Post Office SCSS: মাসে 20000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে প্রবীণ নাগরিকেরা আবেদন করুন
Senior Citizen Savings Scheme 2025
বছরের শুরুতেই পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের (Post Office SCSS 2025) মাধ্যমে প্রতিমাসে বিনা পরিশ্রমে ২০০০০ টাকা পেয়ে যাবে গ্রাহকরা। কিন্তু এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে যে কিভাবে এই কাজ সম্ভব হবে? একজন ব্যক্তি তার কর্মজীবনে যে পরিমাণ উপার্জন করেন সেই উপার্জনে সংসারের খরচ সামলানোর পরেও কিছু অবশিষ্ট অর্থ সঞ্চয় করে রাখেন ভবিষ্যতের জন্য।
Post Office SCSS Scheme Calculator 2025
আর এই অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাংক বা পোস্ট অফিস খুবই গুরুত্বপূর্ণ সকলের কাছে। এখন অনেক বেশি সুদ প্রদান করা সঞ্চয় প্রকল্প চলে আসলেও অনেকেরই প্রথম ভরসা এই দুই সংস্থা। ব্যাংক বা পোস্ট অফিসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে সেই বিনিয়োগের ওপর একটা সুদ পাওয়া যায়। বিভিন্ন ব্যাংকের ও পোস্ট অফিসের নানা স্কিমে এই সুদের পরিমাণ ভিন্ন করে থাকে। যদিও ব্যাংকের থেকে পোস্ট অফিস বেশি পরিমাণে সুদ দিয়ে থাকে এমনটাই মনে করে অনেকে।
Senior Citizen Savings Scheme 2025
অবসরকালীন সময়ের পর প্রত্যেক মাসে আপনি যদি একটা মোটা অংকের অর্থ আয় করতে চান, তাহলে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে। সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগ করলে আপনি প্রত্যেক মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। এর ফলে বেশি বয়সে প্রত্যেক মাসে নিয়মিত ও নির্ধারিত আয় থাকবে, যার ফলে আপনি অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবেন।
Post Office Savings Schemes 2025
বিশেষ করে যে সমস্ত ব্যক্তি বেসরকারি কাজে কর্মরত ছিলেন বা ব্যবসায় নিযুক্ত থাকেন, তাদের পক্ষে বয়সকালে কাজ চালিয়ে যাওয়া সম্ভবপর থাকে না। এর ফলে যদি একজন ব্যক্তি কর্মক্ষম থাকার সময় অল্প কিছু অর্থ বিনিয়োগ করেন পোস্ট অফিসের এই স্কিমে, তাহলে বার্ধক্যে তিনি প্রত্যেক মাসে একটা মোটা অংকের উপার্জন করতে পারবেন। বর্তমানে পোস্ট অফিস বিভিন্ন রকম স্কিম চালু করেছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
যেই গুলোতে বিনিয়োগ করলে আপনি মোটা অংকের রিটার্ন পাওয়ার সুযোগ পাবেন। সব সময় কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করার ক্ষেত্রে দেখে নেওয়া দরকার, যেখানে বিনিয়োগ করছেন, সেই খানে আর্থিক নিরাপত্তা আছে কিনা এছাড়া সুদের হার সর্বোচ্চ রয়েছে কিনা। ভারতে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ ও ভরসা যোগ্য প্রতিষ্ঠান হলো পোস্ট অফিস। পোস্ট অফিস সকল প্রকার আয়ের মানুষদের জন্য বিভিন্ন রকম স্কিম চালু করেছে যেই গুলোতে উচ্চ হারে সুদ প্রদান করা হচ্ছে।
পোস্ট অফিস সেভিংস স্কিম
সম্প্রতি পোস্ট অফিস বয়স্কদের জন্য একটি স্কিম এনেছেন, যেটাকে পেনশন স্কিম বলা হয় এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য এই বিশেষ স্কিমের নাম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। স্কিমে বিনিয়োগ করলে আপনি ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। এই স্কিমে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারির বয়স হতে হবে ৬০ বছর বা তার ঊর্ধ্বে। যে সমস্ত বিনিয়োগকারী সেনা বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন, তারা ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হলেও বিনিয়োগ করতে পারবেন।
সিনিয়র সিটিজেন স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ থাকছে ১০০০ টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ থাকছে ৩০ লক্ষ টাকা পর্যন্ত। বিনিয়োগের মেয়াদ থাকছে ৫ বছর। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে পোস্ট অফিস ৮.২ হারে সুদ দিচ্ছে। এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। এছাড়া এই পোস্ট অফিস সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৩০ লক্ষ টাকা।
আপনার যদি একাউন্ট খোলার পর মনে হয় যে আপনি আর বিনিয়োগ করবেন না, তাহলে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ধরে পাচ বছর পর আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। এছাড়া কোন কারনে যদি একাউন্টধারীর মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু তারিখ থেকে পোস্ট অফিস সেভিংস একাউন্টের হারে প্রাপ্ত সুদ দিয়ে দেবেন নমিনি হোল্ডারকে এই সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিমে।
আপনি যদি পেনশনের মতনই প্রত্যেক মাসে একটা মোটা টাকা পেতে চান, তাহলে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এই স্কিমে বিনিয়োগ করলে আপনি শুধু লাভ যুক্ত রিটার্ন পাবেন তা নয়, সেকশন 80 C অধীনে ইনকাম ট্যাক্স ছাড়ের সুবিধাও পাওয়া যায়। ধরা যাক, একজন ব্যক্তি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলেন।
সেভিংস একাউন্টে টাকা রাখা নিয়ে আয়কর বিভাগের নিয়ম। একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যাবে?
তাহলে বার্ষিক ৮.২% সুদের হারে, তিনি প্রতি বছর ২.৪৬ লক্ষ টাকা সুদ পাবেন। এই সুদের হারে প্রত্যেক মাসে ২০,৫০০ টাকা রিটার্ন পাবেন। চাকরি থেকে বিরতি নেওয়ার পরও পেনশনের মতনই প্রত্যেক মাসে মোটা অংকের টাকা আপনি যেটা পাবেন, তা দিয়ে আপনার বৃদ্ধ বয়সে সব রকম চাহিদা খুব ভালো করে মেটানো সম্ভব হবে। বলতে গেলে বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা এবং বয়স্ক কালীন চিন্তা সেটা অনেকটাই লাঘব পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Post Office SCSS) বিনিয়োগ করে।
লাখ লাখ ভারতবাসীর PAN CARD নিয়ে বড় ঘোষণা। বছরের শুরুতে নতুন নিয়ম চালু করল দেশের সরকার
এত উচ্চ হারে সুদ শুধু মাত্র পোস্ট অফিস সেভিংস স্কিমই দিতে পারে, তাই আর দেরি না করে ঝটপট আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে আরও বিস্তারিত জেনে বিনিয়োগ করুন। আমরা কোন ধরনের স্কিমে বিনিয়োগ করার জন্য কাউকে বলি না, যে কোন জায়গায় নিজেদের টাকা রাখার আগে আপনাদের উচিত সেই নিয়ে জেনে নেওয়া।