Post Office GDS Recruitment: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে 21000 শুন্যপদে GDS নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

India Post GDS Online 2025

যেই সকল মানুষেরা চাকরি খুজছেন তাদের জন্য পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি (Post Office GDS Recruitment) প্রকাশ করা হল ভারতীয় ডাক বিভাগের (India Post) ২০২৫ সালে এই প্রথম। প্রায় ২১০০০ পদের জন্য GDS (Gramin Dak Sevak) পদে নিয়োগ করা হবে আর শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই এই আবেদন করা সম্ভব হবে। আর আজকের এই আলোচনাতে আমরা নিয়োগ নিয়ে সকল খুটিনাটি তথ্য আপনাদের জানিয়ে দিতে চলেছি।

Post Office GDS Recruitment 2025

এখনকার সময়ে সঠিক পড়াশোনা জানা থাকলেও ভালো একটা চাকরি পাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তাই অনেকেই এই বিজ্ঞপ্তি নিয়ে সকল তথ্য জানতে ইচ্ছুক। এখন মুলত বেতন, পদ, শিক্ষাগত দিক, নিয়োগ পদ্ধতি, আবেদন প্রক্রিয়ার বিষয়ে জেনে নিতে পারবেন। এইবারের নিয়োগে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) ও গ্রামীন ডাক সেবক (Gramin Dak Sevak) পদে নিয়োগ করা হবে।

GDS Recruitment 2025

আর এই তিনটি পদ মিলিয়ে মোট ২১৫০০ পদের কাছাকাছি নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রথমেই সকলকে যে কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে, তাহলেই এই আবেদন করা হবে। এর থেকে যদি কারোর বেশি কিছু যোগ্যতা থাকে তাহলে তারাও আবেদন করতে পারবেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপরেই সকল সিদ্ধান্ত নেবে পোস্ট অফিস আধিকারিকরা।

Click here red button

পোস্ট অফিস আবেদন যোগ্যতা ও বেতন

মাধ্যমিক পরীক্ষা পাশ করার সঙ্গে সঙ্গে সাইকেল বা বাইক চালানো জানতে হবে এবং কম্পিউটারও জানতে হবে সকলকে। স্থানিয় ভাষা বাংলা, হিন্দি ও ইংরাজি জানা থাকলে খুবই ভালো হবে। ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের ১২০০০ টাকা মাইনে ও সহকারি ব্রাঞ্চ মাস্টারদের ও গ্রামীন ডাক সেবকদের মাইনে ১০০০০ টাকা। এছাড়াও সময়ে সময়ে কিছু সুবিধা ও নিয়ম অনুসারে ছুটিও দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের ১ লাখ রেশন কার্ড বাতিল ঘোষণা। কাদের বাতিল হলো? ফ্রি রেশন কার্ড চালু রাখতে কি করতে হবে?

এই কাজে আবেদন করার জন্য ১৮ – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। আর এই বয়সে ছাড় দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে SC/ST দের জন্য ৫ বছর, OBC দের জন্য ৩ বছর এবং শারিরিকভাবে অক্ষমদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হবে। আর এই সুবিধা পাওয়ার জন্য সকলকে নিজেদের কাস্ট প্রমান করতে হবে নইলে এই রকমের সুবিধা দেওয়া হবে না।

স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে চাকরি। কোনো পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ! জানুন বিস্তারিত

আর যেই সকল মানুষেরা আবেদন করতে চাইছেন তারা অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই জন্য আধার, ঠিকানার প্রমান, বয়সের প্রমান, শিক্ষাগত প্রমান এবং এখনকার সময়ের ছবি আপলোড করতে হবে। আর আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে সকলে। ১০০ টাকা করে ফি জমা দিতে হবে সকলকে পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন করার সময়ে।

Related Articles

Back to top button