পোস্ট অফিসে সুদ বাড়লো। এই স্কিমে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি সুদ পাবেন
Post Office Savings Scheme 2025
পোস্ট অফিসের সকল স্কিম (Post Office Time Deposit Scheme) দেশের সকল মানুষদের কাছে সবচেয়ে সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য এখন পর্যন্ত। যেহেতু পোস্ট অফিস ভারত সরকারের (Government of India) নিয়ন্ত্রণাধীন একটি আর্থিক সংস্থা হওয়ার জন্য এই টাকার সুরক্ষা দেওয়া সম্পূর্ণ রূপে সরকারের দায়িত্ব। এই জন্য অনেকেই চোখ বুঝে এইখানে বিনিয়োগ করে থাকেন, কিন্তু এমন অনেক স্কিম আছে যেই গুলো অনেকেরই অজানা। সেই রকমই এক স্কিম নিয়ে আজ আলোচনা করতে চলেছি।
Post Office Time Deposit Scheme 2025
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS), ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY Scheme 2025) এই সকল স্কিম জনপ্রিয় হলেও অনেকেই আরও এক খুবই দরকারি স্কিম সম্পর্কে জানেনই না। আর এই স্কিমের নাম হল পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম, আর এই স্কিমে বাকি সকল স্কিমের তুলনায় অনেকটাই বেশি সুদ পাওয়া যায়। তাই গ্রাহকদের বেশি লাভ হতে পারে সকলের।
পোস্ট অফিস সেভিংস স্কিম ২০২৫
আর এখন অনেক মানুষ আছেন যারা নিজেদের টাকা খুব তাড়াতাড়ি ডবল করতে পছন্দ করেন। আর এই জন্যই অনেকে অনেক ধরণের জালিয়াতির শিকার হচ্ছেন, কিন্তু আজকে আমরা এই পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যার মাধ্যমে আপনারা সুরক্ষিত ভাবে নিজেদের এই টাকা বিনিয়োগ করে ডবল রিটার্ন পেতে পারেন।
প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পাবেন। কিভাবে আবেদন করবেন?
সেরা সঞ্চয় প্রকল্প
এই টাইম ডিপোজিট স্কিমে ৭.৫% সুদ দেওয়া হয়ে থাকে, আর সকল গ্রাহকরা ১০০০ টাকা থেকে শুরু করে নিজেদের ইচ্ছা মত টাকা বিনিয়োগ করতে পারেন এই স্কিমে এই টাকা জমানোর জন্য কোন নির্দিষ্ট লিমিট নেই। ১ বছর, ৩ বছর ও ৫ বছরের জন্য সকলে এই স্কিমে বিনিয়োগ করতে পারবে। কিন্তু বিনিয়োগের ওপরের সুদের হার অনেকটাই নির্ভর করছে এই স্কিমে।
প্রতিদিন 40 টাকা জমিয়ে পাবেন 25 লাখ টাকা। LIC এর নতুন পলিসি।
১ বছরের জন্য ৬.৯%, ৩ বছরের জন্য ৭% এবং ৫ বছরের জন্য টাকা জমা দিলে ৭.৫% হারে সুদের হার দেওয়া হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই সুদের হার সময়ে সময়ে পরিবর্তন করা হয়ে থাকে আর এই জন্য আপনারা ভালো করে এই স্কিম সম্পর্কে জেনে নিয়ে তবেই বিনিয়োগ করবেন। আর আমরা তথ্য দেওয়ার জন্য এই এই প্রতিবেদন তৈরি করে থাকি আর বিনিয়োগ করার আগে আপনারা ভালো করে সকল তথ্য জেনে নিয়ে বিনিয়োগ করবেন।