অনেকে। আর খুচরোর সমস্যা মেটানোর জন্য এবারে কি ব্যবস্থা করা হবে সরকারের বা RBI-র তরফে সেই দিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই। আর জাল নোট নিয়েও সকলকে সচেতন থাকতে বলা হয়েছে। এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।